সংক্ষিপ্ত

সত্যিই আরব সাগরের তীরে ব্রিটিশ বধ। 

ইংল্যান্ডকে পরাজিত করে ৪-১ ব্যবধানে সিরিজে জয় পেল ভারত। 

নিয়মরক্ষার ম্যাচকেও একেবারেই হালকাভাবে নিল না ভারতীয় ক্রিকেট দল। আরব সাগরের তীরেও তাই বড় জয়।

মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে শেষ টি-২০ ম্যাচে জয়ের সুবাদে সিরিজকেও ৪-১ ব্যবধানে পকেটে পুরে নিল তারা। দুরন্ত শতরান করেন অভিষেক শর্মা। এই ম্যাচে প্রথমে ব্যাট করে ২৪৭ রান তোলে ভারত। আর বাকি কাজটা সামলে দিলেন দলের বোলাররা। চাপে পড়ে মাত্র ৯৭ রানেী শেষ হয়ে গেল ইংল্যান্ডের ইনিংস (India vs England T20 Series 2025)।

১৫০ রানে বড় জয় ভারতের। অভিষেক এই ম্যাচে একাই করেন ১৩৫ রান। বিরাট লক্ষ্য তাড়া করতে নেমে ভারতীয় বোলারদের ঘূর্ণিতে কার্যত দিশেহারা হয়ে পড়ে ইংল্যান্ড। প্রথম ওভারে বেশ আগ্রাসী মেজাজে রান তুললেও ধীরে ধীরে ম্যাচ থেকে হারিয়ে যেতে শুরু করে তারা। মেন ইন ব্লু-র স্পিনারদের পাশাপাশি বিধ্বংসী হয়ে ওঠেন মহম্মদ শামিও।

এদিন বেন ডাকেট, আদিল রশিদ এবং মার্ক উডের উইকেট নেন তিনি। এছাড়াও দুটি করে উইকেট পেয়েছেন বরুণ চক্রবর্তী, শিবম দুবে এবং অভিষেক শর্মার ঝুলিতে। একটি উইকেট রবি বিষ্ণোইয়ের দখলে। অন্যদিকে, ভারতীয় বোলারদের দাপটে ১০ ওভারও টিকতে পারেনি ব্রিটিশদের ইনিংস। মাত্র ৯৭ রানে গুটিয়ে যায় বাটলারদের কেরামতি।

তবে এদিন সবকিছুর কেন্দ্রবিন্দুতে ছিলেন অভিষেক শর্মা। তাঁর ১৩৫ রানের ঝকঝকে ইনিংস যেন সোনায় মোড়া ভারতের জন্য। তাও আবার মাত্র ৫৪ বলে। এই ম্যাচে ইংল্যান্ডের হয়ে ফিলিপ সল্ট ছাড়া আর কেউ সেইভাবে দাগ কাটতে পারেনি। তিনি করেন ৫৫ রান।

শেষপর্যন্ত, ভারত এই ম্যাচ জিতে নেয় ১৫০ রানে। ম্যাচের সেরা অভিষেক শর্মা এবং সিরিজের সেরা বরুণ চক্রবর্তী (India vs England T20)।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।