India vs South Africa Test: কলকাতা টেস্টে ভারতের বিরুদ্ধে টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয় দক্ষিণ আফ্রিকা। আর সেই ম্যাচেই অভিনব রেকর্ড। 

India vs South Africa Test: দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে প্রথম ক্রিকেট টেস্টে এক বিরল রেকর্ড গড়ল ভারতীয় ক্রিকেট দল। কলকাতার ইডেন গার্ডেন্সে, শুক্রবার থেকে শুরু হয়েছে ভারত বনাম দক্ষিণ আফ্রিকার মধ্যে প্রথম টেস্ট (india vs south africa test)। আর প্রথম দিন থেকেই রীতিমতো দাপট দেখাতে শুরু করেছেন ভারতীয় বোলাররা। সেইসঙ্গে, সিরিজের প্রথম ম্যাচ ঘিরে উত্তেজনা তুঙ্গে ক্রিকেটপ্রেমীদের মধ্যে (india vs south africa test series)। টেস্টের প্রথম দিনই গ্যালারি জুড়ে ভক্তদের ভিড় চোখে পড়ছে।

ছয়জন বাঁ-হাতি ক্রিকেটার প্রথম একাদশে রয়েছেন

সেই ম্যাচেই ভারতীয় দলের প্রথম একাদশে মোট ৬ জন বাঁ-হাতি ক্রিকেটার রয়েছেন। সেই সুবাদেই টিম ইন্ডিয়া এক অনন্য কৃতিত্ব অর্জন করে ফেলেছে। ভারতের ৯৩ বছরের টেস্ট ক্রিকেটের ইতিহাসে এই প্রথমবার কোনও টেস্ট ম্যাচে ছয়জন বাঁ-হাতি ক্রিকেটার প্রথম একাদশে রয়েছেন। ওপেনার যশস্বী জয়সওয়াল, উইকেটকিপার-ব্যাটার ঋষভ পন্থ, রবীন্দ্র জাদেজা, অক্ষর প্যাটেল, কুলদীপ যাদব এবং ওয়াশিংটন সুন্দর হলেন বাঁ-হাতি ক্রিকেটার। 

এর আগে ভারত একাধিকবার চারজন বাঁ-হাতি খেলোয়াড় নিয়ে খেলতে নামলেও, এই টেস্ট ম্যাচে খেলতে নামার আগে অবধি খেলা ৫৯৬টি টেস্টে কখনোই একসঙ্গে ৬ জন বাঁ-হাতি ক্রিকেটার ছিলেন না। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ইডেন টেস্টে প্রথমবারের জন্য দলে মোট ৬ জন বাঁ-হাতি ক্রিকেটার প্রথম একাদশে জায়গা পেলেন।

Scroll to load tweet…

ভারতের প্রথম একাদশঃ যশস্বী জয়সওয়াল, কেএল রাহুল, ওয়াশিংটন সুন্দর, শুভমান গিল (অধিনায়ক), ঋষভ পন্থ (উইকেটকিপার-ব্যাটার), রবীন্দ্র জাদেজা, ধ্রুব জুরেল, অক্ষর প্যাটেল, কুলদীপ যাদব, যশপ্রীত বুমরা, মহম্মদ সিরাজ

দক্ষিণ আফ্রিকার প্রথম একাদশঃ এইডেন মার্করাম, রায়ান রিকেলটন, উয়ান মুল্ডার, টেম্বা বাভুমা (অধিনায়ক), টনি ডি জর্জি, ট্রিস্টান স্টাবস, কাইল ভেরেইন (উইকেটকিপার-ব্যাটার), সাইমন হার্মার, মার্কো জানসেন, করবিন বোশ, কেশব মহারাজ

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।