India vs New Zealand: টি-২০ বিশ্বকাপের (2026 ICC Men's T20 World Cup) আগে দুর্দান্ত ফর্মে ভারতীয় দল। নিউজিল্যান্ডের বিরুদ্ধে টি-২০ সিরিজের প্রথম তিন ম্যাচেই জয় এসেছে। এই সিরিজের বাকি দুই ম্যাচেও জয়ের লক্ষ্যে ভারতীয় দল।
KNOW
India vs New Zealand T20 Series: নিউজিল্যান্ডের বিরুদ্ধে টি-২০ সিরিজের চতুর্থ ম্যাচে টসে জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিলেন ভারতীয় দলের অধিনায়ক সূর্যকুমার যাদব (Suryakumar Yadav)। এই সিরিজে ৩-০ এগিয়ে ভারত। ফলে সিরিজ দখলে এসে গিয়েছে। বুধবার সিরিজের চতুর্থ ম্যাচ এবং তারপর পঞ্চম তথা শেষ ম্যাচ শুধুই নিয়মরক্ষার। কিন্তু এই সিরিজের পরেই টি-২০ বিশ্বকাপে (2026 ICC Men's T20 World Cup) খেলতে নামবে দুই দল। ফলে এই সিরিজের সব ম্যাচই অত্যন্ত গুরুত্বপূর্ণ। নিউজিল্যান্ড দল এই সিরিজে হেরে গেলেও, বাকি দুই ম্যাচ জিতে আত্মবিশ্বাস ফিরে পাওয়ার চেষ্টা করবে। অন্যদিকে, ভারতীয় দল ৫-০ ফলে সিরিজ জেতার চেষ্টা করবে। ফলে বুধবারের এই ম্যাচ অত্যন্ত আকর্ষণীয় হতে চলেছে।
ব্যাটারের বদলে দলে বোলার
টসের পর সূর্যকুমার জানিয়েছেন, গত ম্যাচে চোট পাওয়ার ফলে এদিন খেলছেন না ঈশান কিষান (Ishan Kishan)। তাঁর পরিবর্তে খেলছেন আর্শদীপ সিং (Arshdeep Singh)। অক্ষর প্যাটেল (Axar Patel) এখনও ফিট হয়ে উঠতে পারেননি। তাঁর ফিট হতে সময় লাগবে। এই কারণে বুধবারও তাঁর পক্ষে খেলা সম্ভব হচ্ছে না।
২ দলের হয়ে কারা খেলছেন?
এই ম্যাচে ভারতীয় দলের হয়ে খেলছেন- অভিষেক শর্মা (Abhishek Sharma), সঞ্জু স্যামসন (Sanju Samson) (উইকেটকিপার), সূর্যকুমার, রিঙ্কু সিং (Rinku Singh), হার্দিক পান্ডিয়া (Hardik Pandya), শিবম দুবে (Shivam Dube), হর্ষিত রানা (Harshit Rana), রবি বিষ্ণোই (Ravi Bishnoi), কুলদীপ যাদব (Kuldeep Yadav), আর্শদীপ ও জসপ্রীত বুমরা (Jasprit Bumrah)। নিউজিল্যান্ডের হয়ে খেলছেন- টিম সিফার্ট (Tim Seifert) (উইকেটকিপার), ডেভন কনওয়ে (Devon Conway), রাচিন রবীন্দ্র (Rachin Ravindra), গ্লেন ফিলিপস (Glenn Phillips), মার্ক চাপম্যান (Mark Chapman), ড্যারিল মিচেল (Daryl Mitchell), মিচেল স্যান্টনার (Mitchell Santner) (অধিনায়ক), জাকারি ফকেস (Zakary Foulkes), ম্যাট হেনরি (Matt Henry), ইশ সোধি (Ish Sodhi) ও জ্যাকব ডাফি (Jacob Duffy)।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।


