আপাতত ৬ নম্বর ব্যাটিং পজিশন নিয়ে দুশ্চিন্তায় রয়েছে ভারতীয় টিম ম্যানেজমেন্ট।
ইতিমধ্যেই ইংল্যান্ডের বিরুদ্ধে একদিনের সিরিজে এগিয়ে আছে ভারত। তবে তৃতীয় ম্যাচেও জয়ের লক্ষ্যে নামবে ভারত। তিন ম্যাচের সিরিজের প্রথম দুটি ম্যাচেই যদিও জয় পেয়েছে ভারত।
আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির আগে এটিই ভারতের শেষ একদিনের সিরিজ। আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে, দুপুর ১.৩০ মিনিট থেকে শুরু হবে এই ম্যাচটি। এদিকে সিরিজ জয়ের পরেই টিমে ঠিক কোন পরিবর্তন আসবে, তা নিয়ে উৎসুক রয়েছেন সমর্থকরা।
তবে চ্যাম্পিয়ন্স ট্রফিকে সামনে রেখে ভারত বড় কোনও পরীক্ষা-নিরীক্ষা করবে না বলেই মনে করা হচ্ছে। তবে এবার ভারতের সম্ভাব্য একাদশ একবার দেখে নেওয়া যাক।
অধিনায়ক রোহিত শর্মা এবং সহ অধিনায়ক শুভমান গিল ওপেন করবেন বলে জানা যাচ্ছে। এদিকে দ্বিতীয় ওয়ানডেতে নিরাশ করলেও বিরাট কোহলি তিন নম্বরেই থাকবেন বলে মনে করা হচ্ছে। এছাড়া চার নম্বরে খেলা শ্রেয়াস আইয়ারের ক্ষেত্রেও কোনও পরিবর্তন হবে না। স্পিন অলরাউন্ডার এবং বাঁ-হাতি ব্যাটসম্যান অক্ষর প্যাটেল পাঁচ নম্বরেই থাকতে পারেন।
অন্যদিকে, ৬ নম্বর ব্যাটিং পজিশন নিয়ে দুশ্চিন্তায় রয়েছে ভারতীয় টিম ম্যানেজমেন্ট। উইকেটরক্ষক ব্যাটসম্যান কে এল রাহুল প্রথম দুটি ওয়ানডেতে ছয় নম্বরে খেলেও একেবারেই ভালো পারফর্ম করতে পারেননি। তাই বদলে ঋষভ পন্থের খেলার সম্ভাবনাই বেশি।
অলরাউন্ডার হার্দিক পান্ডিয়া এবং রবীন্দ্র জাদেজা তারপরেই আসবেন। পেস বিভাগে পরিবর্তন আসতে পারে। চ্যাম্পিয়ন্স ট্রফির দলে না থাকা হর্ষিত বাদ পড়তে পারেন। তাঁর বদলে আর্শদীপ সিং ফিরে আসতে পারেন। মহম্মদ শামি দলে থাকবেন বলেই জানা যাচ্ছে। বিশেষজ্ঞ স্পিনার হিসেবে বরুণ চক্রবর্তীকে আরও একটি সুযোগ দেওয়া হতে পারে বলে মনে করা হচ্ছে।
তৃতীয় একদিনের ম্যাচে ভারতের সম্ভাব্য প্রথম একাদশঃ রোহিত শর্মা (অধিনায়ক), শুভমান গিল (সহ-অধিনায়ক), বিরাট কোহলি, শ্রেয়স আইয়ার, অক্ষর প্যাটেল, কে এল রাহুল / ঋষভ পন্থ (উইকেটরক্ষক), হার্দিক পান্ডিয়া, রবীন্দ্র জাদেজা, মহম্মদ শামি, আর্শদীপ সিং, বরুণ চক্রবর্তী।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।
