সংক্ষিপ্ত
রবিবার ভারত-শ্রীলঙ্কা ওডিআই সিরিজের শেষ ম্যাচ। এই ম্যাচে কি খেলার সুযোগ পাবেন সূর্যকুমার যাদব, ঈশান কিষান? ম্যাচের আগের দিনও স্পষ্ট হল না।
শ্রীলঙ্কার বিরুদ্ধে ওডিআই সিরিজ ইতিমধ্যেই জিতে নিয়েছে ভারত। রবিবার তিরুঅনন্তপুরমে নিয়মরক্ষার ম্যাচ। এই ম্যাচ জিতলে শ্রীলঙ্কাকে হোয়াইটওয়াশ করতে পারবে ভারত। সেই লক্ষ্যেই মাঠে নামবেন রোহিত শর্মা, বিরাট কোহলিরা। এই সিরিজে এখনও পর্যন্ত খেলার সুযোগ পাননি টি-২০ ফর্ম্যাটে এক নম্বর ব্যাটার সূর্যকুমার যাদব। বাংলাদেশের বিরুদ্ধে ওডিআই ম্যাচে দ্রুততম দ্বিশতরান করা ঈশান কিষানও শ্রীলঙ্কার বিরুদ্ধে প্রথম ২ ওডিআই ম্যাচে খেলার সুযোগ পাননি। তাঁরা কি রবিবার খেলার সুযোগ পাবেন? ম্যাচের আগের দিন এই প্রশ্নের স্পষ্ট জবাব দিলেন না ভারতীয় দলের ব্যাটিং কোচ বিক্রম রাঠোর। তিনি জানালেন, 'ওদের বসে থাকতে বাধ্য় করা হয়নি। অন্যরাও ভালো খেলছে। খেলোয়াড় হিসেবে ওদের বুঝতে হবে, ওদের সুযোগ পাওয়ার জন্য অপেক্ষা করতে হবে। ওরা সেই সুযোগ পাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছে। ওরা কঠোর পরিশ্রম করছে। ওরা যখনই সুযোগ পাবে ভালো পারফরম্যান্স দেখাবে এবং নিজেদের জায়গা ধরে রাখবে। কিষানকে ওপেনার হিসেবেই দলে নেওয়া হয়েছে।'
রবিবারের ম্যাচেও ওপেনার হিসেবে শুবমান গিলকেই খেলানো হবে বলে জানিয়েছেন ভারতের ওপেনার রোহিত শর্মা। শুবমান বেশ ভালো পারফরম্যান্স দেখাচ্ছেন। সেই কারণে ঈশানের বদলে শুবমানকেই সুযোগ দেওয়া হবে বলে জানিয়েছেন রোহিত। ফলে ঈশান রবিবারও সুযোগ পাচ্ছেন না। তাঁকে মিডল অর্ডারে সুযোগ দেওয়া হবে কি না সে ব্যাপারেও সরাসরি কিছু বলেননি রাঠোর। তাঁর বক্তব্য, ‘এই মুহূর্তে ঈশানকে ওপেনার হিসেবেই বেছে নেওয়া হয়েছে। তবে আমাদের ব্যাটিং বিভাগে নমনীয়তা রয়েছে। যদি ঈশানের মতো কাউকে মিডল অর্ডারে সুযোগ দেওয়ার প্রয়োজন হয় তাহলে আমরা হয়তো সেটা করতে পারি। তবে আপাতত ওকে ওপেনার হিসেবেই দেখা হচ্ছে।’
এ বছরের অক্টোবর-নভেম্বরে দেশের মাটিতে ওডিআই সিরিজ। ফলে আগামী কয়েক মাসে ভারতীয় দল যত ওডিআই ম্যাচ খেলবে ভারতীয় দল, সব ম্যাচই বিশ্বকাপের প্রস্তুতি হিসেবে দেখা হচ্ছে। এ প্রসঙ্গে ভারতের ব্যাটিং কোচ বলেছেন, ‘আমার মনে হয় আমরা যদি বিশ্বকাপের জন্য খেলোয়াড়দে্র চিহ্নিত করে নিতে পারি, তাহলে প্রস্তুতির জন্য ২০টি ম্যাচ যথেষ্ট। আমরা সেই পরিকল্পনা অনুযায়ী এগোচ্ছি। টিম ম্যানেজমেন্ট হিসেবে আমি বুঝি যে কোন খেলোয়াড়দের দিকে আলাদা করে নজর দিতে হবে। আমাদের সেই ধারণা স্পষ্ট। তার ফলেই ২০টি ম্যাচের মাধ্যমে কয়েকটি জায়গায় উন্নতি করতে পারব। আমরা ৫০ ওভারের ফর্ম্যাটে বরাবরই ভালো দল। শুধু বাকি ২০টি ম্যাচে দলকে একটু গুছিয়ে নিতে হবে।’
আরও পড়ুন-
আইপিএল-এ সবচয়ে দামী, এসএ২০ লিগে ভালো পারফরম্যান্স দেখাতে ব্যর্থ স্যাম কারান
দীর্ঘদিন পর জাতীয় দলে পৃথ্বী শ, সোশ্যাল মিডিয়ায় শুভেচ্ছা জানাচ্ছেন অনুরাগীরা
শ্রীলঙ্কার বিরুদ্ধে তৃতীয় ওডিআই ম্যাচের আগে পদ্মনাভস্বামী মন্দিরে সূর্যকুমার, কুলদীপরা