- Home
- Sports
- Cricket
- ওয়াংখেড়েতে ইংল্যান্ডের বিরুদ্ধে বিস্ফোরক ব্যাটিং, কতগুলি রেকর্ড গড়লেন অভিষেক শর্মা?
ওয়াংখেড়েতে ইংল্যান্ডের বিরুদ্ধে বিস্ফোরক ব্যাটিং, কতগুলি রেকর্ড গড়লেন অভিষেক শর্মা?
রবিবার মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে ইংল্যান্ডের বিরুদ্ধে টি-২০ সিরিজের পঞ্চম ম্যাচে বড় ব্যবধানে জয় পেয়েছে ভারতীয় দল। এই ম্যাচে অসাধারণ ব্যাটিং করেছেন তরুণ ওপেনার অভিষেক শর্মা। তাঁর ঝোড়ো শতরানের সুবাদে ভারতীয় দলের জয় সহজ হয়ে গিয়েছে।

রবিবার মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে ইংল্যান্ডের বিরুদ্ধে সিরিজের পঞ্চম টি-২০ ম্যাচে ঝোড়ো শতরান করেছেন অভিষেক শর্মা
ইংল্যান্ডের বিরুদ্ধে টি-২০ সিরিজের পঞ্চম তথা শেষ ম্যাচে সঞ্জু স্যামসনের সঙ্গে ব্যাটিং ওপেন করতে নেমে অসাধারণ পারফরম্যান্স দেখালেন অভিষেক শর্মা। সঞ্জু দ্রুত আউট হয়ে গেলেও, শতরান করলেন অভিষেক।
ভারতীয় দলের হয়ে টি-২০ ফর্ম্যাটে শুবমান গিলের রেকর্ড ভেঙে দিলেন অভিষেক শর্মা
রবিবার ওয়াংখেড়ে স্টেডিয়ামে ইংল্যান্ডের বিরুদ্ধে সিরিজের পঞ্চম টি-২০ ম্যাচে ৫৪ বলে ১৩৫ রানের অসাধারণ ইনিংস খেলেন অভিষেক শর্মা। তিনি টি-২০ ম্যাচে ভারতীয় দলের হয়ে সর্বাধিক রান করলেন। এতদিন টি-২০ ম্যাচে ভারতীয় দলের হয়ে সর্বাধিক রান ছিল শুবমান গিলের অপরাজিত ১২৬। সেই রেকর্ড ভেঙে দিলেন অভিষেক।
টি-২০ ম্যাচে পাওয়ার প্লে-তে সবচেয়ে বেশি রান করার ক্ষেত্রে নিজেদের রেকর্ড উন্নত করল ভারতীয় দল
২০২১ সালে স্কটল্যান্ডের বিরুদ্ধে টি-২০ ম্যাচে প্রথম ৬ ওভারে ২ উইকেট হারিয়ে ৮২ রান করেছিল ভারতীয় দল। রবিবার ইংল্যান্ডের বিরুদ্ধে পাওয়ার প্লে-তে ১ উইকেট হারিয়ে ৯৫ রান করে নিজেদের সেই রেকর্ডই উন্নত করল ভারতীয় দল।
টি-২০ ম্যাচে ভারতীয় ব্যাটারদের মধ্যে দ্বিতীয় দ্রুততম অর্ধশতরান করেছেন অভিষেক শর্মা
রবিবার ইংল্যান্ডের বিরুদ্ধে শতরান করার আগে মাত্র ১৭ বলে অর্ধশতরান পূর্ণ করেন অভিষেক শর্মা। ভারতীয় ব্যাটারদের মধ্যে যা দ্বিতীয় দ্রুততম অর্ধশতরান।
টি-২০ ফর্ম্যাটে দ্রুততম অর্ধশতরানের ক্ষেত্রে অভিষেক শর্মার ঠিক আগে তাঁর আদর্শ যুবরাজ সিং
২০০৭ সালে টি-২০ বিশ্বকাপে ইংল্যান্ডের বিরুদ্ধে ১২ বলে অর্ধশতরান করেন যুবরাজ সিং। যা ভারতীয়দের মধ্যে দ্রুততম অর্ধশতরান। সেই ইংল্যান্ডের বিরুদ্ধেই টি-২০ ফর্ম্যাটে দ্বিতীয় দ্রুততম অর্ধশতরান করলেন অভিষেক শর্মা।
ভারতীয় ব্যাটারদের মধ্যে দ্বিতীয় দ্রুততম শতরানের নজির অভিষেক শর্মার
২০১৭ সালে শ্রীলঙ্কার বিরুদ্ধে ৩৫ বলে শতরান করেছিলেন রোহিত শর্মা। রবিবার ওয়াংখেড়ে স্টেডিয়ামে ৩৭ বলে শতরান করেন অভিষেক শর্মা।
ভারতীয় ব্যাটারদের মধ্যে টি-২০ ফর্ম্যাটে এক ইনিংসে সর্বাধিক ওভার-বাউন্ডারি মারার রেকর্ড অভিষেক শর্মার
শ্রীলঙ্কার বিরুদ্ধে ৩৫ বলে শতরান করার পথে ১০টি ওভার-বাউন্ডারি মেরেছিলেন রোহিত শর্মা। তাঁর সেই রেকর্ড ভেঙে দিয়ে রবিবার ১৩টি ওভার-বাউন্ডারি মেরেছেন অভিষেক শর্মা।
ইংল্যান্ডের বিরুদ্ধে টি-২০ ফর্ম্যাটে কোনও ম্যাচে সবচেয়ে বেশি রান করল ভারত
রবিবার প্রথমে ব্যাটিং করতে নেমে ৯ উইকেটে ২৪৭ রান করে ভারতীয় দল। ইংল্যান্ডের বিরুদ্ধে টি-২০ ফর্ম্যাটে যা ভারতের সবচেয়ে বেশি রান।
রবিবার টি-২০ ফর্ম্যাটে কোনও ম্যাচে নিজেদের চতুর্থ সর্বাধিক রান করল ভারতীয় দল
গত বছর বাংলাদেশের বিরুদ্ধে টি-২০ ম্যাচে ৬ উইকেটে ২৯৭ রান করেছিল ভারতীয় দল। যা টি-২০ ফর্ম্যাটে ভারতের সবচেয়ে বেশি রান। রবিবার এই ফর্ম্যাটে নিজেদের চতুর্থ সর্বাধিক রান করল ভারতীয় দল।
ভারতীয় দলের হয়ে আরও ভালো পারফরম্যান্স দেখিয়ে যাওয়াই অভিষেক শর্মার লক্ষ্য
আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেকের শুরু থেকেই ধারাবাহিকভাবে ভালো পারফরম্যান্স দেখিয়ে চলেছেন অভিষেক শর্মা। আরও ভালো ব্যাটিং করাই তাঁর লক্ষ্য।