সংক্ষিপ্ত

রবিবাসরীয় বিকেলে বেঙ্গালুরুর এম চিন্নাস্বামী স্টেডিয়ামে রাজায়-রাজায় লড়াই। রাজস্থান রয়্যালসের মুখোমুখি হয়েছে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর।

নিয়মিত অধিনায়ক ফাফ ডু প্লেসি খেলা সত্ত্বেও ফের রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের অধিনায়ক হিসেবে দেখা গেল বিরাট কোহলিকে। রবিবার রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে আরসিবি-কে নেতৃত্ব দিচ্ছেন বিরাট। তবে ব্যাটার হিসেবে এই ম্যাচে একেবারেই ভালো পারফরম্যান্স দেখাতে পারলেন না আরসিবি অধিনায়ক। রাজস্থানের পেসার ট্রেন্ট বোল্টের প্রথম বলেই এলবিডব্লু হয়ে যান বিরাট। ম্যাচের প্রথম বলেই অধিনায়কের উইকেট হারিয়ে চাপে পড়ে যায় আরসিবি। তবে পরিস্থিতি সামাল দেন ওপেনার ডু প্লেসি ও ৪ নম্বরে ব্যাটিং করতে নামা গ্লেন ম্যাক্সওয়েল। তাঁদের দাপটেই বড় স্কোর করতে সক্ষম হল আরসিবি। ডু প্লেসি ৩৯ বলে ৬২ রান করেন। তাঁর ইনিংসে ছিল ৮টি বাউন্ডারি ও ২টি ওভার-বাউন্ডারি। ম্যাক্সওয়েল ৪৪ বলে ৭৭ রান করেন। তাঁর ইনিংসে ছিল ৬টি বাউন্ডারি ও ৪টি ওভার-বাউন্ডারি। এই দুই ব্যাটার ছাড়া আরসিবি-র আর কেউ বড় স্কোর করতে পারেননি। নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেটে ১৮৯ রান করল আরসিবি।

এদিন ম্যাচের শুরুটা দেখে উদ্বিগ্ন হয়ে পড়েছিলেন আরসিবি সমর্থকরা। প্রথম বলে বিরাট আউট হয়ে যাওয়ার পর তৃতীয় ওভারেই আউট হয়ে যান ৩ নম্বরে ব্যাটিং করতে নামা শাহবাজ আহমেদ (২)। এরপর ইনিংসের হাল ধরেন ম্যাক্সওয়েল ও ডু প্লেসি। ১২ রানে ২ উইকেট থেকে তাঁরা দলের স্কোর পৌঁছে দেন ১৩৯ রানে। এরপর অবশ্য আর কোনও ব্যাটার বড় স্কোর করতে পারেননি। মহীপাল লোমরোর করেন ৮ রান। ১৬ রান করেন দীনেশ কার্তিক। ২ বল খেলে ০ রানে আউট হয়ে যান সূযশ প্রভুদেশাই। ৬ রান করেন ওয়ানিন্দু হাসারঙ্গা। ৪ রান করে অপরাজিত থাকেন ডেভিড উইলি। প্রথম বলেই আউট হয়ে যান বিজয়কুমার বিশাক। ১ রান করে অপরাজিত থাকেন মহম্মদ সিরাজ

রাজস্থানের বোলারদের মধ্যে ৪১ রান দিয়ে ২ উইকেট নেন বোল্ট। ৪৯ রান দিয়ে ২ উইকেট নেন সন্দীপ শর্মা। ৩৬ রান দিয়ে ১ উইকেট নেন রবিচন্দ্রন অশ্বিন। ২৮ রান দিয়ে ১ উইকেট নেন যুজবেন্দ্র চাহাল। আরসিবি-র ইনিংসের শেষ ওভারে পরপর ২ বলে কার্তিক ও বিশাককে আউট করেন সন্দীপ।

এই ম্যাচ শুরু হওয়ার আগে পর্যন্ত ৬ ম্যাচে ৮ পয়েন্ট নিয়ে শীর্ষে ছিল রাজস্থান। ৬ ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে ৬ নম্বরে আরসিবি। জয় পেলে শীর্ষস্থান ধরে রাখবে রাজস্থান।

আরও পড়ুন-

সচিনই টেকনিক্যালি সেরা ব্যাটার, মত দিল্লি ক্যাপিটালসের কোচ পন্টিংয়ের

Sachin Tendulkar: জীবনের ইনিংসে হাফ সেঞ্চুরি মাস্টার ব্লাস্টার সচিন তেন্ডুলকরের

IPL 2023: ওয়াংখেড়ে স্টেডিয়ামে কেক কেটে আগাম জন্মদিন পালন সচিন তেন্ডুলকরের