সংক্ষিপ্ত

কলকাতা নাইট রাইডার্স কি সহজেই তৃতীয় আইপিএল খেতাব জিততে চলেছে? চিপকে সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে ম্যাচের শুরুটা যেভাবে করেছে কেকেআর, তাতে জয় সময়ের অপেক্ষা বলেই মনে হচ্ছে।

বড় খেলোয়াড়রা গুরুত্বপূর্ণ ম্যাচেই জ্বলে ওঠেন। কলকাতা নাইট রাইডার্সের তারকা মিচেল স্টার্ক, আন্দ্রে রাসেলরাও ব্যতিক্রম নন। রবিবার চিপকে টসে হেরে কেকেআর অধিনায়ক শ্রেয়াস আইয়ার বলেছিলেন, তাঁরা টসে জিতলে প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্তই নিতেন। অধিনায়ক কেন এ কথা বলেছিলেন, সেটা দেখিয়ে দিলেন স্টার্ক, রাসেল, বরুণ চক্রবর্তীরা। টসে জিতে প্রথমে ব্যাটিং করতে নেমে ডুবল সানরাইজার্স হায়দরাবাদ। কেকেআর-এর ভয়ঙ্কর বোলিং আক্রমণের সামনে গুঁড়িয়ে গেল হায়দরাবাদের তথাকথিত শক্তিশালী ব্যাটিং লাইন-আপ। প্রথম ওভার থেকেই উইকেটের পতন শুরু হয়। শেষপর্যন্ত ১৮.৩ ওভারে ১১৩ রানে অলআউট হয়ে গেল হায়দরাবাদ।

কেকেআর-এর অনবদ্য বোলিং

এদিন হায়দরবাদের ইনিংসের পঞ্চম বলেই অভিষেক শর্মাকে বোল্ড করে দেন স্টার্ক। দ্বিতীয় ওভারের শেষ বলে বৈভব অরোরার শিকার হন ট্রেভিস হেড। ৬ রানের মধ্যে ২ উইকেট খুইয়ে বসে হায়দরাবাদ। এরপর পঞ্চম ওভারে স্টার্কের দ্বিতীয় শিকার হন রাহুল ত্রিপাঠি। এরপর সপ্তম ওভারে নীতীশ রেড্ডিকে আউট করে হায়দরাাদের ইনিংসে চতুর্থ ধাক্কা দেন হর্ষিত রানা। বিপজ্জনক হয়ে ওঠার আগেই এইডেন মার্করামকে ফিরিয়ে দেন রাসেল। শাহবাজ আহমেদকে ফিরিয়ে দেন বরুণ চক্রবর্তী। রাসেলের দ্বিতীয় শিকার হন ইমপ্যাক্ট সাব আবদুল সামাদ। হর্ষিতের দ্বিতীয় শিকার হন হেইনরিক ক্লাসেন। জয়দেব উনাদকাটকে ফিরিয়ে দেন সুনীল নারিন। রাসেলের তৃতীয় শিকার হন হায়দরাবাদের অধিনায়ক প্যাট কামিন্স। ৩ ওভারে ১৪ রান দিয়ে ২ উইকেট নেন স্টার্ক। ৩ ওভারে ২৪ রান দিয়ে ১ উইকেট বৈভবের। ৪ ওভারে ১টি মেডেন-সহ ২৪ রান দিয়ে ২ উইকেট হর্ষিতের। ৪ ওভারে ১৬ রান দিয়ে ১ উইকেট নিয়েছেন নারিন। ২.৩ ওভারে ১৯ রান দিয়ে ৩ উইকেট নেন রাসেল। ২ ওভারে ৯ রান দিয়ে ১ উইকেট নেন বরুণ।

হায়দরাবাদের ব্যাটিং ব্যর্থতা

হায়দরাবাদের ইনিংসে মাত্র ৪ জন ব্যাটার ২ অঙ্কের রান করতে সক্ষম হন। সর্বাধিক ২৪ রান করেন কামিন্স। মার্করাম করেন ২০ রান। ক্লাসেন ১৬ ও নীতীশ ১৩ রান করেন।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

আরও পড়ুন-

IPL 2024 Final KKR Vs SRH: সবচেয়ে বেশিবার আইপিএল ফাইনাল খেলা দলগুলির তালিকায় কত নম্বরে কেকেআর?

IPL Final 2024 KKR Vs SRH: ঘূর্ণিঝড়ের আতঙ্ক, লক্ষাধিক টাকা দিয়ে টিকিট কেটেও চেন্নাই যাওয়া হল না হাওড়ার কেকেআর সমর্থকদের

IPL 2024 Final KKR Vs SRH: এবারের আইপিএল চ্যাম্পিয়ন হলে কত টাকা পাবে কেকেআর?