India vs New Zealand: নতুন ইংরাজি বছরের শুরুতেই শুরু হচ্ছে ভারত-নিউজিল্যান্ড ওডিআই সিরিজ। এরপর দুই দল টি-২০ সিরিজ খেলবে। টি-২০ বিশ্বকাপের (2026 ICC Men's T20 World Cup) এটাই ভারতীয় দলের শেষ টি-২০ সিরিজ।
KNOW
India vs New Zealand ODI Series: নিউজিল্যান্ডের বিরুদ্ধে ওডিআই সিরিজে ভারতীয় দল থেকে বাদ পড়তে পারেন ঋষভ পন্থ (Rishabh Pant)। তাঁর বদলে দলে জায়গা পেতে পারেন ঈশান কিষান (Ishan Kishan)। সম্প্রতি ঘরোয়া ক্রিকেটে অসাধারণ পারফরম্যান্স দেখিয়েছেন এই তরুণ ব্যাটার। তাঁকে টি-২০ বিশ্বকাপে (2026 ICC Men's T20 World Cup) ভারতীয় দলে জায়গা দেওয়া হয়েছে। এই কারণেই নিউজিল্যান্ডের বিরুদ্ধে সিরিজে খেলার সুযোগ পেতে পারেন ঈশান। তিনি বেশ কিছুদিন আন্তর্জাতিক ক্রিকেট খেলেননি। ফলে টি-২০ বিশ্বকাপের আগে প্রস্তুতির জন্যই তাঁকে নিউজিল্যান্ডের বিরুদ্ধে ওডিআই ও টি-২০ সিরিজে ভারতীয় দলে জায়গা দেওয়া হতে পারে। ওপেনার হিসেবেই এই তরুণ ব্যাটারের কথা ভাবছেন নির্বাচকরা। সেই অনুযায়ী পরিকল্পনা করা হচ্ছে।
কবে দল ঘোষণা?
নিউজিল্যান্ডের বিরুদ্ধে টি-২০ সিরিজ এবং টি-২০ বিশ্বকাপের জন্য ভারতীয় দল ঘোষণা করা হয়েছে। কিন্তু ওডিআই সিরিজের দল এখনও ঘোষণা করা হয়নি। ১১ জানুয়ারি শুরু হচ্ছে ভারত-নিউজিল্যান্ড ওডিআই সিরিজ। তিন ম্যাচের সিরিজের দ্বিতীয় ম্যাচ ১৪ জানুয়ারি এবং তৃতীয় তথা শেষ ম্যাচ ১৮ জানুয়ারি। কয়েকদিনের মধ্যেই বিসিসিআই (BCCI) এই সিরিজের জন্য দল ঘোষণা করতে পারে। ঋষভ প্রায় দেড় বছর ওডিআই ফর্ম্যাটে খেলেননি। ২০২৪ সালের ৭ অগাস্ট কলম্বোর (Colombo) আর প্রেমদাসা স্টেডিয়ামে (R. Premadasa Stadium) শ্রীলঙ্কার (Sri Lanka) বিরুদ্ধে শেষবার ওডিআই ম্যাচ খেলেন এই উইকেটকিপার-ব্যাটার। সম্প্রতি দেশের মাটিতে দক্ষিণ আফ্রিকার (South Africa) বিরুদ্ধে ওডিআই সিরিজের দলে তাঁকে রাখা হয়েছিল। কিন্তু কোনও ম্যাচেই খেলার সুযোগ দেওয়া হয়নি। এই কারণেই নিউজিল্যান্ডের বিরুদ্ধে ওডিআই সিরিজে ঋষভের পরিবর্তে ঈশানের সুযোগ পাওয়ার সম্ভাবনা বাড়ছে।
সমস্যা কাটিয়ে ফর্মে ঈশান
বেশ কিছুদিন ধরে মাঠের বাইরে সমস্যায় ছিলেন ঈশান। তাঁর মানসিকতা নিয়ে প্রশ্ন উঠেছিল। ফর্মও হারিয়েছিলেন এই উইকেটকিপার-ব্যাটার। তবে সেসব সমস্যা মিটিয়ে এখন তিনি ফর্মে ফিরেছেন। বিজয় হাজারে ট্রফিতে (Vijay Hazare Trophy 2025/26) অসাধারণ ব্যাটিং করে জাতীয় দলে জায়গা ফিরে পেয়েছেন ঈশান।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।


