ICC Women's World Cup 2025: অপরাজিত ৫৪ রান করে রুবাইয়া হায়দার বাংলাদেশকে এই জয় এনে দেন। অধিনায়ক নিগার সুলতানা এবং শোভনা মোস্তারিও দুর্দান্ত ব্যাটিং করেন। অপেক্ষাকৃত ছোট লক্ষ্য তাড়া করতে নেমে, বাংলাদেশ ৩১.১ ওভারেই জয়ের লক্ষ্যে পৌঁছে যায়।

ICC Women's World Cup 2025: মহিলা ক্রিকেট বিশ্বকাপে বাংলাদেশের কাছে লজ্জার হার পাকিস্তানের। কলম্বোয় অনুষ্ঠিত হওয়া এই ম্যাচে, পাকিস্তান প্রথমে ব্যাট করে ১২৯ রান তোলে। জবাবে ১৩০ রানের লক্ষ্যমাত্রা নিয়ে ব্যাট করতে নেমে, বাংলাদেশ মাত্র তিন উইকেট হারিয়েই টার্গেটে পৌঁছে যায়। 

বাংলাদেশ ৩১.১ ওভারেই জয়ের লক্ষ্যে পৌঁছে যায়

অপরাজিত ৫৪ রান করে রুবাইয়া হায়দার বাংলাদেশকে এই জয় এনে দেন। অধিনায়ক নিগার সুলতানা এবং শোভনা মোস্তারিও দুর্দান্ত ব্যাটিং করেন। অপেক্ষাকৃত ছোট লক্ষ্য তাড়া করতে নেমে, বাংলাদেশ ৩১.১ ওভারেই জয়ের লক্ষ্যে পৌঁছে যায়।

এদিন টসে জিতে পাকিস্তানের অধিনায়ক ফাতিমা সানা ব্যাটিং করার সিদ্ধান্ত নেন। কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে অনুষ্ঠিত এই ম্যাচে, প্রথমে ব্যাট করে পাকিস্তান মাত্র ৩৮.৩ ওভারে ১২৯ রানে অলআউট হয়ে যায়। তিনটি উইকেট নেন স্বর্ণা আক্তার এবং দুটি করে উইকেট নিয়ে মারুফা আক্তার ও নাহিদা আক্তার পাকিস্তানকে কার্যতম গুঁড়িয়ে দেন। 

অধিনায়কের সিদ্ধান্ত যে ভুল ছিল, তা পাকিস্তানের ব্যাটিং দেখেই বোঝা যাচ্ছিল। মাত্র দুই রানের মধ্যে তারা দুটি উইকেট হারায়। প্রথম ওভারেই ওমাইমা সোহেল (০) এবং সিদরা আমিন (০) প্যাভিলিয়নে ফেরেন। 

পাকিস্তানের স্কোর দাঁড়ায় ৪ উইকেট হারিয়ে ৪৭

দু'জনকেই পরপর বলে বোল্ড করেন মারুফা। এরপর মুনিবা আলি ও রামিন শামিম ৪২ রান যোগ করেন স্কোরবোর্ডে। কিন্তু তারপর আরও দুটি উইকেট পড়ে যায় পাক দলের। মুনিবা (১৭) এবং রামিনকে (২৩) নাহিদা আক্তার আউট করেন। ফলে, পাকিস্তানের স্কোর দাঁড়ায় ৪ উইকেট হারিয়ে ৪৭। এরপর সানা (২২) ছাড়া আর কেউ বিশেষ প্রতিরোধ গড়তে পারেননি। আলিয়া রিয়াজ ১৩ রানে, সিদরা নওয়াজ ১৫ রানে, নাতালিয়া পারভেজ ৯ রানে, নাশরা সান্ধু ১ রানে এবং সাদিয়া ইকবাল ৪ রানে আউট হন। 

তবে দিয়ানা বেগ ১৬ রানে অপরাজিত থাকেন। এদিকে এই ম্যাচ হেরে বেজায় চাপে পড়ে গেল পাকিস্তান। এরপরেই তাদের ম্যাচ রয়েছে ভারতের সঙ্গে। 

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।