অস্ট্রেলিয়ার কাছে ওডিআই বিশ্বকাপ ফাইনালে হেরে গেলেও, টি-২০ সিরিজের শুরুটা ভালোভাবেই করল ভারতীয় দল। অধিনায়ক হিসেবে দায়িত্ব দারুণভাবে পালন করলেন সূর্যকুমার যাদব।

ভারতীয় দলের অধিনায়ক হিসেবে সূর্যকুমার যাদবের যাত্রাটা ভালোভাবেই শুরু হল। ওডিআই বিশ্বকাপ ফাইনালের সঙ্গে টি-২০ সিরিজের প্রথম ম্যাচের কোনও তুলনা চলে না। কিন্তু ২ দলেরই কয়েকজন ক্রিকেটার যেহেতু রবিবারের ম্যাচে খেলেছিলেন, ফলে বিশ্বকাপ ফাইনালের প্রসঙ্গ এড়ানো যাচ্ছিল না। সেই ম্যাচের পর প্রথম সুযোগেই অস্ট্রেলিয়াকে হারিয়ে ভারতীয় শিবিরে স্বস্তি। বৃহস্পতিবার বিশাখাপত্তনমে বোলিং ভালো না হলেও, ব্যাটারদের দুর্দান্ত পারফরম্যান্সের সুবাদে জয় ছিনিয়ে নিল ভারত। এই জয়ে সবচেয়ে বড় অবদান থাকল সূর্যকুমারের। অধিনায়কত্বের চাপ সামলেই তিনি অসাধারণ ব্যাটিং করলেন। সূর্যকুমারের ব্যাটিংই এই সিরিজে ভারতীয় দলের অন্যতম ভরসা।

রিঙ্কুর প্রশংসায় সূর্যকুমার

অস্ট্রেলিয়াকে হারানোর পর আলাদা করে সতীর্থ রিঙ্কু সিংয়ের প্রশংসা করেছেন সূর্যকুমার। তিনি বলেছেন, 'রিঙ্কুর ব্যাটিং দেখে দারুণ লাগল। পরিস্থিতি ওর জন্য একদম উপযুক্ত ছিল। ও মাথা ঠান্ডা রেখে ভালোভাবে ব্যাটিং করছিল। ও আমাকেও মাথা ঠান্ডা রাখতে সাহায্য করে।'

দলের খেলায় খুশি ভারতের অধিনায়ক

দল প্রসঙ্গে সূর্যকুমার বলেছেন, 'দলের সবাই যেভাবে খেলেছে, তাতে আমি খুব খুশি। সবার মধ্যে প্রাণশক্তি দেখে খুব ভালো লেগেছে। আমরা চাপের মধ্যে ছিলাম। কিন্তু দলের সবাই যেভাবে পারফরম্যান্স দেখিয়েছে, সেটা অসাধারণ। এটা আমার কাছে গর্বের মুহূর্ত। খুব গর্ব হচ্ছে। আমি যখনই খেলি ভারতের প্রতিনিধিত্ব করার কথা ভাবি। কিন্তু এখানে এসে ভারতকে নেতৃত্ব দেওয়া বড় মুহূর্ত। আমাদের মনে হয়েছিল, ম্যাচের শেষদিকে শিশির পড়বে। কিন্তু সেটা হয়নি। এই মাঠের বাউন্ডারি বড়। আমি জানতাম, এখানে ব্যাটিং করা সহজ হবে। আমরা ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে অনেকবার এই পরিস্থিতিতে পড়েছি। ঈশান কিষানকে বলেছিলাম, নিজের খেলা উপভোগ করো। কারণ, কী হতে চলেছে আমরা জানতাম। আমি অধিনায়কত্বের বোঝা ড্রেসিংরুমে রেখে মাঠে নামি। আমি ব্যাটিং উপভোগ করার চেষ্টা করি।'

Scroll to load tweet…

বোলারদের পাশে সূর্যকুমার

এই ম্যাচে ভারতের কোনও বোলারই ভালো পারফরম্যান্স দেখাতে পারেননি। তবে প্রকৃত অধিনায়কের মতোই প্রসিদ্ধ কৃষ্ণ, আর্শদীপ সিংয়ের পাশে দাঁড়িয়েছেন সূর্যকুমার। তিনি বলেছেন, ‘আমার মনে হয়েছিল, ওরা হয়তো ২৩০-২৩৫ রান করে ফেলবে। কিন্তু ১৬ ওভারের পর আমাদের বোলাররা অবিশ্বাস্য পারফরম্যান্স দেখিয়ে ওদের ২০৮ রানের মধ্যে আটকে রাখে।’

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

আরও পড়ুন-

India Vs Pakistan: 'ভারতের হার ক্রিকেটের পক্ষে ভালো,' ভাইরাল আবদুল রজ্জাকের মন্তব্য, পাল্টা কটাক্ষ ভারতীয়দের

Transgender Cricketer: নিয়ম বদল আইসিসি-র, বিশ্বের প্রথম লিঙ্গ পরিবর্তনকারী ক্রিকেটারের অবসর

YouTube video player