সংক্ষিপ্ত

প্রতিবারই বিপুল প্রত্যাশার চাপ নিয়ে আইপিএল শুরু করে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুুরু। কিন্তু গত ১৬ বছরে চূড়ান্ত সাফল্য পাননি বিরাট কোহলিরা। এবার তাঁরা ছবিটা বদলাতে মরিয়া।

২০০৮ সালে প্রথমবার চিপকে জয় পেয়েছিল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। সেটাই এখনও পর্যন্ত শেষ জয়। আইপিএল-এর উদ্বোধনী মরসুমে চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে প্রথম ম্যাচে জয় পায় আরসিবি। তারপর থেকেই চিপকে জয় অধরা। ঘরের মাঠে আরসিবি-র বিরুদ্ধে ৭ ম্যাচে জয় পেয়েছে সিএসকে। ফলে শুক্রবার এবারের আইপিএল-এর উদ্বোধনী ম্যাচ খেলতে নামার আগে মানসিকভাবে এগিয়ে রুতুরাজ গায়কোয়াড়, মহেন্দ্র সিং ধোনিরা। তবে এবার চিপকে রেকর্ড বদলাতে মরিয়া ফাফ ডু প্লেসি, বিরাট কোহলিরা। প্রথম আইপিএল-এ তাঁরা যেভাবে সিএসকে-র বিরুদ্ধে জয় পেয়েছিলেন, এবারও সেই পারফরম্যান্সই দেখাতে চান। সিএসকে-র অধিনায়ক হিসেবে প্রথম ম্যাচে রুতুরাজ চাপে থাকবেন। এই সুযোগই কাজে লাগাতে চান বিরাটরা।

চিপকে ১৬ বছরের জয়ের খরা আরসিবি-র

২০০৮ সালে আইপিএল-এ সিএসকে-র বিরুদ্ধে প্রথম ম্যাচে ১৪ রানে জয় পায় আরসিবি। প্রথমে ব্যাটিং করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ১২৬ রান করে আরসিবি। ৩৯ বলে ৪৭ রান করেন রাহুল দ্রাবিড়। জবাবে ৮ উইকেটে ১১২ রান করেই থেমে যায় সিএসকে। ৪ ওভার বোলিং করে ১৪ রান দিয়ে ৩ উইকেট নেন অনিল কুম্বলে। শুক্রবার সেই ম্যাচেরই পুনরাবৃত্তির লক্ষ্যে বিরাটরা।

আইপিএল-এ সিএসকে-র বিরুদ্ধে খারাপ রেকর্ড আরসিবি-র

আইপিএল-এ এখনও পর্যন্ত ৩১ বার সিএসকে-র মুখোমুখি হয়েছে আরসিবি। এর মধ্যে ২০ ম্যাচে জয় পেয়েছে সিএসকে। ১০ ম্যাচে জয় পেয়েছে আরসিবি। একটি ম্যাচের ফল নির্ধারণ করা যায়নি। চিপকে গত মরসুমের লড়াইয়ে ৮ রানে জয় পান ধোনিরা। সেই ম্যাচে ভালো পারফরম্যান্স দেখিয়েছিলেন ডেভন কনওয়ে। এবার চিপকে জয়ের খরা কাটানোর লক্ষ্যে বিশেষ পরিকল্পনা করে খেলতে নামছে আরসিবি। আইপিএল-এর উদ্বোধনী ম্যাচে জয় পেতে মরিয়া বিরাটরা।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

আরও পড়ুন-

IPL 2024: ব্যক্তিগত কারণ দেখিয়ে আইপিএল থেকে সরলেন রাজস্থান রয়্যালসের অ্যাডাম জাম্পা

MS Dhoni: অধিনায়কত্ব ছাড়লেন ধোনি, আবেগপ্রবণ চেন্নাই সুপার কিংস সমর্থকরা

IPL 2024: অধিনায়ক হিসেবে খেলছেন না ধোনি-রোহিত, আইপিএল-এ শুরু নতুন যুগ