Indian Cricket Team: বিশেষ করে বিরাট কোহলি এবং রোহিত শর্মা রাঁচিতে বড় রান পেতেই, কোচ এবং প্রধান নির্বাচকের সঙ্গে জরুরি বৈঠকে বসেন বোর্ড কর্তারা। 

Indian Cricket Team: বিসিসিআই-এর কড়া বার্তা। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে চলতি একদিনের সিরিজ়ের মাঝেই টিম ইন্ডিয়ার হেডকোচ গৌতম গম্ভীর এবং প্রধান নির্বাচক অজিত আগরকারকে তলব করল ভারতীয় ক্রিকেট বোর্ড (indian cricket team news)। 

কঠিন প্রশ্নের মুখে পড়তে হয়েছে গম্ভীর-আগরকারকে

বিশেষ করে বিরাট কোহলি এবং রোহিত শর্মা রাঁচিতে বড় রান পেতেই, কোচ এবং প্রধান নির্বাচকের সঙ্গে জরুরি বৈঠকে বসেন বোর্ড কর্তারা। বিসিসিআই সূত্রে জানা গেছে, দুজনকেই সোমবার বৈঠকে ডেকে পাঠানো হয়। সেখানে বেশ কিছু কঠিন প্রশ্নের মুখে পড়তে হয়েছে গম্ভীর-আগরকারকে (indian cricket team coach)। 

সেইসঙ্গে, একাধিক ব্যাখ্যাও চাওয়া হয়েছে এই দুজনের কাছ থেকে। জানা যাচ্ছে, গম্ভীর এবং আগরকারের কাছে জানতে চাওয়া হয় যে, কোহলি এবং রোহিতের সঙ্গে তাদের কি কোনও দূরত্ব তৈরি হয়েছে? 

আগরকারের সঙ্গে কথা বলাও বন্ধ করে দিয়েছেন রোহিত শর্মা

কারণ, শোনা যাচ্ছে যে, গত অক্টোবর মাসে, অস্ট্রেলিয়া সফরের সময় থেকে দলের কোচের সঙ্গে খুব একটা কথা বলছেন না কোহলি। অন্যদিকে, একদিনের দলের নেতৃত্ব থেকে সরিয়ে দেওয়ার পর, আগরকারের সঙ্গে কথা বলাও বন্ধ করে দিয়েছেন রোহিত শর্মা। 

মাঠে এবং ড্রেসিংরুমের ভিতর তাদের বিভিন্ন ধরনের আচরণ দেখে সবকিছু স্বাভাবিক রয়েছে বলে একেবারেই মনে করছেন না বিসিসিআই কর্তারা। পরিষ্কার বোঝা যাচ্ছে, এই দুই সিনিয়র ক্রিকেটারের সঙ্গে এই দূরত্ব একেবারেই ভালোভাবে নিচ্ছেন না বিসিসিআই কর্তারা। 

এই বিষয়ে ইতিমধ্যেই গম্ভীর এবং আগরকারের কাছে ব্যাখ্যা চেয়েছেন বোর্ড কর্তারা। আসলে গত বেশ কিছুদিন ধরেই ক্রিকেটপ্রেমীদের পক্ষ থেকে বিদ্রুপ এবং কটাক্ষ চলছে গম্ভীর ও আগরকারকে ঘিরে।এইসব বিষয় একেবারেই ভালোভাবে নিচ্ছেন না বোর্ড কর্তারা। গম্ভীরের কিছু বক্তব্য এবং আচরণই এইসবের জন্য দায়ী বলে মনে করছে বিসিসিআই। 

শোনা যাচ্ছে, এই বিষয়গুলি নিয়েও সতর্ক করে দেওয়া হয়েছে ভারতীয় দলের হেডকোচকে।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।