সংক্ষিপ্ত

গাড়ি দুর্ঘটনায় মারাত্মক আহত হয়ে মাঠের বাইরে ভারতীয় দলের উইকেটকিপার-ব্যাটার ঋষভ পন্থ। তাঁর মাঠে ফিরতে আরও কয়েকমাস লেগে যেতে পারে। ফলে সমস্যায় ভারতীয় দল।

ভারতীয় ক্রিকেট দলের উইকেটকিপার-ব্যাটার ঋষভ পন্থের ফিট হয়ে মাঠে ফেরার অপেক্ষায় অধিনায়ক রোহিত শর্মা। তিনি অস্ট্রেলিয়ার বিরুদ্ধে চলতি টেস্ট সিরিজে ঋষভের অভাব অনুভব করছেন। আমেদাবাদে সিরিজের চতুর্থ টেস্ট ম্যাচের আগে রোহিত বলেছেন, ‘ঋষভ পন্থের না থাকাটা আমাদের জন্য বড় ক্ষতি। ও ব্যাট হাতে কী করতে পারে সেটা আমরা জানি। ও কিপার হিসেবেও ভালো। গত দুই মরসুম ধরে ও স্পিনিং ট্র্যাকে ভালো কিপিং করেছে। ওর অভাব অনুভব করছি। আমরা যখন জানতে পারি ও এই সিরিজে খেলতে পারবে না, তখন ঈশান কিষানকে দলে নেওয়ার কথা ভাবা হয়। ও বাঁ হাতি ব্যাটার। ও আক্রমণাত্মক ব্যাটিং করতে পারে। তবে কে এস ভরত ঘরোয়া ক্রিকেটে অনেক ম্যাচ খেলেছে। ও রঞ্জি ট্রফি ম্যাচ খেলেছে, ভারতীয় এ দলের হয়ে খেলেছে, আঞ্চলিক দলের হয়ে খেলেছে এবং প্রচুর রান করেছে। তাই এই ধরনের পিচে ওর পারফরম্যান্স দেখে বিচার করা ন্য়ায়সঙ্গত নয়।’

চলতি সিরিজের প্রথম ৩ ম্যাচেই খেলার সুযোগ পেয়েছেন ভরত। কিন্তু তিনি কোনও ইনিংসেই বড় রান পাননি। ৫ ইনিংসে ১৪.২৫ গড়ে ৫৭ রান করেছেন ভরত। সর্বাধিক স্কোর ২৩। ফলে আমেদাবাদে ভরতের পরিবর্তে ঈশানকে সুযোগ দেওয়ার কথা হচ্ছে। যদিও ভরতের পাশে দাঁড়িয়েছেন ভারতীয় দলের প্রধান কোচ রাহুল দ্রাবিড়। এবার রোহিতও তাঁর দলের উইকেটকিপার-ব্য়াটারের পাশে দাঁড়ালেন। ফলে আমেদাবাদে কে ভারতীয় দলের উইকেটকিপার-ব্য়াটার হিসেবে খেলবেন, সেটা ম্যাচ শুরু হওয়ার আগে পর্যন্ত নিশ্চিতভাবে বলা যাচ্ছে না।

রোহিত অবশ্য ঈশানের পাশেও দাঁড়িয়েছেন। তিনি বলেছেন, ‘কোনও সিরিজে যদি কারও অভিষেক হয়, তাহলে তাকে বড় স্কোর করার জন্য যথেষ্ট সময় দেওয়া উচিত। সিরিজ শুরু হওয়ার আগে আমি ভরতকে সে কথা জানিয়েছি। আমি ওকে বলি, যে পিচেই খেলা হোক না কেন বা যেরকম কঠিন পরিস্থিতিই আসুক না কেন, তুমি নিজেকে প্রমাণ করার জন্য যথেষ্ট সময় পাবে। কারণ, এই ধরনের পিচে ব্যাটিং করা সহজ নয়। এই ধরনের পিচে ব্যাটিং করতে হলে ব্যর্থতার জন্য তৈরি থাকতেই হবে। দলের যে কোনও ব্য়াটারই ব্য়র্থ হতে পারে। দলের সবার পাশে থাকতে হবে। আমরা সেভাবেই ভরতের পাশে আছি। ও ঘরোয়া ক্রিকেটে অনেক রান করেছে। ওর অভিজ্ঞতা আছে। ও কিপার হিসেবেও ভালো। আমি ঈশানের সঙ্গেও কথা বলেছি। ও যখন সুযোগ পাবে, তখন দু'টি ম্যাচ খেলেই বাদ পড়বে না। ওকে যথেষ্ট সুযোগ দেওয়া হবে।’

আরও পড়ুন-

আত্মতুষ্টির জন্যই ইন্দোরে হেরেছে ভারত, দাবি শাস্ত্রীর, মানতে নারাজ রোহিত

আমেদাবাদ টেস্ট ম্যাচে প্রচুর রান উঠবে, আশায় অস্ট্রেলিয়ার অধিনায়ক স্টিভ স্মিথ

বাড়িতে সারমেয়দের সঙ্গে খেলায় মেতেছেন মাস্টার ব্লাস্টার সচিন তেন্ডুলকর