- Home
- Sports
- Cricket
- IPL 2023: লখনউয়ের কাছে মুম্বইয়ের হার, কলকাতা নাইট রাইডার্সের প্লে-অফে যাওয়া কতটা কঠিন?
IPL 2023: লখনউয়ের কাছে মুম্বইয়ের হার, কলকাতা নাইট রাইডার্সের প্লে-অফে যাওয়া কতটা কঠিন?
- FB
- TW
- Linkdin
চলতি আইপিএল-এ কলকাতা নাইট রাইডার্সের প্লে-অফের যোগ্যতা অর্জন করা অত্যন্ত কঠিন
১৩ ম্যাচে ১২ পয়েন্ট নিয়ে ৭ নম্বরে কলকাতা নাইট রাইডার্স। নীতীশ রানা, রিঙ্কু সিংদের নেট রান নেট -০.২৫৬। এই পরিস্থিতিতে প্লে-অফের যোগ্যতা অর্জন করা অত্যন্ত কঠিন। শেষ ম্যাচে লখনউ সুপার জায়ান্টসের বিরুদ্ধে শুধু বড় ব্যবধানে জিতলেই চলবে না, অন্য ম্যাচগুলির ফলের দিকেও তাকিয়ে থাকতে হবে।
ইডেন গার্ডেন্সে কলকাতা নাইট রাইডার্সকে হারালেই প্লে-অফে পৌঁছে যাবে লখনউ সুপার জায়ান্টস
মুম্বই ইন্ডিয়ানসকে হারানোর পর ১৩ ম্যাচে ১৫ পয়েন্ট নিয়ে ৩ নম্বরে লখনউ সুপার জায়ান্টস। ইডেন গার্ডেন্সে কলকাতা নাইট রাইডার্সকে হারাত পারলেই প্লে-অফে পৌঁছে যাবে ক্রুণাল পান্ডিয়ার দল। কিন্তু হেরে গেলে প্লে-অফে যাওয়া অনিশ্চিত।
প্লে-অফের যোগ্যতা অর্জন করার লড়াইয়ে চাপে পড়ে গিয়েছে মুম্বই ইন্ডিয়ানস
লখনউ সুপার জায়ান্টসের কাছে হারের পর ১৩ ম্যাচে ১৪ পয়েন্ট নিয়ে ৪ নম্বরে মুম্বই ইন্ডিয়ানস। প্লে-অফের যোগ্যতা অর্জন করতে হলে শেষ ম্যাচ জিততেই হবে রোহিত শর্মার দলকে। নেট রান রেটও ভালো রাখতে হবে।
শেষ ম্যাচে দিল্লি ক্যাপিটালসকে হারালেই প্লে-অফে পৌঁছে যাবে চেন্নাই সুপার কিংস
১৩ ম্যাচে ১৫ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে চেন্নাই সুপার কিংস। লিগ পর্যায়ের শেষ ম্যাচে দিল্লি ক্যাপিটালসের মুখোমুখি হবে মহেন্দ্র সিং ধোনির দল। সেই ম্যাচ জিতলেই প্লে-অফে যাওয়া নিশ্চিত। কিন্তু হেরে গেলে সমস্যা হতে পারে।
শেষ ২ ম্যাচ জিতলেই প্লে-অফের যোগ্যতা অর্জন করতে পারে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর
১২ ম্যাচে ১২ পয়েন্ট নিয়ে ভালো জায়গায় রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। শেষ ২ ম্যাচ জিতলে বিরাট কোহলি, ফাফ ডু প্লেসিদের পয়েন্ট হবে ১৬। সেক্ষেত্রে তাঁরা সহজেই প্লে-অফের যোগ্যতা অর্জন করতে পারেন। কিন্তু কোনও ম্যাচ হেরে গেলে বিপদ।
প্লে-অফের যোগ্যতা অর্জন করতে হলে পাঞ্জাব কিংসকে রান রেট ভালো রাখতে হবে
১২ ম্যাচে ১২ পয়েন্ট পেয়ে প্লে-অফের দৌড়ে ভালোভাবেই আছে পাঞ্জাব কিংস। তবে প্লে-অফ খেলা নিশ্চিত করতে হলে শেষ ২ ম্যাচ জেতার পাশাপাশি নেট রান রেটও ভালো রাখতে হবে।
রাজস্থান রয়্যালসের প্লে-অফের যোগ্যতা অর্জন করা অত্যন্ত কঠিন হয়ে গিয়েছে
১৩ ম্যাচে ১২ পয়েন্ট নিয়ে অত্যন্ত চাপে রাজস্থান রয়্যালস। শেষ ম্যাচে শুধু বড় ব্যবধানে জিতলেই হবে না, অন্য ম্যাচের ফলের দিকেও তাকিয়ে থাকতে হবে। পরিস্থিতি যা তাতে যশস্বী জয়সোয়াল, যুজবেন্দ্র চাহালরা অসাধারণ পারফরম্যান্স দেখিয়েও হয়তো প্লে-অফে খেলতে পারবেন না।