সংক্ষিপ্ত

মাঠে লড়াই, মাঠের বাইরে বন্ধুত্ব। এই আবহেই চলছে ভারত-অস্ট্রেলিয়া সিরিজের চতুর্থ টেস্ট ম্যাচ। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্টনি অ্যালবানিজ একসঙ্গে বসে ম্যাচ দেখছেন।

বুধবারই অস্ট্রেলিয়ার অধিনায়ক স্টিভ স্মিথ বলেছিলেন, আমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামের পিচ থেকে সুবিধা পাবেন ব্যাটাররা। টসে জেতায় সুবিধা পেয়েছেন স্মিথ। তাঁর দল প্রথমে ব্যাটিং করতে নেমে প্রথম ইনিংসের শুরুটা ভালোই করেছে। প্রথম সেশনের শেষে অস্ট্রেলিয়া ২ উইকেটে ৭৫ রান করেছে। ৩২ রান করেন ওপেনার ট্রেভিস হেড। ৩ রান করেছেন মার্নাস লাবুশেন। মধ্যাহ্নভোজের বিরতির সময় ২৭ রানে অপরাজিত উসমান খাজা। ২ রান করে অপরাজিত স্মিথ। হেডকে আউট করেছেন রবিচন্দ্রন অশ্বিন। লাবুশেনকে বোল্ড করেছেন মহম্মদ সামি। নাগপুর, দিল্লি ও ইন্দোরে যেভাবে প্রথম সেশন থেকেই বল ঘুরছিল, আমেদাবাদে সেটা দেখা যাচ্ছে না। প্রথমে সেশনে ভালোভাবেই ব্যাটিং করলেন খাজা, হেড। ফলে কিছুটা চাপে ভারতীয় দল। এই ম্যাচে জয় পেতেই হবে রোহিত শর্মার দলকে। ইন্দোরের মতো ফল হলে চলবে না। দ্বিতীয় সেশনে যত দ্রুত সম্ভব অস্ট্রেলিয়ার উইকেট নিতে হবে। না হলে অস্ট্রেলিয়ার রান যত বাড়বে ততই ভারতীয় দলের উপর চাপও বাড়বে।

প্রথম সেশনে অস্ট্রেলিয়ার হয়ে সবচেয়ে ভালো ব্য়াটিং করলেন দুই ওপেনার খাজা ও হেড। ওপেনিং জুটিতে যোগ হয় ৬১ রান। এর মধ্যে হেডের ক্য়াচ ফস্কান ভারতের উইকেটকিপার কে এস ভরত। দিনের শুরুতে স্লিপ অঞ্চল দিয়ে একাধিক বাউন্ডারি হয়। ক্য়াচ ফস্কানোর পাশাপাশি বাই রানও দেন ভরত। ঈশান কিষানকে সুযোগ না দেওয়ার জন্য় আফশোস করতেই পারে ভারতের টিম ম্য়ানেজমেন্ট। অস্ট্রেলিয়ার ইনিংসের ১৬-তম ওভারে প্রথম সাফল্য পায় ভারতীয় দল। অশ্বিনের বলে রবীন্দ্র জাদেজার হাতে ক্যাচ দিয়ে ফিরে যান হেড। এরপর ৩ নম্বরে ব্যাটিং করতে নামা লাবুশেন ২০ বল খেলে ৩ রান করে সামির বলে বোল্ড হয়ে যান। খাজা অবশ্য ভালোভাবেই ব্যাটিং করছেন। তিনি অর্ধশতরানের দিকে এগিয়ে যাচ্ছেন। স্মিথও ভালো ব্যাটিং করছেন। যত দ্রুত সম্ভব এই জুটি ভাঙতে হবে ভারতের বোলারদের।

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্টনি অ্যালবানিজ একসঙ্গে বসে এই ম্যাচ দেখছেন। ভারত-অস্ট্রেলিয়ার বন্ধুত্বের ৭৫ বছর উপলক্ষে ম্যাচ শুরু হওয়ার আগে বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়। দুই প্রধানমন্ত্রীকে বিশেষ স্মারক উপহার দেন বিসিসিআই সভাপতি রজার বিনি ও সচিব জয় শাহ। বিশেষ সাংস্কৃতিক অনুষ্ঠানও হয়। রোহিত-স্মিথদের সঙ্গে মাঠে দঁড়িয়ে জাতীয় সঙ্গীতে গলা মেলান মোদি ও অ্যালবানিজ।

আরও পড়ুন-

ভারত-অস্ট্রেলিয়া বন্ধুত্বের ৭৫ বছর, ক্রিকেট-কূটনীতির সাক্ষী আমেদাবাদ

আত্মতুষ্টির জন্যই ইন্দোরে হেরেছে ভারত, দাবি শাস্ত্রীর, মানতে নারাজ রোহিত

বাড়িতে সারমেয়দের সঙ্গে খেলায় মেতেছেন মাস্টার ব্লাস্টার সচিন তেন্ডুলকর