সংক্ষিপ্ত
এবারের আইপিএল-এ অধিনায়ক বদল হলেও, ভালো পারফরম্যান্স দেখাচ্ছে গত ২ বার ফাইনাল খেলা গুজরাট টাইটানস। ভালোভাবেই দল পরিচালনা করছেন শুবমান গিল।
সানরাইজার্স হায়দরাবাদকে ৭ উইকেটে এবারের আইপিএল-এ দ্বিতীয় জয় পেল গতবারের রানার্স গুজরাট টাইটানস। টসে জিতে প্রথমে ব্যাটিং করতে নেমে ৮ উইকেটে ১৬২ রান করে হায়দরাবাদ। ৫ বল বাকি থাকতেই ৩ উইকেট হারিয়ে জয় ছিনিয়ে নিল গুজরাট। ব্যাটিংয়ে ভালো পারফরম্যান্স দেখালেন ঋদ্ধিমান সাহা, শুবমান গিল, সাই সুদর্শন ও ডেভিড মিলার। এই ৪ ব্যাটারই দলের জয় নিশ্চিত করে দেন। হায়দরাবাদের কোনও বোলারই ভালো পারফরম্যান্স দেখাতে পারলেন না। গুজরাটের বোলারদের মধ্যে সেরা পারফরম্যান্স দেখান অভিজ্ঞ পেসার মোহিত শর্মা। ৪ ওভার বোলিং করে ২৫ রান দিয়ে ৩ উইকেট নেন তিনি।
ব্যাটিং ব্যর্থতায় হার হায়দরাবাদের
এই ম্যাচে হায়দরাবাদের কোনও ব্যাটারই বড় স্কোর করতে পারেননি। সর্বাধিক ২৯ রান করেন অভিষেক শর্মা ও আবদুল সামাল। ওপেনার ময়ঙ্ক আগরওয়াল করেন ১৬ রান। ট্রেভিস হেড করেন ১৯ রান। এইডেন মার্করাম করেন ১৭ রান। হেইনরিক ক্লাসেন করেন ২৪ রান। শাহবাজ আহমেদ করে ২২ রান। প্রথম বলেই আউট হয়ে যান ওয়াশিংটন সুন্দর। ২ রান করে অপরাজিত থাকেন প্যাট কামিন্স। গুজরাটের বোলারদের মধ্যে মোহিতের ৩ উইকেটের পাশাপাশি ১ উইকেট করে নেন আজমাতুল্লাহ ওমরজাই, উমেশ যাদব, রশিদ খান ও নূর আহমেদ।
দুর্দান্ত ব্যাটিংয়ে জয় গুজরাটের
গুজরাটের ওপেনিং জুটিতে ঋদ্ধিমান ও শুবমান। ১৩ বলে ২৫ রান করেন ঋদ্ধিমান। ২৮ বলে ৩৬ রান করেন শুবমান। ৩৬ বলে ৪৫ রান করেন সুদর্শন। ২৭ বলে ৪৪ রান করে অপরাজিত থাকেন মিলার। ১৪ রান করে অপরাজিত থাকেন বিজয় শঙ্কর। হায়দরাবাদের হয়ে ১ উইকেট করে নেন ময়ঙ্ক মার্কণ্ডে ও কামিন্স। বোলিং ব্যর্থতায় হায়দরাবাদের হার নিশ্চিত হয়ে যায়।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।
আরও পড়ুন-
IPL 2024: বিফলে শিখর ধাওয়ানের লড়াই, লখনউয়ের কাছে ২১ রানে হার পাঞ্জাবের
IPL 2024: চিন্নাস্বামীতে কেকেআর-এর ব্যাটিং বিস্ফোরণ, ম্লান বিরাটের অসাধারণ ইনিংস
IPL 2024: আইপিএল-এ ঋষভ পন্থের শততম ম্যাচে নায়ক রিয়ান পরাগ, ফের হার দিল্লির