সংক্ষিপ্ত
ওয়েস্ট ইন্ডিজ সফরে ভারতীয় দলের পিছু ছাড়ছে না বৃষ্টি। পঞ্চম দিনের খেলা ভেস্তে যাওয়ায় দ্বিতীয় টেস্ট জিততে পারেনি ভারত। দ্বিতীয় ওডিআই ম্যাচেও বারবার হানা দিচ্ছে বৃষ্টি।
ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে পরপর ৩টি ইনিংসে অর্ধশতরান করলেন ভারতের তরুণ উইকেটকিপার-ব্যাটার ঈশান কিষান। দ্বিতীয় টেস্টে অর্ধশতরান করার পর প্রথম ওডিআই ম্যাচে অর্ধশতরান করেন ঈশান। শনিবার দ্বিতীয় ওডিআই ম্যাচেও অর্ধশতরান করলেন এই তরুণ ক্রিকেটার। এদিন শুবমান গিলের সঙ্গে ব্যাটিং ওপেন করতে নেমে ৫৫ বলে ৫৫ রান করেন ঈশান। তাঁর ইনিংসে ছিল ৬টি বাউন্ডারি ও ১টি ওভার-বাউন্ডারি। শুবমান করেন ৩৪ রান। তিনি ৫টি বাউন্ডারি মারেন। ওপেনিং জুটিতে যোগ হয় ৯০ রান। তবে ফের ব্যর্থ হল ভারতীয় দলের মিডল অর্ডার। বেশ কিছুদিন পর জাতীয় দলের হয়ে খেলার সুযোগ পাওয়া সঞ্জু স্যামসন করেন ৯ রান। অক্ষর প্যাটেল করেন ১ রান। এদিনের অধিনায় হার্দিক পান্ডিয়া করেন ৭ রান। সূর্যকুমার যাদব ফের বড় রান পেতে ব্যর্থ হন। ২৪ রান করেন এই তারকা। রবীন্দ্র জাদেজা করেন ১০ রান। শার্দুল ঠাকুর করেন ১৬ রান। ৮ রান করে অপরাজিত থাকেন কুলদীপ যাদব। প্রথম বলেই আউট হয়ে যান উমরান মালিক। ৬ রান করেন মুকেশ কুমার। ৪০.৫ ওভারে ১৮১ রানে অলআউট হয়ে গেল ভারত।
ওয়েস্ট ইন্ডিজের হয়ে ৩৬ রান দিয়ে ৩ উইকেট নেন গুডাকেশ মতি। ৩৭ রান দিয়ে ৩ উইকেট নেন রোমারিও শেফার্ড। ৩৫ রান দিয়ে ২ উইকেট নেন আলজারি জোশেফ। ২৮ রান দিয়ে ১ উইকেট নেন জেডেন সিলস। ২৫ রান দিয়ে ১ উইকেট নেন ইয়ানিক কারিয়া।
এই ম্যাচে বিশ্রাম নিয়েছেন ভারতের নিয়মিত অধিনায়ক রোহিত শর্মা ও তারকা ব্যাটার বিরাট কোহলি। তাঁদের পরিবর্তে তরুণ ক্রিকেটাররা কেমন পারফরম্যান্স দেখান, সেটাই দেখে নিতে চাইছিল টিম ম্যানেজমেন্ট। কিন্তু এই পরীক্ষা-নিরীক্ষা খুব একটা সফল হল না। ঈশান ও শুবমান ভালো ব্যাটিং করলেও, বাকিরা বড় রান করতে পারলেন না। বিশেষ করে সূর্যকুমারের ফর্ম নিয়ে উদ্বেগ কিছুতেই দূর হচ্ছে না।
ওডিআই ফর্ম্যাটে টানা ১৭টি ইনিংসে অর্ধশতরান করতে পারলেন না সূর্যকুমার যাদব। প্রাক্তন তারকা ব্যাটার সুরেশ রায়নার লজ্জাজনক রেকর্ড স্পর্শ করলেন সূর্যকুমার। ২০১০ সালের নভেম্বর থেকে ২০১১ সালের সেপ্টেম্বর পর্যন্ত অর্ধশতরান করতে পারেননি রায়না। ভারতীয় দলের অন্য কোনও বিশেষজ্ঞ ব্যাটার ওডিআই ফর্ম্যাটে এতগুলি ইনিংসে অর্ধশতরান ছাড়া খেলেননি। ওডিআই বিশ্বকাপের আগে সূর্যকুমারের অফফর্ম ভারতীয় দলের জন্য উদ্বেগের ব্যাপার।
আরও পড়ুন-
ইনস্টাগ্রাম বায়োতে মুছে ফেললেন 'ক্রিকেটার', অবসরের ইঙ্গিত ভুবনেশ্বর কুমারের?
কুলদীপ-জাদেজার যুগলবন্দিতে ধ্বংস ক্যারিবিয়ানদের ব্যাটিং লাইন আপ, সহজ জয় ভারতের