সংক্ষিপ্ত

নাগপুরে চলছে ভারত-অস্ট্রেলিয়া সিরিজের প্রথম টেস্ট ম্যাচ। প্রথম দিন টসে জিতে ব্যাটিং করছে অস্ট্রেলিয়া। ভারতের স্পিনাররা এখনও উইকেট পাননি, তবে ভালো বোলিং করছেন।

নাগপুরে ভারত-অস্ট্রেলিয়া সিরিজের প্রথম টেস্ট ম্যাচের পিচ কেমন হবে, সেটা নিয়ে সবারই আগ্রহ ছিল। ম্যাচের আগের দিন অস্ট্রেলিয়ার সংবাদমাধ্যম দাবি করেছিল, পিচ থেকে যাতে ভারতের স্পিনাররা সুবিধা পেতে পারেন সেই ব্যবস্থা করা হচ্ছে। কিন্তু প্রথম দিনের প্রথম সেশনে অন্তত বাড়তি সুবিধা পেলেন না ভারতের কোনও স্পিনার। বরং শুরুতে পেসাররা ভালো বোলিং করছিলেন। তাঁরাই এখনও পর্যন্ত উইকেট পেয়েছেন। দিনের সপ্তম বলেই অস্ট্রেলিয়ার ওপেনার উসমান খাজাকে (১) এলবিডব্লু করে দেন মহম্মদ সিরাজ। এরপর তৃতীয় ওভারের প্রথম বলে অপর ওপেনার ডেভিড ওয়ার্নারকে (১) বোল্ড করে দেন মহম্মদ সামি। ২ রানে ২ উইকেট হারানোর পর অবশ্য ঘুরে দাঁড়িয়েছে অস্ট্রেলিয়া। ভালোভাবেই ভারতের স্পিনারদের সামাল দিচ্ছেন স্টিভ স্মিথ ও মার্নাস লাবুশেন। মধ্যাহ্নভোজের বিরতির সময় অস্ট্রেলিয়ার স্কোর ২ উইকেটে ৭৬ রান। স্মিথ ১৯ ও লাবুশেন ৪৭ রানে ব্যাটিং করছেন। দিনের দ্বিতীয় সেশনে দ্রুত উইকেট নেওয়াই লক্ষ্য থাকবে ভারতের স্পিনারদের।

এখনও পর্যন্ত ৫ ওভার করে বোলিং করেছেন ভারতীয় দলের দুই পেসার সিরাজ ও সামি। স্পিনারদের মধ্যে প্রথমে রবীন্দ্র জাদেজাকে আক্রমণে আনেন ভারতের অধিনায়ক রোহিত শর্মা। এরপর আক্রমণে আসেন অক্ষর প্যাটেল। ২২-তম ওভারে প্রথমবার বোলিং করতে যান রবিচন্দ্রন অশ্বিন। মধ্যাহ্নভোজের বিরতি পর্যন্ত ৯ ওভার বোলিং করে ৬টি মেডেন-সহ ১৪ রান দিয়েছেন জাদেজা। ৮ ওভার বোলিং করে ৩টি মেডেন-সহ ১১ রান দিয়েছেন অক্ষর। ৫ ওভার বোলিং করে ১৮ রান দিয়েছেন অশ্বিন।

দিনের শুরুতেই উইকেট হারিয়ে চাপে পড়ে যায় অস্ট্রেলিয়া। সেই সময় পিচের অবস্থা দেখে মনে হচ্ছিল ভারতীয় দল সুবিধা পাবে। ধারাভাষ্যকার রবি শাস্ত্রী বলছিলেন, এই পিচে প্রথম ইনিংসে ২২০ রান যথেষ্ট। কিন্তু খেলা যত গড়াচ্ছে, পিচ ততই ব্যাটারদের সহায়ক হয়ে উঠছে। ভারতের স্পিনাররা এখনও পর্যন্ত স্মিথ ও লাবুশেনকে খুব একটা চাপে ফেলতে পারেননি। ভালোভাবেই ব্যাটিং করছেন তাঁরা। ফলে বিরাট কোহলি, রোহিত শর্মারাও বড় স্কোরের আশায় থাকতেই পারেন। তবে তার আগে অস্ট্রেলিয়াকে অলআউট করে দিতে হবে। 

এই পিচে রিভার্স স্যুইং বড় ভূমিকা পালন করতে পারে। সামি ও সিরাজকে যদি দিনের দ্বিতীয় সেশনে আক্রমণে আনেন রোহিত, তাহলে তাঁরা উইকেট পেতে পারেন। স্মিথ-লাবুশেনকে উইকেটে থিতু হতে দেওয়া চলবে না।

আরও পড়ুন-

শুক্রবার শুরু মহিলাদের টি-২০ বিশ্বকাপ, নজর কেড়ে নিতে পারেন এই ক্রিকেটাররা

টি-২০ র‍্যাঙ্কিংয়ে অলরাউন্ডারদের তালিকায় দ্বিতীয় স্থানে হার্দিক পান্ডিয়া

বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের দিন ঘোষণা, অস্ট্রেলিয়াকে হারালেই নিশ্চিত ভারত