সংক্ষিপ্ত
একটা জয়ই কলকাতা নাইট রাইডার্স শিবিরের আত্মবিশ্বাস অনেক বাড়িয়ে দিয়েছে। রবিবার গুজরাট টাইটানসের বিরুদ্ধেও জয় ছাড়া অন্য কিছু ভাবছে না নীতীশ রানার দল।
ঘরের মাঠে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের বিরুদ্ধে যে কৌশলে জয় এসেছে, রবিবার গুজরাট টাইটানসের বিরুদ্ধে অ্যাওয়ে ম্যাচেও সেই কৌশলই কাজে লাগাতে চাইছে কলকাতা নাইট রাইডার্স। 'ইমপ্যাক্ট প্লেয়ার' ১৯ বছরের লেগ-স্পিনার সূযশ শর্মার উপর ভরসা করছে দল। ইডেনে অসাধারণ পারফরম্যান্স দেখানো বরুণ চক্রবর্তী, অভিজ্ঞ সুূনীল নারিনও আছেন। ৩ স্পিনারকে দিয়েই হার্দিক পান্ডিয়ার দলের ব্যাটিং লাইনআপে ধস নামাতে চাইছে কেকেআর। শনিবার কেকেআর-এর বোলিং কোচ ভরত অরুণ জানিয়েছেন, তাঁরা গুজরাটের বিরুদ্ধে ৩ 'মিস্ট্রি স্পিনার'-কে কাজে লাগাবেন। সাংবাদিকদের মুখোমুখি হয়ে অরুণ বলেছেন, ‘ইমপ্যাক্ট প্লেয়ার রুল চালু হওয়ায় আমাদের অনেক সুবিধা হয়েছে। আমরা ৩ জন মিস্ট্রি স্পিনারকে খেলানোর সুবিধা পাচ্ছি। রবিবারও আমরা সেভাবেই খেলব।’
ইডেনে আরসিবি-কে ১২৩ রানে অলআউট করে দেয় কেকেআর। আইপিএল-এ প্রথম ম্যাচ খেলতে নেমেই দুর্দান্ত পারফরম্যান্স দেখান সূযশ। ৩ উইকেট নেন এই তরুণ স্পিনার। তাঁর প্রশংসা করে কেকেআর-এর বোলিং কোচ বলেছেন, 'ভেঙ্কটেশ আইয়ারের পরিবর্তে সূযশ শর্মাকে মাঠে নামানোর সিদ্ধান্ত অসাধারণ ছিল। রবিবারও আমরা এরকম কোনও সিদ্ধান্ত নিতে পারি। আমরা সূযশের মধ্যে সম্ভাবনা দেখেছিলাম। সেই কারণেই ওকে দলে নিই আমরা। ওকে দু'টি ম্যাচে খেলতে দেখি আমরা। ও সেই ম্যাচগুলিতে দারুণ পারফরম্যান্স দেখায়। ওর শুরুটা স্বপ্নের মতো হয়েছে। ও এরপর আরও অনেক সুযোগ পাবে। ওর দারুণ পারফরম্যান্স দেখানো উচিত। তবে ও পরিস্থিতির সঙ্গে কতটা মানিয়ে নিতে পারবে সেটা সময়ই বলে দেবে।'
অধিনায়ক নীতীশ রানা এবারের আইপিএল-এ এখনও পর্যন্ত উল্লেখযোগ্য পারফরম্যান্স দেখাতে পারেননি। তবে তাঁর পাশে দাঁড়িয়ে বোলিং কোচ বলেছেন, 'ওর বয়স কম। ওর ক্রিকেট-বুদ্ধি খুব ভালো। সেই কারণেই আমরা ওকে অধিনায়ক হিসেবে বেছে নিয়েছি। আমরা আত্মবিশ্বাসী, ও নিশ্চয়ই দলের জন্য ভালো কাজ করবে।'
বাংলাদেশের তারকা অলরাউন্ডার শাকিব আল-হাসানের পরিবর্তে ইংল্যান্ডের ব্যাটার জেসন রয়কে নিয়েছে কেকেআর। এই ব্যাটার দলে যোগ দিয়েছেন। গুজরাটের বিরুদ্ধে তাঁকে খেলানো হতে পারে। এ প্রসঙ্গে অরুণ বলেছেন, ‘জেসন রয় দলে যোগ দেওয়ায় খুব ভালো হয়েছে। ও দুর্দান্ত খেলোয়াড়। ও আমাদের দলের শক্তি বাড়াবে। আমরা সবাই ওকে নিয়ে আশাবাদী।’
প্রথম ম্যাচে পাঞ্জাব কিংসের কাছে ডাকওয়ার্থ-লুইস নিয়মে ৭ রানে হেরে গেলেও, পরের ম্যাচেই আরসিবি-কে হারিয়ে ঘুরে দাঁড়িয়েছে কেকেআর। ধারাবাহিকতা বজায় রাখাই লক্ষ্য দলের।
আরও পড়ুন-
দিল্লির বিরুদ্ধে সহজ জয় রাজস্থানের
আল্লু অর্জুনকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন ডেভিড ওয়ার্নার ও তাঁর মেয়ে
প্রথম ওভারে ২০! দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে নজির যশস্বী জয়সোয়ালের