Hardik Pandya: খারাপ সময় দূর করার লক্ষ্যে সোমনাথ মন্দিরে পুজো হার্দিক পান্ডিয়ার
এবারের আইপিএল-এ মুম্বই ইন্ডিয়ানসের অধিনায়ক হিসেবে খেলছেন হার্দিক পান্ডিয়া। কিন্তু পুরনো দলে ফিরে ভালো পারফরম্যান্স দেখাতে পারছেন না এই অলরাউন্ডার। তাঁর অধিনায়কত্ব নিয়েও প্রশ্ন উঠেছে। মুম্বই ইন্ডিয়ানসের সমর্থকরা হার্দিকের পারফরম্যান্সে বিরক্ত।
| Published : Apr 05 2024, 11:43 PM IST
- FB
- TW
- Linkdin
ভারতের অন্যতম জ্যোতির্লিঙ্গ সোমনাথ মন্দিরে পুজো দিলেন হার্দিক পান্ডিয়া
রবিবার আইপিএল-এর গুরুত্বপূর্ণ ম্যাচে দিল্লি ক্যাপিটালসের মুখোমুখি হচ্ছে মুম্বই ইন্ডিয়ানস। তার আগে গুজরাটের সোমনাথ মন্দিরে পুজো দিলেন হার্দিক পান্ডিয়া।
ফর্মে ফেরার জন্য দৈবশক্তির সহায়তা চাইছেন মুম্বই ইন্ডিয়ানসের অধিনায়ক
এবারের আইপিএল-এ প্রথম ৩ ম্যাচেই হেরে গিয়েছে মুম্বই ইন্ডিয়ানস। চতুর্থ ম্যাচে জয় পেতে মরিয়া হার্দিক পান্ডিয়ারা।
রোহিত শর্মার সঙ্গে ব্যক্তিগত সম্পর্কের প্রভাব থেকে দলকে মুক্ত রাখাই হার্দিক পান্ডিয়ার লক্ষ্য
রোহিত শর্মা ও হার্দিক পান্ডিয়া, দুই শিবিরে বিভক্ত হয়ে গিয়েছে মুম্বই ইন্ডিয়ানস শিবির। দলের পারফরম্যান্সের উপর এর প্রভাব পড়ছে।
মুম্বই ইন্ডিয়ানস সমর্থকদের ব্যঙ্গ, কটূক্তি সহ্য করতে হচ্ছে হার্দিক পান্ডিয়াকে
মুম্বই ইন্ডিয়ানসের ঘরের মাঠ ওয়াংখেড়ে স্টেডিয়ামেই হার্দিক পান্ডিয়াকে তীব্র ব্যঙ্গ, কটূক্তি করতে দেখা গিয়েছে সমর্থকদের। এর ফলে আরও চাপে পড়ে গিয়েছেন হার্দিক।
নিজে ভালো পারফরম্যান্স দেখিয়ে মুম্বই ইন্ডিয়ানসকে জেতাতে মরিয়া হার্দিক পান্ডিয়া
চলতি আইপিএল-এ এখনও পর্যন্ত কোনও ম্যাচেই অসাধারণ পারফরম্যান্স দেখাতে পারেননি হার্দিক পান্ডিয়া। ব্যাটিং ও বোলিংয়ে ভালো পারফরম্যান্স দেখিয়ে দলকে জেতানোই তাঁর লক্ষ্য।
নিজের ও দলের খারাপ সময় চললেও, লড়াইয়ের পথ থেকে সরতে নারাজ হার্দিক পান্ডিয়া
সোশ্যাল মিডিয়া পোস্টে হার্দিক পান্ডিয়া জানিয়েছেন, ‘আমাদের দলের ব্যাপারে আপনাদের একটা কথা জানা উচিত, আমরা কখনও হাল ছাড়ব না। আমরা লড়াই চালিয়ে যাব।’
২০১৫ সালের আইপিএল-এর কথা ভেবে লড়াইয়ের জন্য তৈরি হচ্ছেন হার্দিক পান্ডিয়া
২০১৫ সালের আইপিএল-এ প্রথম ৪ ম্যাচে হারের পর শেষপর্যন্ত চ্যাম্পিয়ন হয় মুম্বই ইন্ডিয়ানস। সেই রেকর্ডের কথা মাথায় রেখেই সাহস সঞ্চয় করছেন হার্দিক পান্ডিয়া।
দলের সিনিয়র ক্রিকেটারদের সঙ্গে বিরোধ মিটিয়ে নেওয়াই হার্দিক পান্ডিয়ার লক্ষ্য
রোহিত শর্মা, জসপ্রীত বুমরা, সূর্যকুমার যাদবের মতো সিনিয়র ক্রিকেটারদের সঙ্গে বিরোধিতা বজায় থাকলে দলকে সাফল্য এনে দিতে পারবেন না হার্দিক পান্ডিয়া। এই কারণে তিনি সিনিয়র ক্রিকেটারদের সঙ্গে বিরোধ মিটিয়ে নিতে চান।