India Women vs Pakistan Women: কলম্বোর আর প্রেমদাসা স্টেডিয়ামে মুখোমুখি হয়েছে ভারত বনাম পাকিস্তান। এই ম্যাচে টসে জিতে বল করার সিদ্ধান্ত নেয় পাকিস্তানের মহিলা ক্রিকেট দল।

India Women vs Pakistan Women: আইসিসি মহিলাদের একদিনের ক্রিকেট বিশ্বকাপের মঞ্চে রবিবার, কলম্বোর আর প্রেমদাসা স্টেডিয়ামে মুখোমুখি হয়েছে ভারত বনাম পাকিস্তান (india women vs pakistan women)। 

এই ম্যাচে টসে জিতে বল করার সিদ্ধান্ত নেয় পাকিস্তানের মহিলা ক্রিকেট দল (ind vs pak women world cup 2025)। আর প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত ৫০ ওভারে, ভারতের স্কোর ২৪৭ রান। এদিন ভারতীয় মহিলা ক্রিকেট দল ২৪৭ রানেই অলআউট হয়ে যায়। 

Scroll to load tweet…

এদিন ওপেনার প্রতীক রাওয়াল করেন ৩১ রান এবং স্মৃতি মান্ধানার সংগ্রহে ২৩ রান। অন্যদিকে, হার্লিন দেওল দুরন্ত ব্যাটিং করেন এই হাইভোল্টেজ ম্যাচে। তাঁর ঝুলিতে ৪৬ রান। অধিনায়ক হরমনপ্রীত কাউর করেন ১৯ রান। এছাড়া জেমিমা রদ্রিগেজের ঝুলিতে ৩২ রান, দীপ্তি শর্মার সংগ্রহে ২৫ রান এবং স্নেহ রানা করেন ২০ রান। 

নিঃসন্দেহে ব্যাটিং বিপর্যয়ের মুখে পড়ে ভারতের প্রমীলা বাহিনী। কিন্তু সেখান থেকে দারুণভাবে টিম ইন্ডিয়াকে লড়াইতে ফিরিয়ে আনেন হার্লিন। ক্রিজ আঁকড়ে পড়ে থেকে ব্যাট করে যান এবং স্কোরবোর্ডে গুরুত্বপূর্ণ ৪৬ রান যোগ করেন। তাঁকে যোগ্য সঙ্গত করেন জেমিমা। 

শ্রী ঘরানির ঝুলিতে মাত্র ১ রান এবং ক্রান্তি গৌড় আউট হন ৮ রান করে। ভারতের ইনিংসের শেষ দুই বলে পরপর উইকেট পড়ে। খালি হাতে ফেরেন রেণুকা সিং ঠাকুর।

Scroll to load tweet…

অপরদিকে, পাকিস্তানের হয়ে এই ম্যাচে সর্বাধিক ৪টি উইকেট নিয়েছেন ডায়ানা বেগ। এছাড়া ২টি করে উইকেট পেয়েছেন সাদিয়া ইকবাল এবং অধিনায়ক ফতিমা সানা। অন্যদিকে, ১টি করে উইকেট নিয়েছেন রামিন শামিম এবং নাশরা সান্ধু। 

নির্ধারিত ৫০ ওভারে, ভারতের স্কোর ২৪৭ রান। পাকিস্তানের সামনে জয়ের জন্য লক্ষ্যমাত্রা ২৪৮ রান। 

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।