সংক্ষিপ্ত
দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে ভারত-অস্ট্রেলিয়া সিরিজের দ্বিতীয় টেস্ট ম্যাচ চলছে। শনিবার সকালে শুরু হয়েছে তৃতীয় দিনের খেলা। প্রথম ইনিংসে অস্ট্রেলিয়ার রান টপকে যাওয়ার লক্ষ্যে ভারতীয় দল।
অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সিরিজের দ্বিতীয় টেস্ট ম্যাচের প্রথম দিনের শেষে সুবিধাজনক জায়গায় থাকলেও, দ্বিতীয় দিনের শুরুতেই পরপর উইকেট হারিয়ে চাপে পড়ে গেল ভারতীয় দল। ৬৬ রানের মধ্যেই আউট হয়ে গেলেন কে এল রাহুল, রোহিত শর্মা, চেতেশ্বর পূজারা ও শ্রেয়াস আইয়ার। অস্ট্রেলিয়ার হয়ে ৪ উইকেটই নিলেন নাথান লিয়ন। এখন ক্রিজে বিরাট কোহলি ও রবীন্দ্র জাদেজা। এই জুটিই এখন দলের ভরসা। এদিন প্রথমে আউট হন রাহুল। এই ওপেনার ৪১ বলে ১৭ রান করে এলবিডব্লু হয়ে যান। নাগপুরে সিরিজের প্রথম টেস্ট ম্যাচে ব্যর্থ হওয়ার পর দিল্লিতেও ব্যর্থ হলেন রাহুল। জানুয়ারিতে আইসিসি-র বর্ষসেরা পুরুষ ক্রিকেটার নির্বাচিত হওয়া শুবমান গিল মাঠের বাইরে বসে আছেন আর পরপর ব্যর্থ হতে থাকা রাহুল খেলে যাচ্ছেন। ভারতীয় ক্রিকেটে এ এক রহস্য। ভালো ফর্মে থাকা খেলোয়াড়ের বদলে বয়ে বেড়ানো হচ্ছে চূড়ান্ত অফফর্মে থাকা একজনকে।
রাহুল প্যাভিলিয়নে ফিরে যাওয়ার পর ভারতের অধিনায়ক রোহিত শর্মাও আউট হয়ে যান। ৩২ রান করে লিয়নের নিচু হয়ে যাওয়া একটি বলে বোল্ড হয়ে যান রোহিত। এরপর ফিরে যান পূজারা। শততম টেস্টে প্রথম ইনিংসে ৭ বল খেলে রান করতে পারলেন না এই ব্যাটার। তিনি এলবিডব্লু হয়ে গেলেন। এর আগেও এলবিডব্লুর জোরালো আবেদন উঠেছিল। তবে সেই আবেদনে সাড়া দেননি আম্পায়ার। দ্বিতীয়বার অবশ্য তিনি বাঁচতে পারলেন না। চোট সারিয়ে দলে ফেরা শ্রেয়াসও বেশিক্ষণ ক্রিজে টিকে থাকতে পারলেন না। ১৫ বল খেলে ৪ রান করেইন আউট হয়ে গেলেন শ্রেয়াস। শর্ট লেগে অসাধারণ ক্য়াচ নেন পিটার হ্যান্ডসকম্ব।
শুক্রবার এই ম্যাচের প্রথম দিন ২৬৩ রানে অলআউট হয়ে যায় অস্ট্রেলিয়া। দুর্দান্ত বোলিং করেন মহম্মদ সামি, রবিচন্দ্রন অশ্বিন, জাদেজারা। ৬০ রান দিয়ে ৪ উইকেট নেন সামি। ৫৭ রান দিয়ে ৩ উইকেট নেন অশ্বিন। ৬৮ রান দিয়ে ৩ উইকেট নেন জাদেজা।
বোলাররা ভালো পারফরম্যান্স দেখানোর পর ভারতের ব্যাটাররাও ভালো পারফরম্যান্স দেখাবেন বলে আশা করা হয়েছিল। কিন্তু দ্বিতীয় দিনের শুরুটা একেবারেই ভালো হল না। প্রথম ইনিংসে অস্ট্রেলিয়ার স্কোরের কাছাকাছি পৌঁছতে না পারলে সমস্যায় পড়বে ভারতীয় দল। পিচ থেকে সাহায্য পাচ্ছেন স্পিনাররা। সেখানে দ্বিতীয় ইনিংসে ব্যাটিং করা সহজ হবে না। সেই কারণে বিরাট-জাদেজা-অশ্বিনদের প্রথম ইনিংসে ভালো ব্যাটিং করা জরুরি।
আরও পড়ুন-
পড়া, বাড়ির কাজ, ছাগল চড়ানোর ফাঁকেই চলছে খেলা, রাজস্থানের কিশোরীর ব্যাটিংয়ে মুগ্ধ সচিন
চেতন শর্মার পদত্যাগ, কার্যনির্বাহী প্রধান নির্বাচক হতে পারেন শিবসুন্দর দাস
Prithvi Shaw : পৃথ্বী শ-র গাড়িতে হামলা, গ্রেফতার অভিযুক্ত, বিভিন্ন ধারায় মামলা