সংক্ষিপ্ত
কিছুদিন আগেই বিসিসিআই-এর বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করেছিলেন। এবার আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর ঘোষণা করলেন মুরলী বিজয়।
আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের কথা ঘোষণা করলেন ভারতীয় দলের প্রাক্তন ওপেনিং ব্যাটার মুরলী বিজয়। তামিলনাড়ুর ৩৮ বছর বয়সি এই ক্রিকেটার ভারতীয় দলের হয়ে শেষবার খেলার সুযোগ পান ২০১৮ সালে। দেশের মাটিতে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টেস্ট ম্যাচ খেলেন বিজয়। এরপর আর তিনি জাতীয় দলের হয়ে খেলার সুযোগ পাননি। ২০১৫ সালে শেষবার সীমিত ওভারের ফর্ম্যাটে খেলার সুযোগ পেয়েছিলেন এই ব্যাটার। ২০২০ সালে শেষবার আইপিএল-এ খেলার সুযোগ পান বিজয়। কাউন্টি ক্রিকেটে এসেক্স ও সমারসেটের হয়ে খেলেছেন এই ব্যাটার। কিন্তু প্রথম শ্রেণির ক্রিকেটে ভালো পারফরম্যান্স দেখানোর পরেও তিনি জাতীয় দলে প্রত্যাবর্তন ঘটাতে পারেননি। কিছুদিন আগেই বিসিসিআই-এর বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করে বিদেশের লিগে খেলার ইচ্ছাপ্রকাশ করেন বিজয়। এবার আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর ঘোষণা করার পর বিদেশের লিগে খেলতে পারেন এই ব্যাটার। তবে তিনি এবার কোথায় খেলবেন, সেটা এখনও জানা যায়নি।
সোশ্যাল মিডিয়া পোস্টে বিজয় লিখেছেন, ‘আজ আমি গভীর কৃতজ্ঞতা ও নম্রতার সঙ্গে সব ধরনের আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর ঘোষণা করছি। ২০০২ থেকে ২০১৮ পর্যন্ত বছরগুলি আমার জীবনের সবচেয়ে সুন্দর। ভারতের হয়ে সর্বোচ্চ পর্যায়ের ক্রিকেটে প্রতিনিধিত্ব করার সম্মান পেয়েছি আমি। আমাকে এই সুযোগ দেওয়ার জন্য বিসিসিআই, তামিলনাড়ু ক্রিকেট অ্যাসোসিয়েশন, চেন্নাই সুপার কিংস ও চেমপ্ল্যাস্ট স্যানমারের প্রতি আমি কৃতজ্ঞ।’
বিজয় আরও লিখেছেন, ‘আমার সব সতীর্থ, কোচ, মেন্টর ও সাপোর্ট স্টাফদের বলতে চাই, তোমাদের সবার সঙ্গে খেলার সুযোগ পেয়ে আমি ধন্য়। আমার স্বপ্নপূরণ করার ব্যাপারে সাহায্য করার জন্য তোমাদের ধন্যবাদ জানাই। ক্রিকেটপ্রেমীরা আন্তর্জাতিক ক্রিকেটে উত্থান-পতনের সময় আমার পাশে থেকেছেন। তোমাদের সঙ্গে কাটানো সময় আমি চিরকাল মনে রাখব। তোমাদের সাহায্যই চিরকাল আমার অনুপ্রেরণা হয়ে থেকেছে।’
পরিবারের লোকজন ও বন্ধুদের ধন্যবাদ জানিয়ে বিজয় লিখেছেন, ‘শেষে আমি পরিবার ও বন্ধুদের ধন্যবাদ জানাতে চাই। আমার কেরিয়ারজুড়ে পরিবার ও বন্ধুদের নিঃশর্ত ভালোবাসা সাহায্য পেয়েছি। তাঁরাই আমার শিরদাঁড়া। তাঁরা না থাকলে আমি আজ যে সাফল্য পেয়েছি সেটা কোনওদিন অর্জন করতে পারতাম না। এবার আমি বিশ্ব ক্রিকেটে নতুন সুযোগ পাওয়ার চেষ্টা করব। ব্যবসা করারও চেষ্টা করব। আমি নতুন পরিবেশে ক্রিকেট খেলব। আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেওয়ার পর এবার আমি নতুন কিছু করব।’
আরও পড়ুন-
তিতাস, শ্বেতারা ভবিষ্যতে ভারতের সিনিয়র দলের হয়ে খেলবেন, আশায় মিতালি রাজ
শেফালি, তিতাসদের অভিনন্দন বিসিসিআই কর্তাদের, ৫ কোটি টাকা পুরস্কার ঘোষণা
বোলারদের ভালোভাবে ব্যবহার করছেন অধিনায়ক হার্দিক, বললেন ভারতের বোলিং কোচ