সংক্ষিপ্ত

টেস্ট সিরিজে হারের পর এখন আর বাজবল নিয়ে কোনও কথা বলছেন না ইংল্যান্ডের প্রাক্তন ক্রিকেটাররা। তবে তাঁরা নিজেদের দল নিয়ে গলা ফাটানো থামাচ্ছেন না।

ইংল্যান্ডের তরুণ স্পিনার শোয়েব বশিরকে ভারতীয় দলের অভিজ্ঞ অফস্পিনার রবিচন্দ্রন অশ্বিনের সঙ্গে তুলনা করলেন মাইকেল ভন। ইংল্যান্ডের প্রাক্তন অধিনায়কের দাবি, 'নতুন রবি অশ্বিন' বশির। চলতি ভারত-ইংল্যান্ড টেস্ট সিরিজেই অভিষেক হয়েছে এই তরুণ স্পিনারের। ২০ বছর বয়সি এই স্পিনার রাঁচি টেস্ট ম্যাচের প্রথম ইনিংসে ৫ উইকেট নেন। এরপর দ্বিতীয় ইনিংসে তিনি ৩ উইকেট নেন। ইংল্যান্ড এই ম্যাচ ও সিরিজে হেরে গেলেও, টম হার্টলি ও বশির নজর কেড়ে নিয়েছেন। ইংল্যান্ডের কোনও খেলোয়াড় একটু ভালো খেললেই তাঁকে নিয়ে হইচই শুরু হয়। বশিরের ক্ষেত্রেও এর ব্যতিক্রম হচ্ছে না। সদ্য টেস্ট ম্যাচ খেলা শুরু করা এই স্পিনারকেই মহান ক্রিকেটার আখ্যা দেওয়া হচ্ছে।

বশিরের দরাজ প্রশংসা ভনের

বশিরের উচ্ছ্বসিত প্রশংসা করে ভন বলেছেন, 'ক্রিকেটের অন্যতম সেরা সপ্তাহ কাটল। আমরা নতুন একজন বিশ্বমানের সুপারস্টারকে প্রকাশ্যে আনলাম। ওর অসাধারণ পারফরম্যান্স উদযাপন করছি। সে হল শোয়েব বশির। আমরা ওর খেলাই উদযাপন করছি। ও কেরিয়ারের দ্বিতীয় টেস্ট ম্যাচ খেলতে নেমেই ৮ উইকেট নিল। ও নতুন রবি অশ্বিন। আমরাই ওকে প্রকাশ্যে এনেছি। এই কারণেই আমরা ইংলিশ ক্রিকেটের নতুন সুপারস্টারের অসাধারণ পারফরম্যান্স উদযাপন করছি।'

ধরমশালা টেস্ট ম্যাচ নিয়ে আশাবাদী ভন

চলতি সিরিজে ৩-১ এগিয়ে ভারতীয় দল। ফলে ধরমশালা টেস্ট ম্যাচ আপাতভাবে গুরুত্বহীন। তবে জয়ের লক্ষ্যেই খেলতে নামবে ভারতীয় দল। তবে ভনের দাবি, ধরমশালার আবহাওয়া ইংল্যান্ডের পক্ষে সুবিধাজনক। এর ফলে এই ম্যাচে জয় পেতে পারে ইংল্যান্ড। এ প্রসঙ্গে ভন বলেছেন, 'সেরা একাদশ নিয়েই ধরমশালা টেস্ট ম্যাচে খেলবে ইংল্যান্ড। ধরমশালায় ঠান্ডা থাকবে। এই আবহাওয়া ইংল্যান্ডের পক্ষে  সুবিধাজনক। আমি আশা করছি ইংল্যান্ড এই ম্যাচে জয় পাবে।'

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

আরও পড়ুন-

Shreyas Iyer: বিসিসিআই-এর চুক্তি থেকে বাদ পড়ে রঞ্জি ট্রফি সেমি-ফাইনাল খেলছেন শ্রেয়াস

India Vs England: ধরমশালা টেস্টে ভারতীয় দলে ফিরলেন বুমরা, ছিটকে গেলেন রাহুল

YouTube video player