India vs Australia Series 2025: সিডনিতে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে তৃতীয় একদিনের ম্যাচেও টসে পরাজয় ভারতের। এই নিয়ে টানা ১৮টি ওয়ানডে ম্যাচে টসে হারল টিম ইন্ডিয়া। হ্যাঁ, এটা ঠিক যে, টসে কে জিতবে সেটা কখনোই বলা সম্ভব নয়। তবে রোহিত শর্মা একাই হেরেছেন ১৫টি টস।

India vs Australia Series 2025: টসে হার ভারতের। এই নিয়ে টানা ১৮ বার (australia vs india odi)। সেই রোহিত শর্মা থেকে শুভমান গিল, ভারতের একদিনের ক্রিকেট দলের অধিনায়ক পরিবর্তিত হয়েছে। কিন্তু একটি বিষয় কিন্তু একেবারেই বলদায়নি (india vs australia odi series)। 

রোহিত শর্মা একাই হেরেছেন ১৫টি টস

সেটা হল টসে হার। সিডনিতে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে তৃতীয় একদিনের ম্যাচেও টসে পরাজয় ভারতের। এই নিয়ে টানা ১৮টি ওয়ানডে ম্যাচে টসে হারল টিম ইন্ডিয়া। হ্যাঁ, এটা ঠিক যে, টসে কে জিতবে সেটা কখনোই বলা সম্ভব নয়। তবে রোহিত শর্মা একাই হেরেছেন ১৫টি টস। 

এবার শুভমান টানা তিনটি একদিনের ম্যাচে টসে হারলেন। ২০২৩ সালের ১৯ নভেম্বর, বিশ্বকাপ ফাইনালের দিন টসে হারেন রোহিত। তারপর থেকেই এই টস হারের যাত্রা চলছে ভারতের। 

রোহিতরা সেই ম্যাচে টসের সঙ্গে ফাইনালও হারেন। এরপর ২০৫ সালের ৯ মার্চ, চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালেও টস হারে ভারত। 

টস হারের ধারা কিন্তু অব্যাহত রয়েছে

তবে নিউজিল্যান্ডের বিরুদ্ধে ম্যাচ জিতে নেয় টিম ইন্ডিয়া। এর আগে অধিনায়ক হিসেবে টানা ১২টি টস হারের রেকর্ড ছিল ওয়েস্ট ইন্ডিজের ব্রায়ান লারার দখলে। কিন্তু চলতি অস্ট্রেলিয়া সফরে, অধিনায়ক রোহিত নন। দায়িত্বে এবার শুভমান গিল। তবুও টস হারের ধারা কিন্তু অব্যাহত রয়েছে। উল্লেখ্য, এর আগে নেদারল্যান্ডস ২০১১ সালের মার্চ মাস থেকে ২০১৩ সালের অগাস্ট মাসের মধ্যে টানা ১১টি টস হারে। 

সেই রেকর্ড অবশ্য ভারত অনেকদিন আগেই ভেঙে দেয়। এবার সিডনিতে টস হারের পর টানা ১৮টি টসে পরাজয়। কার্যত, বিরল রেকর্ড গড়ে ফেলল ভারতের একদিনের ক্রিকেট দল।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।