সংক্ষিপ্ত

এবারের আইপিএল-এর প্রথম ম্যাচে হেরে গিয়েছে চেন্নাই সুপার কিংস। এই ম্যাচে অধিনায়ক মহেন্দ্র সিং ধোনির পরিকল্পনা বিশেষ কাজে লাগেনি। তাঁর ভূমিকা নিয়ে প্রশ্ন উঠছে।

শুক্রবার ১৬-তম আইপিএল-এর প্রথম ম্যাচে 'ইমপ্যাক্ট প্লেয়ার রুল' কাজে লাগাতে গিয়ে ঠকে গিয়েছেন চেন্নাই সুপার কিংসের অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি। গুজরাট টাইটানসের ইনিংস শুরু হওয়ার আগে 'ইমপ্যাক্ট প্লেয়ার' হিসেবে তুষার দেশপাণ্ডেকে মাঠে নামান ধোনি। কিন্তু তাঁর এই কৌশল কাজে লাগেনি। প্রথম ২ ওভার বোলিং করে ২৯ রান দেন এই পেসার। ফলে তাঁকে আক্রমণ থেকে সরিয়ে নিতে বাধ্য হন ধোনি। পরে অবশ্য আবার তুষারকে বল করতে ডাকেন সিএসকে অধিনায়ক। তৃতীয় ওভারে একটি উইকেটও পান তুষার। কিন্তু ম্যাচের শেষ ওভারে বাউন্ডারি, ওভার-বাউন্ডারি দেন এই পেসার। ফলে সহজ জয় পায় গুজরাট টাইটানস। প্রথম ম্যাচেই হেরে সিএসকে-র আইপিএল অভিযানের শুরুটা ভালো হল না। 'ইমপ্যাক্ট প্লেয়ার' ব্যবহার নিয়ে ধোনির সমালোচনা করেছেন জাতীয় দলের প্রাক্তন সতীর্থ বীরেন্দ্র সেহবাগ।

ধোনির ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন সেহবাগ। তিনি বলেছেন, 'ধোনি যদি গুজরাট টাইটানসের ইনিংসের মাঝপথে মইন আলিকে দিয়ে বোলিং করাত, তাহলে তুষার দেশপাণ্ডেকে হয়তো ব্যবহার করতে হত না। তুষার প্রচুর রান দিয়েছে। ধোনি এরকম ভুল করবে এটা আশা করা যায় না। ও সাধারণত এই ভুল করে না। ডান হাতি ব্যাটাররা যখন ক্রিজে ছিল তখন একটু ঝুঁকি নিয়ে হলেও অফস্পিনারকে বোলিং আক্রমণে আনতেই পারত ধোনি।'

রঞ্জি ট্রফিতে বাংলার অধিনায়ক মনোজ তিওয়ারিও বলেছেন, তুষারকে যেভাবে ব্যবহার করা হয়েছে, তাতে তিনি অবাক হয়েছেন। রাজবর্ধন হাঙ্গারগেকরকে নতুন বলে আক্রমণে আনা উচিত ছিল বলে মত মনোজের। তিনি বলেছেন, ‘ইমপ্যাক্ট সাবস্টিটিউট তুষার দেশপাণ্ডেকে যখন নতুন বলে আক্রমণে আনা হল, তখন আমি অবাক হয়ে গিয়েছিলাম। ঘরোয়া ক্রিকেটে ও বেশিরভাগ সময়ই ম্যাচের পরের দিকে বোলিং আক্রমণে আসে। আমার মনে হয়, ওরা রাজবর্ধন হাঙ্গারগেকরকে নতুন বলে আক্রমণে আনতে পারত।’

ধোনি অবশ্য ম্যাচ হারার পর বলেন, 'আমার মনে হয় রাজবর্ধন হাঙ্গারগেকরের বলে গতি আছে। যত সময় যাবে ও উন্নতি করবে। আমাদের দলের সব বোলারই আরও ভালো পারফরম্যান্স দেখাতে পারে। নো-বল এমন একটি ব্যাপার যা নিয়ন্ত্রণ করা সম্ভব নয়। নো-বল যাতে না হয় সেই চেষ্টা করতে হবে। আমার মনে হয়েছিল দলে দু'জন বাঁ হাতি থাকলে ভালো হয়। সেই কারণেই ওদের দলে রেখেছিলাম। শিবম মাভিকে ব্যবহার করা যেত। তবে আমি বোলারদের পারফরম্যান্সে খুশি।'

আরও পড়ুন-

চোট পেয়ে আইপিএল থেকে ছিটকে গেলেন কেন উইলিয়ামসন

প্রথম ৭ ম্যাচে হ্যাজেলউডকে পাচ্ছে না আরসিবি

ফিল্ডিং করতে গিয়ে উল্টে পড়লেন বয়স্ক ব্যক্তি