সংক্ষিপ্ত

এবারের আইপিএল-এ যে শ্রেয়াস আইয়ারের পক্ষে খেলা সম্ভব হবে না সেটা আগেই জানা গিয়েছিল। এবার বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল থেকেও ছিটকে গেলেন এই ব্যাটার।

কয়েকদিন আগেই জানা গিয়েছিল, এখনই অস্ত্রোপচার করাতে রাজি নন শ্রেয়াস আইয়ার। জাতীয় ক্রিকেট অ্যাকাডেমিতে রিহ্যাবের মাধ্যমে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের আগে ফিট হয়ে উঠতে চাইছেন এই ব্যাটার। কিন্তু মঙ্গলবার বিসিসিআই সূত্রে জানা গেল, বিদেশে অস্ত্রোপচার করাতে যাচ্ছেন শ্রেয়াস। ফলে তাঁর পক্ষে আইপিএল-এর কোনও ম্যাচেই খেলা সম্ভব হবে না। এমনকী, বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালেও খেলতে পারবেন না শ্রেয়াস। অন্তত ৫ মাস মাঠের বাইরে থাকতে হবে এই ব্যাটারকে। বিশ্ব টেস্ট চ্যআম্পিয়নশিপ ফাইনাল শুরু হবে ৭ জুন। ফলে সেই ম্যাচে শ্রেয়াসের খেলার কোনও সম্ভাবনা নেই। অক্টোবরে দেশের মাটিতে ওডিআই বিশ্বকাপ শুরু হচ্ছে। বিশ্বকাপেও অনিশ্চিত হয়ে পড়লেন শ্রেয়াস। এ প্রসঙ্গে এক বিসিসিআই কর্তা বলেছেন, ‘বিদেশে অস্ত্রোপচার করাতে যাচ্ছে শ্রেয়াস। ওকে অন্তত ৫ মাস মাঠের বাইরে থাকতে হবে। তারপর ও আবার খেলা শুরু করতে পারবে বলে আশা করা হচ্ছে।’

কোমরের চোট গত কয়েক মাস ধরেই ভোগাচ্ছে শ্রেয়াসকে। ২০২২-এর ডিসেম্বরে বাংলাদেশ সফরে চোট পান এই ব্যাটার। তিনি চোট সারিয়ে মাঠে ফিরলেও, আমেদাবাদে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সিরিজের চতুর্থ টেস্ট ম্যাচে ব্যাটিং করতে পারেননি। এরপর অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ওডিআই সিরিজেও খেলতে পারেননি শ্রেয়াস। তাঁর পরিবর্তে নীতীশ রানাকে অন্তর্বর্তী অধিনায়ক নির্বাচিত করে কলকাতা নাইট রাইডার্স। শ্রেয়াস ফিট হয়ে আইপিএল-এর দ্বিতীয়ার্ধে মাঠে ফিরলে তিনিই অধিনায়ক হতেন। কিন্তু বর্তমান পরিস্থিতিতে এবারের আইপিএল-এর সব ম্যাচেই কেকেআর-এর নেতৃত্বে থাকতে পারেন নীতীশ।

বিসিসিআই সূত্রে খবর, অস্ত্রোপচার করাতে লন্ডন যেতে পারেন শ্রেয়াস। কিছুদিন আগেই নিউজিল্যান্ডে গিয়ে অস্ত্রোপচার করিয়েছেন ভারতীয় দলের পেসার জসপ্রীত বুমরা। অপর এক পেসার প্রসিদ্ধ কৃষ্ণও নিউজিল্যান্ডে গিয়ে অস্ত্রোপচার করান। তবে হার্দিক পান্ডিয়া লন্ডনে অস্ত্রোপচার করাতে গিয়েছিলেন। শ্রেয়াসও লন্ডনেই যাচ্ছেন। এই ব্যাটার কবে লন্ডন যাবেন সেটা অবশ্য এখনও জানা যায়নি।

অস্ত্রোচার না করে অন্য কোনও উপায়ে চোট সারানো যায় কি না, সেই চেষ্টা করছিলেন শ্রেয়াস। জাতীয় ক্রিকেট অ্যাকাডেমিতে রিহ্যাব করাতে যান তিনি। কিন্তু অস্ত্রোপচার না করালে তাঁকে আরও বেশিদিন মাঠের বাইরে থাকতে হত। সেটা বুঝতে পেরেই অস্ত্রোপচার করানোর সিদ্ধান্ত নিলেন এই ক্রিকেটার। বিসিসিআই মেডিক্যাল টিম শ্রেয়াসের চিকিৎসার বিষয়ে আলোচনা চালাচ্ছে। এই ক্রিকেটার কবে অস্ত্রোপচার করাতে যাবেন, সেটা বিসিসিআই ঠিক করবে।

আরও পড়ুন-

আইপিএল-এ দিল্লি ক্যাপিটালসের হয়ে অভিষেক বাংলার অভিষেক পোড়েলের

আইপিএল থেকে ছিটকে গেলেন রজত পতিদার

বিমানেই কেক কেটে বিবাহবার্ষিকী পালন গুজরাট টাইটানসের কোচ আশিস নেহরার