সংক্ষিপ্ত

নিউজিল্যান্ডের বিরুদ্ধে চলতি টেস্ট সিরিজের প্রথম দুই ম্যাচেই হেরে গিয়েছে ভারতীয় দল। মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে সিরিজের তৃতীয় টেস্ট ম্যাচ জিততে মরিয়া ভারতীয় দল।

মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে ভারতের বিরুদ্ধে সিরিজের তৃতীয় টেস্ট ম্যাচের প্রথম ইনিংসে টসে জিতে ব্যাটিং করতে নেমে ২৩৫ রানে অলআউট হয়ে গেল নিউজিল্যান্ড। ড্যারিল মিচেল ও উইল ইয়াং ছাড়া অন্য কোনও ব্যাটার বড় রান করতে পারেননি। নিউজিল্যান্ডের ইনিংসে মাত্র চারজন ব্যাটার দুই অঙ্কের রান করতে সক্ষম হন। সর্বাধিক ৮২ রান করেন মিচেল। ইয়াং করেন ৭১ রান। অধিনায়ক টম ল্যাথাম ওপেন করতে নেমে করেন ২৮ রান। গ্লেন ফিলিপস করেন ১৭ রান। রাচিন রবীন্দ্র ৫ রান করেই আউট হয়ে যান। ড়েভন কনওয়ে করেন ৪ রান। রান করার আগেই আউট হয়ে যান টম ব্লান্ডেল। ইশ সোধি করেন ৭ রান। রান করার আগেই আউট হয়ে যান ম্যাট হেনরি। আজাজ প্যাটেল করেন ৭ রান। ১ রান করে অপরাজিত থাকেন উইলিয়াম ও'রুরকি।

রবীন্দ্র জাডেজার ৫ উইকেট

শুক্রবার ২২ ওভার বোলিং করে ১ মেডেন-সহ ৬৫ রান দিয়ে ৫ উইকেট নিলেন রবীন্দ্র জাডেজা। ১৮.৪ ওভার বোলিং করে ২ মেডেন-সহ ৮১ রান দিয়ে ৪ উইকেট নিলেন ওয়াশিংটন সুন্দর। ৫ ওভার বোলিং করে ২২ রান দিয়ে ১ উইকেট নিলেন আকাশ দীপ।

ভারতের ব্যাটারদের বড় পরীক্ষা

চলতি সিরিজে বারবার স্পিনারদের বিরুদ্ধে ব্যর্থ হয়েছেন বিরাট কোহলিরা। ওয়াংখেড়ে স্টেডিয়ামের পিচও স্পিনারদের সাহায্য করছে। প্রথম দিনই অসাধারণ বোলিং করলেন জাডেজা-ওয়াশিংটন। আজাজ, ফিলিপসরাও ভালো বোলিং করতে পারেন। ওয়াংখেড়েতেই ইনিংসে ১০ উইকেট নেওয়ার রেকর্ড আছে আজাজের। ফলে ভারতের ব্যাটারদের সতর্ক থাকতে হবে। প্রথম ইনিংসে বড় স্কোর করতে পারলে ভালো জায়গায় পৌঁছে যাবে ভারতীয় দল। না হলে সমস্যায় পড়বে দল।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

আরও পড়ুন-

দীপাবলির উৎসবের মধ্যেই টেস্ট ম্যাচ, মাঠেই জনপ্রিয় হিন্দি গানে নেচে উঠলেন বিরাট, ভাইরাল ভিডিও

'জয়ের মানসিকতা আছে এমন খেলোয়াড় দরকার,' কে এল রাহুলকে কটাক্ষ সঞ্জীব গোয়েঙ্কার

অধিনায়ক শ্রেয়াস আইয়ারকে রিটেইন করল না কেকেআর, ঠিক সিদ্ধান্ত নেওয়া হল?