India vs England 3rd Test Live: রীতিমতো কমে উঠেছে লর্ডস টেস্ট। মুখোমুখি ভারত বনাম ইংল্যান্ড।
India vs England 3rd Test Live: ঐতিহাসিক লর্ডস ক্রিকেট স্টেডিয়ামে চলছে ভারত বনাম ইংল্যান্ডের মধ্যে তৃতীয় টেস্ট ম্যাচ। সেই ম্যাচে তৃতীয় দিনের মধ্যাহ্নভোজের বিরতি শুরু হয়েছে (india vs england 3rd test live)।
ভারত পিছিয়ে ১৩৯ রানে
এই ম্যাচে টসে জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেয় ইংল্যান্ড। প্রথমে ব্যাট করে তারা ৩৮৭ রান তুলতে সক্ষম হয়। ওপেনার জ্যাক ক্রলে করেন ১৮ রান, বেন ডাকেটের ঝুলিতে ২৩, অলি পোপের সংগ্রহে ৪৪ রান এবং বেন স্টোকসও ৪৪ রান করেন। তবে দুরন্ত লড়াই করেন জো রুট। খেলেন ১০৪ রানের গুরুত্বপূর্ণ ইনিংস। সেইসঙ্গে, জেমিয়ে স্মিথের ঝুলিতে ৫১ রান এবং ব্রাইডন কার্স করেন ৫৬ রান (test ind vs eng)।
অন্যদিকে, ভারতের হয়ে ৫ উইকেট নেন যশপ্রীত বুমরা। ২টি করে উইকেট পেয়েছেন মহম্মদ সিরাজ এবং নীতিশ কুমার রেড্ডি। এছাড়া ১টি উইকেট নেন রবীন্দ্র জাদেজা।
জবাবে ব্যাট করতে নেমে ওপেনার যশস্বী জয়সওয়াল মাত্র ১৩ রানে ফিরে গেলেও ভারতের হয়ে হাল ধরেন কেএল রাহুল এবং ঋষভ পন্থ। নিঃসন্দেহে দুরন্ত লড়াই করছেন রাহুল। মাত্র ২ রান দূরে রয়েছেন তিনি শতরান থেকে। ৯৮ রানে অপরাজিত রয়েছেন এবং পন্থ ৭৪ রানে অপরাজিত আছেন।
এদিকে করুণ নায়ার করেন ৪০ রান এবং অধিনায়ক শুভমান গিলের ঝুলিতে ১৬ রান
আপাতত তৃতীয় দিনের মধ্যাহ্নভোজের বিরতি শুরু হয়েছে। ভারতের স্কোর ৪ উইকেট হারিয়ে ২৪৮ রান। টিম ইন্ডিয়া পিছিয়ে ১৩৯ রানে। ইংল্যান্ডের হয়ে আপাতত ১টি করে উইকেট পেয়েছেন ক্রিস ওকস, জোফ্রা আর্চার এবং অধিনায়ক বেন স্টোকস।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

