শ্রীলঙ্কাকে ৩১৭ রানে হারিয়ে তৃতীয় ওডিআই ম্যাচ জয় ভারতের, এটাই একদিনের ম্যাচে সবচেয়ে বেশি রানে জয়

রবিবার প্রথমে ব্যাটিং করতে নেমে ৫ উইকেটে ৩৯০ রান করে ভারত, জবাবে ৭৩ করেই থেমে যায় শ্রীলঙ্কার ইনিংস । ৩১৭ রানে জয় পেল ভারত, এটাই ওডিআই ম্যাচে সবচেয়ে বেশি রানে জয় ।

Share this Video

ফল দেখে টেস্ট ম্যাচ না ওডিআই বোঝা কঠিন। শ্রীলঙ্কার বিরুদ্ধে তৃতীয় ওডিআই ম্যাচে ৩১৭ রানে জয় পেল ভারত। এটাই ওডিআই ম্যাচে সবচেয়ে বেশি রানে জয়। রবিবার প্রথমে ব্যাটিং করতে নেমে ৫ উইকেটে ৩৯০ রান করে ভারত। বিরাট কোহলি ১৬৬ রান করে অপরাজিত থাকেন। শুবমান গিল করেন ১১৬ রান। রোহিত শর্মা ৪২ ও শ্রেয়াস আইয়ার ৩৮ রান করেন। রান তাড়া করতে নেমে শুরু থেকেই নড়বড়ে দেখাচ্ছিল শ্রীলঙ্কার ব্যাটিং লাইনআপকে। মহম্মদ সিরাজের বিধ্বংসী স্পেলে ৩৯ রানে ৬ উইকেট খুইয়ে বসে শ্রীলঙ্কা। এরপর আর ঘুরে দাঁড়াতে পারেননি দাসুন শনাকারা। ৯ উইকেটে ৭৩ করেই থেমে যায় শ্রীলঙ্কার ইনিংস। এদিন ফিল্ডিং করার সময় বাউন্ডারি আটকাতে গিয়ে নিজেদের মধ্যে সংঘর্ষে চোট পান আশেন বন্দরা ও জেফ্রি বন্দরসে। তাঁদের স্ট্রেচারে করে মাঠের বাইরে নিয়ে যেতে হয়। বন্দরার পক্ষে আর ব্যাটিং করা সম্ভব হয়নি। ফলে শ্রীলঙ্কা ৯ উইকেট হারাতেই জয় পায় ভারত 

Related Video