সংক্ষিপ্ত
অস্ট্রেলিয়ার বিরুদ্ধে চলতি টি-২০ সিরিজের প্রথম ২ ম্যাচ জেতার পর তৃতীয় ম্যাচে হেরে গিয়েছে ভারতীয় দল। শুক্রবার রায়পুরে সিরিজের চতুর্থ ম্যাচ। এই ম্যাচ জিতলেই সিরিজ দখল করবে ভারত।
অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সিরিজের তৃতীয় টি-২০ ম্যাচে হারের পর শুক্রবার চতুর্থ ম্যাচে ভারতীয় দলে একাধিক বদল আসতে চলেছে। এই ম্যাচের আগে ভারতীয় দলে যোগ দিয়েছেন শ্রেয়াস আইয়ার। তিনি সহ-অধিনায়কের দায়িত্ব পালন করবেন। ফলে শুক্রবার রায়পুরের শহিদ বীর নারায়ণ সিং ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে নিশ্চিতভাবেই খেলবেন শ্রেয়াস। তিনি তিলক ভার্মার পরিবর্তে খেলবেন বলেই ভারতীয় দল সূত্রে খবর। তবে ব্যাটিং বিভাগের চেয়েও বোলিং বিভাগে পরিবর্তন নিয়েই ভাবছে ভারতের টিম ম্যানেজমেন্ট। কারণ, এই সিরিজে এখনও পর্যন্ত ভারতীয় দলের বোলিং আশাপ্রদ নয়। বিশেষ করে তৃতীয় ম্যাচে দলকে ডুবিয়েছেন বোলাররাই। প্রসিদ্ধ কৃষ্ণ ৪ ওভারে ৬৮ রান দেন। এই পেসারই পার্থক্য গড়ে দেন। তিনি ম্যাচের শেষ ওভারে গ্লেন ম্যাক্সওয়েল ও ম্যাথু ওয়েডকে থামাতে পারেননি। ফলে শেষ বলে জয় পায় অস্ট্রেলিয়া।
দলে ফিরছেন মুকেশ কুমার
বিয়ের জন্য গুয়াহাটিতে খেলতে পারেননি মুকেশ কুমার। বাংলার এই পেসারের অভাব অনুভূত হয়। বিয়ের পরেই অবশ্য ফের দলে যোগ দিয়েছেন মুকেশ। রায়পুরে তিনি খেলবেন। ফলে ভারতের বোলিং বিভাগের সমস্যা কিছুটা মিটতে পারে। কারণ, এই সিরিজের প্রথম ২ ম্যাচেই ভালো বোলিং করেছেন মুকেশ। বাকিরা যদি তাঁকে সাহায্য করতে পারেন, তাহলে ভারতের জয় পেতে সমস্যা হওয়ার কথা নয়। শুক্রবারের ম্যাচে দীপক চাহারও খেলবেন বলে ভারতীয় দল সূত্রে খেলবেন। ফলে বাদ পড়ছেন কৃষ্ণ। মুকেশ, চাহার ও আর্শদীপ খেলবেন।
অস্ট্রেলিয়া দলে নেই ম্যাক্সওয়েল
শুক্রবারের ম্যাচে অস্ট্রেলিয়া দলে একাধিক বদল হতে চলেছে। তৃতীয় ম্যাচের পরেই দেশে ফিরে গিয়েছেন ম্যাক্সওয়েল, জশ ইনগ্লিস, মার্কাস স্টোইনিসের মতো ক্রিকেটাররা। তাঁদের পরিবর্তে রায়পুরে খেলার সুযোগ পেতে পারেন জশ ফিলিপে, বেন ম্যাকডারমট। অস্ট্রেলিয়ার হয়ে অফস্পিনার ক্রিস গ্রিনের অভিষেক হতে পারে।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।
আরও পড়ুন-
India Vs South Africa: দক্ষিণ আফ্রিকা সফরে সীমিত ওভারের দলে নেই রোহিত, বিরাট
Rahul Dravid: বিসিসিআই-এর নতুন চুক্তিতে সই করেননি, জানালেন দ্রাবিড়