সংক্ষিপ্ত
বিশ্বকাপের আগে আর কোনও আন্তর্জাতিক টি-২০ ম্যাচ খেলছে না ভারতীয় দল। চূড়ান্ত দল গঠনের আগে আইপিএল-এর পারফরম্যান্সের উপর জোর দেওয়া হতে পারে।
কিছুদিন আগেও মনে হচ্ছিল টি-২০ বিশ্বকাপে রোহিত শর্মা, বিরাট কোহলিকে বাদ দিয়েই খেলবে ভারতীয় দল। কিন্তু আফগানিস্তানের বিরুদ্ধে সিরিজের পর পরিস্থিতি বদলে গিয়েছে। এই সিরিজ বুঝিয়ে দিয়েছে, ভারতীয় দলে এখনও রোহিত, বিরাটের বিকল্প নেই। ফলে টি-২০ বিশ্বকাপে এই দুই তারকার খেলা নিশ্চিত। চোট সারিয়ে হার্দিক পান্ডিয়া, সূর্যকুমার যাদব ফিরলেও টি-২০ বিশ্বকাপে অধিনায়ক থাকছেন রোহিতই। বুধবার বেঙ্গালুরুতে আফগানিস্তানের বিরুদ্ধে তৃতীয় টি-২০ ম্যাচে রোহিত যেভাবে ব্যাটিং করেছেন, তাতে এই ফর্ম্যাটে তাঁর ফর্ম নিয়ে কোনও প্রশ্ন থাকতে পারে না। ফলে টি-২০ বিশ্বকাপের দল তৈরি।
টি-২০ বিশ্বকাপের জন্য তৈরি হচ্ছেন রোহিত
বেঙ্গালুরুর ম্যাচের পর টি-২০ বিশ্বকাপের দল প্রসঙ্গে রোহিত বলেছেন, ‘আমরা এখনও ১৫ জনের দল চূড়ান্ত করিনি। কিন্তু ৮-১০ জন খেলোয়াড়ের কথা আমাদের মাথায় আছে। আমরা পরিস্থিতি অনুযায়ী কম্বিনেশন ঠিক করব। ওয়েস্ট ইন্ডিজের পিচ মন্থর থাকবে। সে কথা মাথায় রেখেই আমাদের দল বাছাই করতে হবে। আমি ও রাহুল দ্রাবিড় স্বচ্ছতা বজায় রাখার চেষ্টা করেছি। কোনও খেলোয়াড়কে দলে নেওয়া হলে, তাকে কেন সুযোগ দেওয়া হয়েছে সেটা ব্যাখ্যা করি। আবার ভালো পারফরম্যান্সের পরেও কোনও খেলোয়াড়কে বাদ দেওয়া হলে সেই কারণও ব্যাখ্যা করি।’
ব্যক্তি নয়, দলের উপর জোর রোহিতের
দল সম্পর্কে রোহিত আরও বলেছেন, ‘সবাইকে খুশি রাখা সম্ভব নয়। আমি অধিনায়ক হিসেবে এটা শিখেছি। ১৫ জন খেলোয়াড়কে খুশি রাখা সম্ভব। তারপর ১১ জন খেলোয়াড়কে খুশি রাখা সম্ভব। যে ৪ জন খেলোয়াড় বেঞ্চে বসে আছে তারা প্রশ্ন করবে কেন খেলার সুযোগ পাচ্ছে না। এই কারণেই সবাইকে খুশি রাখা সম্ভব নয়। দলের লক্ষ্য কী, সেটার উপর জোর দেওয়াই ভালো।’
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।
আরও পড়ুন-
India Vs Afghanistan: ২ বার সুপার ওভার! চিন্নাস্বামীতে নাটকীয় ম্যাচে জয় ভারতের
Rohit Sharma: প্রথম ব্যাটার হিসেবে আন্তর্জাতিক টি-২০ ম্যাচে ৫টি শতরান রোহিতের