সংক্ষিপ্ত
ওডিআই বিশ্বকাপ শেষ হওয়ার পরেই আগামী বছরের আইপিএল-এর প্রস্তুতি শুরু করে দিয়েছেন বিসিসিআই কর্তার। আড়াই সপ্তাহ পরেই হতে চলেছে আইপিএল-এর নিলাম। প্রস্তুতি শুরু করে দিয়েছে ফ্র্যাঞ্চাইজিগুলি।
শুক্রবার আইপিএল-এর নিলামের জন্য ক্রিকেটারদের নামের তালিকা চূড়ান্ত হয়ে গেল। ১৯ ডিসেম্বর দুবাইয়ে হবে আইপিএল-এর নিলাম। মোট ১,১৬৬ জন ক্রিকেটার এবারের আইপিএল-এর নিলামে থাকছেন। এর মধ্যে ৮৩০ জন ভরতীয় ক্রিকেটার এবং ৩৩৬ জন বিদেশি ক্রিকেটার। বাংলাদেশ, শ্রীলঙ্কার ক্রিকেটাররাও নিলামে থাকছেন। দক্ষিণ আফ্রিকা, ওয়েস্ট ইন্ডিজ, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ডের ক্রিকেটাররা আইপিএল-এর প্রথম মরসুম থেকেই খেলছেন। এবারের নিলামেও তাঁরা আছেন। এছাড়া আফগানিস্তান, জিম্বাবোয়ে, নামিবিয়া, নেপাল, নেদারল্যান্ডস, স্কটল্যান্ড, সংযুক্ত আরব আমিরশাহি ও মার্কিন যুক্তরাষ্ট্রের ক্রিকেটাররাও আইপিএল নিলামে থাকছেন। ২১২ ক্রিকেটার আন্তর্জাতিক ক্রিকেট খেলেছেন। ৯০৯ এখনও তাঁদের দেশের হয়ে খেলার সুযোগ পাননি। ৪৫ জন ক্রিকেটার আইসিসি-র অ্যাসোসিয়েট সদস্য দেশের। ভারতীয়দের মধ্যে ১৮ জন আন্তর্জাতিক ক্রিকেট খেলেছেন। সর্বাধিক ২ কোটি টাকা বেস প্রাইস হর্ষল প্যাটেল, কেদার যাদব, শার্দুল ঠাকুর ও উমেশ যাদবের।
বেস প্রাইসে এগিয়ে বিশ্বচ্যাম্পিয়নরা
সদ্য ওডিআই বিশ্বকাপ চ্যাম্পিয়ন হওয়া অস্ট্রেলিয়া দলের সদস্য জশ হ্যাডেলউড, ট্রেভিস হেড, মিচেল স্টার্ক, প্যাট কামিন্স, শন অ্যাবট, জশ ইনগ্লিস ও স্টিভ স্মিথের বেস প্রাইস ২ কোটি টাকা। ওডিআই বিশ্বকাপের অন্যতম সফল অলরাউন্ডার র্যাচিন রবীন্দ্রও আইপিএল-এর নিলামে আছেন। এই তরুণ ক্রিকেটারের বেস প্রাইস ৫০ লক্ষ টাকা।
আইপিএল-এ নেই জোফ্রা আর্চার
সম্প্রতি ইংল্যান্ডের পেসার জোফ্রা আর্চারকে ছেড়ে দিয়েছে মুম্বই ইন্ডিয়ানস। তিনি এবারের আইপিএল-এর নিলামেও থাকছেন না। ইংল্যান্ডের ক্রিকেটারদের মধ্যে থাকছেন আদিল রশিদ, হ্যারি ব্রুক, ডেভিড মালান, স্যাম বিলিংস, টম কারান, বেন ডাকেট, ক্রিস জর্ডান, টাইমাল মিলস, অলি পোপ, ফিলিপ সল্ট, ডেভিড উইলি, ক্রিস ওকসরা।
আইপিএল-এ থাকবে বাংলাদেশের ক্রিকেটাররা?
আইপিএল নিলামে বাংলাদেশের ক্রিকেটারদের মধ্যে থাকছেন মহম্মদ শরিফুল ইসলাম, হাসান মাহমুদ, মেহিদি হাসান মিরাজ, মুস্তাফিজুর রহমান, মাহমুদুল্লাহ ও তাসকিন আহমেদ। শুধু মুস্তাফিজুরেরই বেস প্রাইস ২ কোটি টাকা।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।
আরও পড়ুন-
Rinku Singh: রায়পুরে রিভার্স স্যুইপে বিশাল ছক্কা রিঙ্কুর, ভাইরাল ভিডিও
India Vs Australia: আন্তর্জাতিক টি-২০ ম্যাচে সবচেয়ে বেশি জয়, পাকিস্তানের রেকর্ড ভেঙে দিল ভারত