India vs Australia T20: প্রথম ম্যাচ বৃষ্টিতে ভেস্তে যায়। তাই সবার নজর এবার দ্বিতীয় ম্যাচে। 

India vs Australia T20: আইসিসি মহিলাদের একদিনের ক্রিকেট বিশ্বকাপে, ভারতের ঐতিহাসিক জয়ের রেশ কাটতে না কাটতেই আজ ফের ভারত বনাম অস্ট্রেলিয়া পুরুষ দলের ম্যাচ। মেলবোর্নে মুখোমুখি হচ্ছে দুই দল (ind vs aus t20 schedule)। টি-২০ সিরিজের দ্বিতীয় ম্যাচটি শুক্রবার, মেলবোর্নে অনুষ্ঠিত হতে চলেছে। ক্যানবেরায় প্রথম ম্যাচটি বৃষ্টির কারণে ভেস্তে যায়। তাই স্বাভাবিকভাবেই, এই ম্যাচটি জিতে সিরিজে এগিয়ে যেতে চাইবে দুই দলই (ind vs aus t20 live)।

একদিনের সিরিজ হাতছাড়া হওয়ার পর, ভারতীয় দলের জন্য টি-২০ সিরিজ জয় অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রথম ম্যাচে ব্যাট করতে নেমে ভারত ৯.৪ ওভারে, ৯৭ রান করার পর বৃষ্টি নামে। অভিষেক শর্মাকে শুরুতে হারালেও, অধিনায়ক সূর্যকুমার যাদবের ইনিংস যেন ফর্মে ফেরার ইঙ্গিত দিচ্ছিল এবং ওপেনার হিসেবে শুভমান গিলের ব্যাটিং ভারতের জন্য স্বস্তির খবর। তাই এদিনের ম্যাচে, প্রথম একাদশে খুব একটা বড় পরিবর্তন হয়ত আসবে না।

 আর্শদীপ কি প্লেয়িং ইলেভেনে আসবেন?

মেলবোর্নের পরিস্থিতি বিবেচনা করে, কুলদীপের পরিবর্তে আর্শদীপ সিংকে সুযোগ দেওয়া হবে কিনা, সেটাই এখন দেখার বিষয়। অ্যাশেজ সিরিজের প্রস্তুতির জন্য জশ হ্যাজেলউডের এটিই এই সিরিজে অজিদের হয়ে শেষ ম্যাচ। তাই মনে করা হচ্ছে, পেস বিভাগে শন অ্যাবটকে আজ সুযোগ দিতে পারে অস্ট্রেলিয়া। 

পরিসংখ্যান বলছে, মেলবোর্নে খেলা ৬টি টি-টোয়েন্টি ম্যাচের মধ্যে চারটিতেই জয় পেয়েছে ভারত। যা অস্ট্রেলিয়াকে যথেষ্ট চিন্তায় রাখছে। অপরদিকে, আবহাওয়ার রিপোর্ট অনুযায়ী, ম্যাচে বৃষ্টির কোনও আশঙ্কা নেই।

ম্যাচের সময় এবং কোথায় দেখবেন?

ভারতীয় সময় দুপুর ১:৪৫ এবং অস্ট্রেলিয়ান সময় সন্ধ্যা ৭:১৫ মিনিটে ম্যাচ শুরু হবে। ভারতে স্টার স্পোর্টস এবং জিও হটস্টারে ম্যাচটি সরাসরি দেখা যাবে। ৯০,০০০ দর্শকাসন বিশিষ্ট স্টেডিয়ামের সমস্ত টিকিট ইতিমধ্যেই বিক্রি হয়ে গেছে বলে খবর।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।