সংক্ষিপ্ত
আত্মতুষ্টিই কি ইন্দোর টেস্ট ম্যাচের প্রথম ইনিংসে ভারতের ব্যাটিং লাইনআপের ভরাডুবির কারণ? হোলকার স্টেডিয়ামে প্রথম সেশনে দাপট দেখা গেল অস্ট্রেলিয়ার। লড়াই করতে পারল না ভারত।
ভারত-অস্ট্রেলিয়া টেস্ট সিরিজ শুরু হওয়ার আগে অনেক বিশেষজ্ঞই আশঙ্কা প্রকাশ করেছিলেন, স্পিনারদের সহায়ক উইকেট ব্যুমেরাং হয়ে যেতে পারে। কারণ, অস্ট্রেলিয়া দলেও ভালোমানের একাধিক স্পিনার আছেন। নাগপুর ও দিল্লিতে সমস্যা না হলেও, ইন্দোরের হোলকার স্টেডিয়ামে সিরিজের তৃতীয় টেস্ট ম্যাচের প্রথম সেশনেই সমস্যায় পড়ল ভারত। প্রথম সেশনের শেষে ভারতের স্কোর ৭ উইকেটে ৮৪। একে একেে আউট হয়ে গিয়েছেন রোহিত শর্মা (১২), শুবমান গিল (২১), চেতেশ্বর পূজারা (১), রবীন্দ্র জাদেজা (৪), শ্রেয়াস আইয়ার (০), বিরাট কোহলি (২২) ও কে এস ভরত (১৭)। অস্ট্রেলিয়ার হয়ে ১৪ রান দিয়ে ৩ উইকেট নিয়েছেন ম্যাথু কুনেম্যান। ২৩ রান দিয়ে ৩ উইকেট নিয়েছেন নাথান লিয়ন। ১২ রান দিয়ে ১ উইকেট নিয়েছেন টড মারফি। প্রথম সেশনের শেষে ক্রিজে অক্ষর প্যাটেল (৬) ও রবিচন্দ্রন অশ্বিন (১)। দিল্লি টেস্ট ম্যাচের প্রথম ইনিংসে এই জুটি ভারতীয় দলকে ম্যাচে ফিরিয়েছিল। ইন্দোরেও সেই আশায় দল।
এই ম্যাচে কে এল রাহুলের বদলে শুবমান দলে আসায় ওপেনিং জুটিতে বড় স্কোরের আশায় ছিলেন সমর্থকরা। প্রথম বলে আউট হওয়ার হাত থেকে বেঁচে যাওয়ার পর ভালোভাবেই ব্যাটিং করছিলেন রোহিত। শুবমানকেও আত্মবিশ্বাসী মনে হচ্ছিল। কিন্তু কুনেম্যানের প্রথম ওভারেই রোহিত আউট হওয়ার পর থেকে নিয়মিত উইকেট হারাতে থাকে ভারতীয় দল। নিজের দ্বিতীয় ওভারে শুবমানকে ফিরিয়ে দেন কুনেম্যান। এরপর বোলিং করতে এসেই পূজারার উইকেট নেন লিয়ন। জাদেজাকেও ফিরিয়ে দেন লিয়নই। এরপর শ্রেয়াসকে ফেরান কুনেম্যান। বিরাটকে আউট করেন মারফি। ভরতকে আউট করেন লিয়ন।
প্রথম সেশনে সেভাবে লড়াই করতে পারলেন না ভারতের ব্যাটাররা। কিছুটা ভালো ব্যাটিং করলেন শুবমান, বিরাট ও ভরত। বাকিরা কেউই দলকে ভরসা দিতে পারেননি। অস্ট্রেলিয়ার স্পিনাররা অসাধারণ পারফরম্যান্স দেখাচ্ছেন। মিচেল স্টার্ক ও ক্যামেরন গ্রিন এখনও পর্যন্ত উইকেট পাননি। তবে প্রথম বল থেকেই ভারতের ব্য়াটারদের চাপে রেখেছেন স্টার্ক।
এই টেস্ট ম্যাচের প্রথম ইনিংসে ভারতীয় দল যদি অন্তত ১৫০ রানও করতে পারে, তাহলে ভালো লড়াই হতে পারে। কারণ, যে পিচ থেকে লিয়ন, কুনেম্যানরা সাহায্য পাচ্ছেন সেই পিচে অশ্বিন, জাদেজাও ভালো পারফরম্যান্স দেখাবেন। অশ্বিন ও অক্ষর ভারতীয় দলের স্কোর কতটা টেনে নিয়ে যেতে পারেন, তার উপর এই ম্যাচের ভবিষ্যৎ অনেকটা নির্ভর করছে।
আরও পড়ুন-
আশা বাড়ছে ঋষভ পন্থকে নিয়ে, ওডিআই বিশ্বকাপে অনিশ্চিত জসপ্রীত বুমরা
অশ্বিন-জাজেদার বোলিংয়ে কিপিং উপভোগ করছেন, জানালেন উইকেট রক্ষক কে এস ভরত
জসপ্রীত বুমরা থেকে ঋষভ পন্থ, এবারের আইপিএল-এ দেখা যাবে না এই তারকাদের