লিটন দাসের পর শাকিব আল-হাসানকেও দলে নিল কলকাতা নাইট রাইডার্স।
IPL Auction Live Updates: আগামী আইপিএল-এ কলকাতায় শাকিব আল-হাসান, লিটন দাস
কোচিতে হচ্ছে আগামী মরসুমের আইপিএল-এর নিলাম। বাংলার ক্রিকেটপ্রেমীদের নজর কলকাতা নাইট রাইডার্সের দিকে। গত কয়েক মরসুম ধরে আইপিএল চ্যাম্পিয়ন হতে পারেনি কেকেআর। আগামী মরসুমে ভাল দল গড়ার লক্ষ্যে শাহরুখ খান, জুহি চাওলারা। এবারের আইপিএল নিলামের আগে কেকেআর ম্যানেজমেন্টের হাতে সবচেয়ে কম টাকা। নিলামের আগেই কয়েকজনকে দলে নিয়েছে কেকেআর। এবার নিলামে আরও কয়েকজনকে দলে নিতে হবে। হাতে যা টাকা আছে, তার মধ্যে থেকেই হিসেব করে কার্যকরী ক্রিকেটারদের দলে নেওয়াই লক্ষ্যে কেকেআর ম্যানেজমেন্টের। কেকেআর কেমন দল গড়ে, সেটা নিয়ে ক্রিকেটপ্রেমীদের আগ্রহ রয়েছে।
- FB
- TW
- Linkdin
দেড় কোটি টাকা দিয়ে অস্ট্রেলিয়ার অ্য়াডাম জাম্পাকে দলে নিল রাজস্থান রয়্যালস।
৫০ লক্ষ টাকায় পাঞ্জাবের ব্যাটার মনদীপ সিংকে দলে নিল কলকাতা নাইট রাইডার্স।
৫০ লক্ষ টাকায় বাংলাদেশের ব্যাটার লিটন দাসকে দলে নিল কলকাতা নাইট রাইডার্স।
দক্ষিণ আফ্রিকায় জন্ম, খেলেন নামিবিয়ার হয়ে। আইপিএল নিলামে ১ কোটি টাকা দিয়ে অলরাউন্ডার ডেভিড ওয়াইজিকে দলে নিল কলকাতা নাইট রাইডার্স।
৫০ লক্ষ টাকা দিয়ে অভিজ্ঞ অমিত মিশ্রকে দলে নিল লখনউ সুপার জায়ান্টস।
এবারের আইপিএল নিলামে এখনও পর্যন্ত মাত্র ২ ক্রিকেটারকে দলে নিয়েছে কলকাতা নাইট রাইডার্স। হাতে আছে ৫.৫৫ কোটি টাকা।
জম্মু ও কাশ্মীরের বাঁ হাতি ব্যাটার বিভ্রান্ত শর্মাকে ২.৬০ কোটি টাকায় দলে নিল সানরাইজার্স হায়দরাবাদ।
৭৫ লক্ষ টাকা দিয়ে অস্ট্রেলিয়ার ড্যানিয়েল স্যামসকে দলে নিল লখনউ সুপার জায়ান্টস।
৩.২ কোটি টাকা দিয়ে ইংল্যান্ডের উইল জ্যাকসকে দলে নিল রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর।
এখনও পর্যন্ত ১৮ জন ভারতীয় ও ১৪ জন বিদেশি ক্রিকেটার নিলাম থেকে বিভিন্ন আইপিএল দলে সুযোগ পেয়েছেন।
৬ কোটি টাকা দিয়ে শিবম মাভিকে দলে নিল গতবারের আইপিএল চ্যাম্পিয়ন গুজরাট টাইটানস।
৬০ লক্ষ টাকা দিয়ে বৈভব অরোরাকে দলে নিল কলকাতা নাইট রাইডার্স।
২ কোটি টাকা দিয়ে ইংল্যান্ডের লেগস্পিনার আদিল রশিদকে দলে নিল সানরাইজার্স হায়দরাবাদ।
এবারের আইপিএল নিলামে কলকাতা নাইট রাইডার্সের হাতে সবচেয়ে কম টাকা। এখনও পর্যন্ত কোনও ক্রিকেটারকে দলে নিতে পারল না কেকেআর।
নিকোলাস পুরানকে ১৬ কোটি টাকা দিয়ে দলে নিল লখনউ সুপার জায়ান্টস।
বেস প্রাইস ছিল ২ কোটি টাকা। শেষপর্যন্ত বেন স্টোকসের দর পৌঁছল ১৬.২৫ কোটি টাকায়। তাঁকে দলে নিল চেন্নাই সুপার কিংস।
আইপিএল নিলামে কোনও দল নিল না বাংলাদেশের ব্যাটার লিটন দাসকে।
১৭.৫ কোটি টাকায় ক্যামেরন গ্রিনকে দলে নিল মুম্বই ইন্ডিয়ান্স।
৫.৭৫ কোটি টাকায় জেসন হোল্ডারকে দলে নিল রাজস্থান রয়্যালস।