সংক্ষিপ্ত

উইকেটকিপার-ব্যাটার ঋষভ পন্থ ও পেসার জসপ্রীত বুমরার অভাব অনুভব করছে ভারতীয় দল। এই ২ ক্রিকেটার দ্রুত ফিট হয়ে মাঠে ফেরার চেষ্টা করছেন। ওডিআই বিশ্বকাপে খেলাই তাঁদের লক্ষ্য।

ঋষভ পন্থ, জসপ্রীত বুমরা, কে এল রাহুল, শ্রেয়াস আইয়ার, ভারতীয় দলের একাধিক ক্রিকেটার একসঙ্গে চোটের কবলে। এই ৪ ক্রিকেটারের মধ্যে সবচেয়ে বেশিদিন ধরে মাঠের বাইরে বুমরা। গাড়ি দুর্ঘটনায় চোট পেয়ে প্রায় ৭ মাস মাঠের বাইরে ঋষভ। এবারের আইপিএল শুরু হওয়ার আগে চোট পান শ্রেয়াস। আইপিএল চলাকালীন চোট পেয়ে ছিটকে যান রাহুল। একসঙ্গে এতজন ক্রিকেটার চোট পেয়ে ছিটকে যাওয়ায় সমস্যায় পড়ে গিয়েছে ভারতীয় দল। তবে আশার কথা হল, এশিয়া কাপে খেলার চেষ্টা করছেন বুমরা। আগস্টে আয়ারল্যান্ডের বিরুদ্ধে সিরিজেই জাতীয় দলে ফেরার চেষ্টা করছেন এই পেসার। তিনি যদি ১০০ শতাংশ ফিট হয়ে এশিয়া কাপে খেলতে পারেন, তাহলে নিশ্চিতভাবেই ওডিআই বিশ্বকাপে খেলতে পারবেন। সেটা হলে ভারতের টিম ম্যানেজমেন্টের চিন্তা অনেকটা কমবে।

আগামী মাসে ওয়েস্ট ইন্ডিজ সফরে যাচ্ছে ভারতীয় দল। টেস্ট, ওডিআই সিরিজের জন্য দল ঘোষণা করা হলেও, টি-২০ সিরিজের দল এখনও ঘোষণা করা হয়নি। ৩ থেকে ১৩ আগস্ট পর্যন্ত চলবে সেই সিরিজ। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে টি-২০ সিরিজে হয়তো জাতীয় দলে ফিরতে পারবেন না বুমরা। তবে আগস্টেই আয়ারল্যান্ডের বিরুদ্ধে টি-২০ সিরিজে জাতীয় দলে ফেরার চেষ্টা করছেন বুমরা। আগস্টের ১৮, ২০ ও ২৩ তারিখ আয়ারল্যান্ডের বিরুদ্ধে টি-২০ ম্যাচ খেলবে ভারতীয় দল। এই সিরিজেই বুমরাকে জাতীয় দলে ফেরানোর চেষ্টা করছে ভারতের টিম ম্যানেজমেন্ট। ওডিআই বিশ্বকাপের জন্য বুমরাকে ম্যাচ ফিট করে তোলাই টিম ম্যানেজমেন্টের লক্ষ্য। ৫০ ওভারের ম্যাচ খেলতে নামার আগে টি-২০ ফর্ম্যাটে এই পেসারকে খেলিয়ে দেখে নিতে চাইছেন রোহিত শর্মা-রাহুল দ্রাবিড়রা। আয়ারল্যান্ডের বিরুদ্ধে সিরিজে ফিটনেসের প্রমাণ দিতে পারলে এশিয়া কাপ, ওডিআই বিশ্বকাপে খেলবেন বুমরা

টিম ম্যানেজমেন্ট বুমরাকে মাঠে ফেরানোর ব্যাপারে নির্বাচক, জাতীয় ক্রিকেট অ্যাকাডেমি ও বিসিসিআই কর্তাদের সঙ্গে আলোচনা করছে। ২০২২-এর সেপ্টেম্বর থেকে মাঠের বাইরে এই পেসার। ফলে তাঁর ব্যাপারে কোনওরকম ঝুঁকি নিতে নারাজ টিম ম্যানেজমেন্ট। নতুন করে যাতে চোট না পান বুমরা, সেটা নিশ্চিত করার চেষ্টা করা হবে। সেই কারণেই প্রথমে টি-২০ ফর্ম্যাটে খেলিয়ে এই পেসারকে ম্যাচ ফিট করে তুলে তারপর এশিয়া কাপ, ওডিআই বিশ্বকাপে খেলানোর লক্ষ্যে টিম ম্যানেজমেন্ট।

অন্যদিকে, জাতীয় ক্রিকেট অ্যাকাডেমিতে রিহ্যাব শুরু করেছেন রাহুল। তাঁর পক্ষে হয়তো এশিয়া কাপে খেলা সম্ভব হবে না। শ্রেয়াসের ফিটনেসের ব্যাপারে এখনও কোনও খবর পাওয়া যায়নি।

আরও পড়ুন-

Ravindra Jadeja: ক্রিকেট থেকে বিরতি, ঘোড়ায় চড়ে ঘুরছেন রবীন্দ্র জাদেজা

অনূর্ধ্ব-১২ পর্যায়ে একসঙ্গে খেলা শুরু, ১০ বছর পর ফের দেখা জেমাইমা রডরিগেজ-অর্জুন তেন্ডুলকরের

বাদ পড়লেন পূজারা, ওয়েস্ট ইন্ডিজ সফরে টেস্ট দলের সহ-অধিনায়ক রাহানে