সংক্ষিপ্ত

নাগপুরে চলছে ভারত-অস্ট্রেলিয়া সিরিজের প্রথম টেস্ট ম্যাচ। শুরু থেকেই অস্ট্রেলিয়াকে ধাক্কা দেওয়ার চেষ্টা করছেন ভারতের বোলাররা। অস্ট্রেলিয়ার ব্যাটারদের মাথায় চড়ে বসতে দিতে নারাজ ভারতীয় দল।

দিনের প্রথম সেশনে যেমন শুরুতেই জোড়া উইকেট নিয়ে অস্ট্রেলিয়াকে চাপে ফেলে দিয়েছিল ভারতীয় দল, ঠিক তেমনভাবেই দিনের দ্বিতীয় সেশনের শুরুতেই পরপর ২ বলে উইকেট তুলে নিলেন রবীন্দ্র জাদেজা। প্রথমে সেট হয়ে যাওয়া মার্নাস লাবুশেনকে (৪৯) আউট করে দেন এই অভিজ্ঞ বাঁ হাতি স্পিনার। অভিষেক টেস্টে প্রথম স্টাম্পিং করলেন কে এস ভরত। পরের বলেই এলবিডব্লু হয়ে যান ম্যাট রেনশ (০)। ৮৪ রানে ৪ উইকেট হারায় অস্ট্রেলিয়া। দিনের শুরুতেই জোড়া উইকেট হারানোর পর লাবুশেন ও স্টিভ স্মিথের জুটি অস্ট্রেলিয়াকে ঘুরে দাঁড়াতে সাহায্য করে। ফলে ভারতকে সুবিধাজনক জায়গায় থাকতে হলে মধ্যাহ্নভোজের বিরতির পর দ্রুত উইকেট তুলে নিতে হত। ঠিক সেটাই করলেন জাদেজা। পরপর ২ বলে লাবুশেন ও রেনশকে ফেরানোর পর স্মিথকেও (৩৭) বোল্ড করে দেন জাদেজা। ১০৯ রানে ৫ উইকেট হারায় অস্ট্রেলিয়া। প্যাট কামিন্সের দল ফের চাপে পড়ে গিয়েছে।

হাঁটুর চোটের জন্য ৫ মাসেরও বেশি সময় মাঠের বাইরে থাকতে হয়েছিল জাদেজাকে। তাঁর পক্ষে ২০২২ সালের টি-২০ বিশ্বকাপেও খেলা সম্ভব হয়নি। এই অভিজ্ঞ বাঁ হাতি অলরাউন্ডারের অভাব অনুভব করেছে ভারতীয় দল। দলে তাঁর গুরুত্ব কতটা, সেটা মাঠে ফিরেই বুঝিয়ে দিলেন ভারতীয় ক্রিকেটের 'স্যার'। তাঁর কাছ থেকে দলের প্রত্যাশা অনেক। সেই প্রত্যাশার চাপ নিতে তৈরি জাদেজা। তবে তিনি এদিন অত্যধিক নো-বল করছেন। তাঁর মতে অভিজ্ঞ ক্রিকেটারের কাছ থেকে এই ভুল আশা করা যায় না। তিনি যত তাড়াতাড়ি এই ভুল শুধরে নিতে পারবেন ততই ভারতীয় দলের লাভ।

প্রথম দিনই যদি অস্ট্রেলিয়াকে অলআউট করে দিতে পারে ভারতীয় দল, তাহলে সুবিধা হবে। এই পিচে প্রথম দিন থেকেই সুবিধা পাচ্ছেন স্পিনাররা। সেখানে টসে হেরে প্রথমে ফিল্ডিং করায় চতুর্থ বা পঞ্চম দিন ব্যাটিং করতে হতে পারে ভারতীয় দলকে। সেটা খুব একটা সহজ হবে না। অস্ট্রেলিয়ার স্পিনার নাথান লিয়ন ও টড মারফি ভারতের ব্যাটারদের সমস্যায় ফেলতে পারেন। সেই কারণে অস্ট্রেলিয়া যত কম রান করে ততই ভালো।

দিনের দ্বিতীয় সেশনে এখনও পর্যন্ত উইকেট পাননি ভারতের পেসাররা। মহম্মদ সামি ও মহম্মদ সিরাজ প্রথম সেশনের মতোই উইকেট পেলে অস্ট্রেলিয়াকে অলআউট করার দিকে এগিয়ে যাবে ভারতীয় দল। এটাই এখন প্রধান লক্ষ্য।

আরও পড়ুন-

শুক্রবার শুরু মহিলাদের টি-২০ বিশ্বকাপ, নজর কেড়ে নিতে পারেন এই ক্রিকেটাররা

টি-২০ র‍্যাঙ্কিংয়ে অলরাউন্ডারদের তালিকায় দ্বিতীয় স্থানে হার্দিক পান্ডিয়া

বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের দিন ঘোষণা, অস্ট্রেলিয়াকে হারালেই নিশ্চিত ভারত