সংক্ষিপ্ত
Delhi Pollution: দিল্লি-এনসিআর অঞ্চলে প্রতি বছরই দীপাবলির পর বায়ুদূষণের মাত্রা স্বাভাবিকের চেয়ে অনেক বেশি থাকে। এবার সেই সময়ই দিল্লিতে ভারত-দক্ষিণ আফ্রিকা টেস্ট ম্যাচ হতে চলেছে।
BCCI on Delhi Pollution: এবার নভেম্বরে দিল্লিতে বায়ুদূষণ নিয়ে সমস্যা হবে না। এমনই দাবি করলেন বিসিসিআই সচিব দেবজিৎ সাইকিয়া (BCCI secretary Devajit Saikia)। ১৪ নভেম্বর অরুণ জেটলি স্টেডিয়ামে (Arun Jaitely Stadium) ভারত-দক্ষিণ আফ্রিকা (India vs South Africa) সিরিজের প্রথম টেস্ট ম্যাচ শুরু হবে। দিল্লি-এনসিআর (Delhi-NCR) অঞ্চলে এই সময় প্রতি বছরই দূষণের (Air Pollution) মাত্রা বেশি থাকে। ক্রিকেটারদের স্বাস্থ্যের কথা না ভেবে দিল্লিতে নভেম্বরে টেস্ট ম্যাচ আয়োজন করায় বিসিসিআই-এর তীব্র সমালোচনা করছেন ক্রিকেটপ্রেমীরা। তবে বিসিসিআই সচিবের দাবি, 'প্রতি বছর দূষণ নিয়ে সমস্যা হয় না। আমরা সব বিষয়ই মাথায় রেখেছি। সবার সঙ্গে আলোচনা করে রোটেশন পলিসি মেনেই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।' কিন্তু বিসিসিআই সচিব এই দাবি করলেও, ক্রিকেটপ্রেমীরা দিল্লির দূষণ নিয়ে চিন্তিত। তাঁরা আশঙ্কা করছেন, এবারও দীপাবলির পর দিল্লি-এনসিআর অঞ্চলে বায়ুদূষণের মাত্রা স্বাভাবিকের চেয়ে বেশি থাকতে পারে। সেই সময় টেস্ট ম্যাচে খেলা ক্রিকেটারদের পক্ষে সমস্যাজনক হতে পারে।
ক্রিকেটারদের জন্য কী ব্যবস্থা?
দিল্লি অ্যান্ড ডিস্ট্রিক্ট ক্রিকেট অ্যাসোসিয়েশনের (Delhi and District Cricket Association) সচিব অশোক শর্মা জানিয়েছেন, তাঁরা ক্রিকেটারদের স্বাস্থ্যের কথা মাথায় রেখে সবরকম ব্যবস্থা নেবেন। তাঁর দাবি, ডিসেম্বরের তুলনায় নভেম্বরে দিল্লিতে বায়ুদূষণের মাত্রা কম থাকে। অশোক বলেছেন, ‘খেলোয়াড়রা যখন টেস্ট ম্যাচ খেলবেন, তখন যাতে তাঁরা সবরকমভাবে ভালো থাকেন, সেটা নিশ্চিত করার জন্য সবরকম ব্যবস্থা নেবে ডিডিসিএ। অরুণ জেটলি স্টেডিয়াম একটু খোলামেলা জায়গায় অবস্থিত। এই স্টেডিয়ামের চারপাশে বেশি গাছপালা রয়েছে। ফলে দিল্লির অন্যান্য অঞ্চলের তুলনায় এখানে বায়ুদূষণের মাত্রা কম থাকবে। দিল্লিতে অনেকদিন টেস্ট ম্যাচ হয়নি। বিসিসিআই আমাদের সেই সুযোগ দিয়েছে। ফলে আমাদের নির্দিষ্ট সূচি মেনে চলতে হবে। নভেম্বরে যদি দূষণ থাকেও, তা ডিসেম্বরের চেয়ে কম থাকে।’
অতীত থেকে শিক্ষা নিচ্ছে না বিসিসিআই
২০১৭ সালের ডিসেম্বরে দিল্লিতে টেস্ট ম্যাচ চলাকালীন বায়ুদূষণের কারণে শ্রীলঙ্কার একাধিক খেলোয়াড় অসুস্থ হয়ে পড়েছিলেন। সেই ঘটনার পরেও এবার নভেম্বরে দিল্লিতে টেস্ট ম্যাচ আয়োজন করছে বিসিসিআই।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।