IND vs WI Test: ফের বিপাকে পড়েন তারা। আরও একবার ভারতের বোলিং-এর সামনে নাস্তানুবাদ হল ওয়েস্ট ইন্ডিজ। 

IND vs WI Test: বেকায়দায় ক্যারিবিয়ানরা। এই প্রতিবেদন লেখা পর্যন্ত, দ্বিতীয় ইনিংসে তাদের স্কোর ৫ উইকেট হারিয়ে ৮৯ রান। অনেকটাই সুবিধাজনক জায়গায় দাঁড়িয়ে রয়েছে টিম ইন্ডিয়া। 

আহমেদাবাদের নরেন্দ্র মোদী ক্রিকেট স্টেডিয়ামে, ভারত বনাম ওয়েস্ট ইন্ডিজের মধ্যে টেস্ট সিরিজের প্রথম ম্যাচটি শুরু হয়েছে বৃহস্পতিবার থেকে (India vs West Indies Test Match)। আর সেই ম্যাচেই রীতিমতো চালকের আসনে রয়েছে টিম ইন্ডিয়া (india west indies test)।

এই ম্যাচে টসে জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেয় ক্যারিবিয়ানরা। কিন্তু ব্যাট করতে নেমে, মহম্মদ সিরিজের আগুনে বোলিং-এর দাপটে কার্যত, গুঁড়িয়ে যায় ওয়েস্ট ইন্ডিজ। মাত্র ১৬২ রানেই শেষ হয়ে যায় তাদের ইনিংস।

ওপেনার জন ক্যাম্পবেল করেন মাত্র ৮ রান এবং আরেক ওপেনার ট্যাগনারাইন চন্দ্রপল খালি হাতে ফেরেন। অ্যালেক অ্যাথানেজের সংগ্রহে ১২ রান, ব্র্যান্ডন কিং করেন ১৩ রান এবং অধিনায়ক রোস্টন চেজের ঝুলিতে মাত্র ২৪ রান।

Scroll to load tweet…

অন্যদিকে, শাই হোপ কিছুটা লড়াই করেন। তিনি ২৬ রান যোগ করেন স্কোরবোর্ডে। ক্যারিবিয়ানদের হয়ে সর্বাধিক রান করেন জাস্টিন গ্রিভস। তাঁর সংগ্রহে ৩২ রান। এছাড়া খারি পিয়েরের ঝুলিতে ১১ রান, ওয়ারিকান ৮, জোহান লেন ১ এবং জেডন সিলস ৬ রান করেন।

নিঃসন্দেহে গোটা ওয়েস্ট ইন্ডিজ দলের ব্যাটিং বিপর্যয়। বরং, বলা ভালো যে, ভারতের দুরন্ত বোলিং। দাপুটে বোলিং করেন ভারতের অন্যতম পেসার মহম্মদ সিরাজ। একাই নেন ৪ উইকেট। অন্যদিকে, ৩টি উইকেট পেয়েছেন যশপ্রীত বুমরা, ২টি উইকেট কুলদীপ যাদবের দখলে এবং ওয়াশিংটন সুন্দর পেয়েছেন ১টি উইকেট।

জবাবে প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে, ৫ উইকেট হারিয়ে ৪৪৮ রান তোলার পর, ইনিংস ডিক্লেয়ার করে দেয় ভারত। ওপেনার যশস্বী জয়সওয়াল করেন ৩৬ রান, সাই সুদর্শনের সংগ্রহে ৭ রান এবং অধিনায়ক শুভমান গিলের ঝুলিতে ৫০ রান। 

এরপরেই আসে তিনটি সেঞ্চুরি। কেএল রাহুল করলেন ১০০ এবং তরুণ প্রতিভা ধ্রুভ জুরেলের ব্যাট থেকে এল গুরুত্বপূর্ণ ১২৫ রান। সেইসঙ্গে, ক্রিজে রবীন্দ্র জাদেজা ১০৪ রানে অপরাজিত ছিলেন। অন্যদিকে, জাদেজার সঙ্গে ওয়াশিংটন সুন্দর ৯ রানে অপরাজিত ছিলেন।

দ্বিতীয় দিনের শেষে, ভারতের স্কোর ছিল ৫ উইকেট হারিয়ে ৪৪৮ রান। ভারত এগিয়ে ছিল ২৮৬ রানে। এমতাবস্থায় ভারত ইনিংস ডিক্লেয়ার করে দেওয়ায়, তৃতীয় দিনে ব্যাট করতে নামে ক্যারিবিয়ানরা। 

Scroll to load tweet…

কিন্তু ফের বিপাকে পড়েন তারা। আরও একবার ভারতের বোলিং-এর সামনে নাস্তানুবাদ হল ওয়েস্ট ইন্ডিজ। ওপেনার জন ক্যাম্পবেল ফিরে যান মাত্র ১৪ রানে, ট্যাগনারাইন চন্দ্রপলের সংগ্রহে ৮ রান, ব্র্যান্ডন কিং করেন ৫ রান, এবং অধিনায়ক রোস্টন চেজের ঝুলিতে মাত্র ১ রান। এছাড়া শাই হোপ করেন ১ রান। 

এই প্রতিবেদন লেখা পর্যন্ত, দ্বিতীয় ইনিংসে ওয়েস্ট ইন্ডিজের স্কোর ৫ উইকেট হারিয়ে ৮৬ রান। অ্যালেক অ্যাথানেজে ৩৮ রানে এবং জাস্টিন গ্রিভস ২২ রানে অপরাজিত আছেন। ভারতের হয়ে আপাতত ৩ উইকেট নিয়েছেন রবীন্দ্র জাদেজা এবং ১টি করে উইকেট পেয়েছেন মহম্মদ সিরাজ ও কুলদীপ যাদব। 

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।