সংক্ষিপ্ত

এক দশক পর আইপিএল চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্যে অভিযান শুরু করেছে কলকাতা নাইট রাইডার্স। মেন্টর হিসেবে প্রাক্তন অধিনায়ক গৌতম গম্ভীরের প্রত্যাবর্তন দলকে ভরসা দিচ্ছে।

গত মরসুমে যেখানে শেষ করেছিলেন, সেখান থেকেই এবারের আইপিএল শুরু করলেন রিঙ্কু সিং। ইডেন গার্ডেন্সে ফের আন্দ্রে রাসেলের ব্যাটিং তাণ্ডব দেখা গেল। ফিলিপ সল্ট, রমনদীপ সিংও দুর্দান্ত ব্যাটিং করলেন। ফলে সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে প্রথমে ব্যাটিং করতে নেমে বিশাল স্কোর করল কলকাতা নাইট রাইডার্স। নির্ধারিত ২০ ওভারের শেষে কেকেআর-এর স্কোর ৭ উইকেটে ২০৮। প্রথম দল হিসেবে এবারের আইপিএল-এ ২০০ রান পেরিয়ে গেল কেকেআর। এই বিশাল স্কোরের পর কেকেআর-এর জয় নিয়ে বিশেষ সংশয় নেই। ঘরের মাঠে প্রথম ম্যাচে জয় দিয়েই এবারের আইপিএল শুরু করতে চলেছেন রিঙ্কু-রাসেলরা।

হায়দরাবাদের বোলিং নিয়ে ছেলেখেলা কেকেআর-এর

ইডেনের পিচের চরিত্র বোধহয় বুঝতে পারেননি হায়দরাবাদের অধিনায়ক প্যাট কামিন্স। সেই কারণেই তিনি টসে জিতে প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন। ম্যাচের শুরুটা অবশ্য ভালোভাবেই করে হায়দরাবাদ। ৫১ রানে ৪ উইকেট খুইয়ে বসে কেকেআর। সুনীল নারিন (২), ভেঙ্কটেশ আইয়ার (৭), শ্রেয়াস আইয়ার (০), নীতীশ রানা (৯) লড়াই করতে পারেননি। তবে কেকেআর-কে ঘুরে দাঁড়াতে সাহায্য করেন রমনদীপ ও সল্ট। ওপেনার সল্ট ৪০ বলে ৫৪ রান করেন। ১৭ বলে ৩৫ রান করেন রমনদীপ। এরপর ১৫ বলে ২৩ রান করেন রিঙ্কু। ২৫ বলে ৬৪ রান করে অপরাজিত থাকেন রাসেল। তাঁর এই বিস্ফোরক ইনিংসে ছিল ৭টি ওভার-বাউন্ডারি ও ৩টি বাউন্ডারি। ৩ বলে ৬ রান করে অপরাজিত থাকেন মিচেল স্টার্ক।

টি নটরাজনের লড়াই

হায়দরাবাদের হয়ে ৩২ রান দিয়ে ৩ উইকেট নেন টি নটরাজন। ৩৯ রান দিয়ে ২ উইকেট নেন ময়ঙ্ক মার্কণ্ডে। ৩২ রান দিয়ে ১ উইকেট নেন কামিন্স। ৪ ওভারে ৫১ রান দেন ভুবনেশ্বর কুমার। ৩ ওভারে ৪০ রান দেন মার্কো জ্যানসেন।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

আরও পড়ুন-

IPL 2024: ঋষভ পন্থের প্রত্যাবর্তনের ম্যাচে দিল্লি ক্যাপিটালসের হার

Virat Kohli: প্রথম ভারতীয় হিসেবে টি-২০ ফর্ম্যাটে ১২,০০০ রান, নতুন নজির বিরাটের

IPL 2024, CSK Vs RCB: চিপকে খরা কাটল না আরসিবি-র, জয় দিয়েই আইপিএল শুরু সিএসকে-র