India vs Eng Women ODI: ইংল্যান্ড মহিলা ক্রিকেট দলের বিরুদ্ধে প্রথম একদিনের ম্যাচে ৪ উইকেটে জয় পেয়েছে ভারতীয় মহিলা ক্রিকেট দল। দীপ্তি শর্মার দুর্দান্ত পারফরম্যান্স ভারতের জয়ের মূল চাবিকাঠি ছিল এই খেলায়।

India vs Eng Women ODI: মহিলা ক্রিকেটে কার্যত, জয়জয়কার ভারতের। ইংল্যান্ড মহিলা ক্রিকেট দলের বিরুদ্ধে প্রথম একদিনের ম্যাচে ৪ উইকেটে জয় পেয়েছে ভারতীয় মহিলা ক্রিকেট দল (england women vs india women)। দীপ্তি শর্মার দুর্দান্ত পারফরম্যান্স ভারতের জয়ের মূল চাবিকাঠি ছিল এই খেলায় (India vs England Women's ODI)। 

প্রথমে ব্যাট করে ইংল্যান্ড মহিলা দল ২৫৮ রান তোলে

ভারত অবশ্য ১০ বল বাকি থাকতেই ছয় উইকেট হারিয়ে লক্ষ্যমাত্রায় পৌঁছে যায়। অলরাউন্ডার দীপ্তি শর্মা ৬৪ বলে ৬২ রান করে অপরাজিত থাকেন। জেমিমা রডরিগেজ করেন ৪৮ রান, প্রিয়াঙ্কা রাওয়ালের ঝুলিতে ৩৬, স্মৃতি মান্ধানার সংগ্রহে ২৮ এবং হারলিন ডিওল ২৭ রান যোগ করেন স্কোরবোর্ডে। অধিনায়ক হরমনপ্রীত কৌর করেন ১৭ রান এবং ঋচা ঘোষ ১০ রানে আউট হন। 

প্রসঙ্গত, স্মৃতি মান্ধানা এবং প্রিয়াঙ্কা রাওয়ল ওপেনিং জুটি হিসেবে ৪৮ রান যোগ করেন। অন্যদিকে, রাওয়ল নিজে করেন ৩৬ রান। এরপর তিন নম্বরে নেমে, হারলিন ডিওলের সঙ্গে প্রিয়াঙ্কা ৪৬ রানের জুটি গড়েন। যদিও প্রিয়াঙ্কা এবং হারলিন মাত্র ৮ রানের ব্যবধানে আউট হয়ে যান। এরপর অধিনায়ক হরমনপ্রীতও আউট হওয়ার পর, ভারতীয় দল প্রাথমিকভাবে কিছুটা চাপে পড়ে যায়। তবে জেমিমা এবং দীপ্তির ৯০ রানের জুটি ভারতকে জয়ের দিকে এগিয়ে নিয়ে যায়। 

জেমিমা এবং এরপর ঋচা ঘোষ আউট হলেও দীপ্তির লড়াই ভারতকে জয় এনে দেয়

স্কোরবোর্ডে যখন ভারতের রান ২১৪, তখন জেমিমা এবং এরপর ঋচা ঘোষ আউট হয়ে যান। তবে দীপ্তি শর্মার লড়াই কিন্তু মনে রাখার মতো। এদিন প্রথমে ব্যাট করে ইংল্যান্ড ৬ উইকেট হারিয়ে ২৫৮ রান তোলে। উল্লেখ্য, ৫ নম্বরে ব্যাট করতে নেমে ৯২ বলে ৮৩ রান করে সোফিয়া ডাঙ্কলি এবং ৬ নম্বরে ৭৩ বলে ৫২ রান করে ডেভিডসন রিচার্ডস ইংল্যান্ডকে সম্মানজনক জায়গায় নিয়ে যান। 

ভারতের হয়ে ক্রান্তি গৌড় এবং স্নেহ রানা দুটি করে উইকেট পেয়েছেন। ম্যাচের সেরা দীপ্তি শর্মা। আর এই জয়ের সুবাদে তিন ম্যাচের সিরিজে, ১-০ ব্যবধানে এগিয়ে গেল টিম ইন্ডিয়া। অপরদিকে, দ্বিতীয় একদিনের ম্যাচটি অনুষ্ঠিত হবে আগামী শনিবার। ইতিমধ্যেই টি-২০ সিরিজ জিতে নিয়েছে ভারতীয় ক্রিকেট দল। এবার দ্বিতীয় একদিনের ম্যাচটি জিতে গেলে, টি-২০ সিরিজের পর ওয়ানডে সিরিজের দখলও ভারত নিয়ে নেবে।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।