India vs Australia 5th T20: টসে জিতে বোলিং নিয়েছে অস্ট্রেলিয়া। প্রসঙ্গত, সিরিজের প্রথম ম্যাচটি বৃষ্টির জন্যও ভেস্তে যায়। দ্বিতীয় ম্যাচে অস্ট্রেলিয়া জয়ী হলেও, তৃতীয় এবং চতুর্থ ম্যাচ জিতে টি-২০ সিরিজে ভারত ২-১ ব্যবধানে এগিয়ে যায়।

India vs Australia 5th T20: চলতি টি-২০ সিরিজের পঞ্চম ম্যাচে শনিবার, ব্রিসবেনে মুখোমুখি ভারত বনাম অস্ট্রেলিয়া (india vs australia 5th t20 match)। চতুর্থ টি-২০ ম্যাচ জিতে, চলতি সিরিজে এই মুহূর্তে ভারত এগিয়ে আছে ২-১ ব্যবধানে। ফলে, এই ম্যাচ জিতলেই সিরিজ পকেটে টিম ইন্ডিয়ার (india national cricket team vs australian men’s cricket team match scorecard)। 

টসে জিতে বোলিং নিল অস্ট্রেলিয়া

আর অজিরা জিতলে সিরিজ ড্র হবে। সেই ম্যাচেই টসে জিতে বোলিং নিয়েছে অস্ট্রেলিয়া। প্রসঙ্গত, সিরিজের প্রথম ম্যাচটি বৃষ্টির জন্যও ভেস্তে যায়। দ্বিতীয় ম্যাচে অস্ট্রেলিয়া জয়ী হলেও, তৃতীয় এবং চতুর্থ ম্যাচ জিতে টি-২০ সিরিজে ভারত ২-১ ব্যবধানে এগিয়ে যায়। 

Scroll to load tweet…

অপরদিকে, এর আগে ব্রিসবেনে ভারত এবং অস্ট্রেলিয়া মাত্র একটি টি-২০ ম্যাচে মুখোমুখি হয়েছিল। গত ২০১৮ সালে, অনুষ্ঠিত হওয়া সেই ম্যাচে অস্ট্রেলিয়া চার রানে জয়লাভ করে। এবার আরও একবার সেই ব্রিসবেনেই মুখোমুখি ভারত বনাম অস্ট্রেলিয়া। 

দুই দলের প্রথম একাদশে কারা?

ভারতের প্রথম একাদশঃ অভিষেক শর্মা, শুভমান গিল (সহ-অধিনায়ক), সূর্যকুমার যাদব (অধিনায়ক), রিঙ্কু সিং, অক্ষর প্যাটেল, ওয়াশিংটন সুন্দর, জীতেশ শর্মা (উইকেটকিপার-ব্যাটার), শিবম দুবে, আর্শদীপ সিং, বরুণ চক্রবর্তী, যশপ্রীত বুমরা।

অস্ট্রেলিয়ার প্রথম একাদশঃ মিচেল মার্শ (অধিনায়ক), ম্যাট শর্ট, জশ ইংলিস (উইকেটকিপার-ব্যাটার), গ্লেন ম্যাক্সওয়েল, টিম ডেভিড, মার্কাস স্টয়নিস, জশ ফিলিপ, নাথান এলিস, জেভিয়ার বার্টলেট, অ্যাডাম জাম্পা, বেন ডারশুইস।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।