Indian Cricket Team: বিরাট বার্তা দিলেন টিম ইন্ডিয়ার বোলিং কোচ মর্নি মর্কেল। প্রসঙ্গত, রবিবার থেকে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে শুরু হচ্ছে একদিনের ক্রিকেট সিরিজ।
Indian Cricket Team: বিরাট কোহলি এবং রোহিত শর্মা বিশ্বকাপের মঞ্চে মাঠে নামতে পারেন (indian cricket team news)। এবার বিরাট বার্তা দিলেন টিম ইন্ডিয়ার বোলিং কোচ মর্নি মর্কেল। প্রসঙ্গত, রবিবার থেকে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে শুরু হচ্ছে একদিনের ক্রিকেট সিরিজ (indian cricket team bowling coach)।
বিশ্বকাপে খেলবেন বিরাট-রোহিত?
তার আগে সাংবাদিক সম্মেলনে এসে মর্নি মর্কেল জানান, “দুর্দান্ত ক্রিকেটার ওরা দুজন। ওদের যতদিন ক্রিকেট খেলতে ভালো লাগে এবং ফিটনেস যদি সঠিক জায়গায় থাকে, তাহলে ততদিন তারা খেলে যেতে পারে। কারণ, আমি সবসময় বিশ্বাস করে এসেছি যে, এই ধরনের অভিজ্ঞতা সহজে খুঁজে পাওয়া মুশকিল। বিরাট এবং রোহিত প্রচুর ট্রফি জিতেছে। তাই ওরা খুব ভালো করেই জানে যে, বড় প্রতিযোগিতায় ঠিক কীভাবে খেলতে হয়। তাই ওরা যদি নিজেদের ফিটনেস ধরে রাখতে পারে এবং দুজনের শরীর যদি খেলার উপযুক্ত থাকে, তাহলে নিশ্চিতভাবে বলা যায় যে, অনেকদিন ধরে ওরা ক্রিকেট খেলতে পারবে। এমনকি, বিশ্বকাপেও খেলতে পারে বিরাট কোহলি এবং রোহিত শর্মা।"
কী বলছেন মর্নি মর্কেল?
অন্যদিকে, ইডেনে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে প্রথম টেস্টে ঘাড়ে চোট পান শুভমন গিল। ফলে, দ্বিতীয় টেস্টেও খেলতে পারেননি তিনি। এই প্রসঙ্গে ভারতের বোলিং কোচ বলেন, “চিকিৎসকরাই সবথেকে ভালো বলতে পারবেন এই বিষয়টা নিয়ে। শুভমানের শরীর ঠিক কেমন আছে? দুদিন আগেই ওর সঙ্গে আমার কথা হয়েছে। জিজ্ঞাসা করেছিলাম যে, কেমন আছ? ও বলল, ধীরে ধীরে সুস্থ হচ্ছে। এটা শুনে আমার খুব ভালো লেগেছে। শ্রেয়স আইয়ারও ইতিমধ্যেই রিহ্যাব শুরু করে দিয়েছে। তাই ওদের দুজনকেই দলে স্বাগত জানানোর জন্য আমরা তৈরি আছি। সবচেয়ে ভালো বিষয় হল যে, দুজনই সুস্থ আছে এবং দলে ফেরার জন্য প্রস্তুতি শুরু করে দিয়েছে।”
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।


