India vs South Africa: দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে সিরিজের প্রথম টেস্ট ম্যাচে হেরে গিয়েছে ভারতীয় দল। এরপর দ্বিতীয় টেস্ট ম্যাচেও চালকের আসনে দক্ষিণ আফ্রিকা। ফলে ভারতীয় দল দেশের মাটিতে টেস্ট সিরিজ খোয়ানোর পথে।

DID YOU
KNOW
?
জয়ের পথে দক্ষিণ আফ্রিকা
ভারতের মাটিতে দীর্ঘদিন পর টেস্ট সিরিজ জয়ের পথে দক্ষিণ আফ্রিকা। ঘরের মাঠে কোণঠাসা ভারতীয় দল।

Guwahati Test: কোনও টেস্ট ম্যাচের প্রায় ১৫০ বছরের ইতিহাসে দ্বিতীয় ইনিংসে ৪০০ রানের বেশি টার্গেট তাড়া করতে নেমে জয় পাওয়ার পরিসংখ্যান খুবই কম। গুয়াহাটির বারসাপাড়া ক্রিকেট স্টেডিয়ামে (Barsapara Cricket Stadium) দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে (India vs South Africa) সিরিজের দ্বিতীয় টেস্ট ম্যাচে ভারতীয় দল কি বিশাল টার্গেট তাড়া করতে নেমে জয় পাবে? এই আশা কম। কারণ, এই সিরিজে এখনও পর্যন্ত ভালো ব্যাটিং করতে পারেনি ভারতীয় দল। গুয়াহাটিতেও প্রথম ইনিংসে মাত্র ২০১ রানে অলআউট হয়ে যায় ভারত। দ্বিতীয় ইনিংসে নিজেদের ছাপিয়ে যেতে না পারলে ভারতীয় দলের পক্ষে জয় পাওয়া সম্ভব হবে না। কিন্তু সেই আশা দেখা যাচ্ছে না। বরং হারের আশঙ্কাই বাড়ছে।

রান বাড়িয়ে চলেছে দক্ষিণ আফ্রিকা

দ্বিতীয় ইনিংসে দক্ষিণ আফ্রিকার রান বেড়ে চলেছে। ওপেনার রায়ান রিকেলটন (Ryan Rickelton) ৬৪ বল খেলে ৩৫ রান করেন। অপর ওপেনার এইডেন মার্করাম (Aiden Markram) ৮৪ বল খেলে ২৯ রান করেন। অধিনায়ক টেম্বা বাভুমা (Temba Bavuma) অবশ্য এই ইনিংসে ভালো পারফরম্যান্স দেখাতে পারেননি। তিনি ১১ বল খেলে ৩ রান করে আউট হয়ে যান। এই প্রতিবেদন লেখার মুহূর্তে ভালো ব্যাটিং করছেন ট্রিস্টান স্টাবস (Tristan Stubbs) ও টনি ডে জর্জি (Tony de Zorzi)। দক্ষিণ আফ্রিকা এখনও পর্যন্ত দ্বিতীয় ইনিংস ডিক্লেয়ার করেনি। হয়তো লিড ৫০০ পেরিয়ে গেলে ইনিংস ডিক্লেয়ার করা হতে পারে।

ভারতের বোলারদের ব্যর্থতা

এই ম্যাচের প্রথম ইনিংসে ৪৮৯ রান করে দক্ষিণ আফ্রিকা। ভারতের বোলাররা ভালো পারফরম্যান্স দেখাতে পারেননি। দ্বিতীয় ইনিংসে এখনও পর্যন্ত ভারতের কোনও পেসার উইকেট পাননি। রবীন্দ্র জাডেজা (Ravindra Jadeja) জোড়া উইকেট নিয়ছেন। এক উইকেট নিয়েছেন ওয়াশিংটন সুন্দর (Washington Sundar)। কুলদীপ যাদব (Kuldeep Yadav) এখনও উইকেট পাননি। ফলে এই ম্যাচে পিছিয়ে পড়ছে ভারতীয় দল। এই পরিস্থিতি থেকে ঘুরে দাঁড়ানো কঠিন।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।