সংক্ষিপ্ত

ওয়াংখেড়ে স্টেডিয়ামে বরাবরের মতোই শুক্রবারও ব্যাটিং বিপর্যয়ের মুখে পড়ল কলকাতা নাইট রাইডার্স। মুম্বই ইন্ডিয়ানসের বিরুদ্ধে খারাপ রেকর্ড এদিনও বদল করা কঠিন।

ওয়াংখেড়ে স্টেডিয়ামে মুম্বই ইন্ডিয়ানসের বিরুদ্ধে ব্যাটিং বিপর্যয় এড়াতে পারল না কলকাতা নাইট রাইডার্স। শুক্রবার টসে হেরে প্রথমে ব্যাটিং করতে নেমে ১৯.৫ ওভারে ১৬৯ রানে অলআউট হয়ে গেল কেকেআর। ভেঙ্কটেশ আইয়ার ও মণীশ পাণ্ডে ছাড়া কেকেআর-এর অন্য কোনও ব্যাটার লড়াই করতে পারেননি। এই ২ ব্যাটার ভালো পারফরম্যান্স দেখাতে না পারলে ভদ্রস্থ স্কোরে পৌঁছতে পারত না কেকেআর। ৫৭ রানে ৫ উইকেট হারিয়ে দল যখন বিপাকে, তখন লড়াই শুরু করেন ভেঙ্কটেশ ও মণীশ। ৫২ বলে ৭০ রান করেন ভেঙ্কটেশ। ৩১ বলে ৪২ রান করেন মণীশ। বাকিরা কেউই বেশিক্ষণ ক্রিজে টিকে থাকতে পারেননি।

মুম্বইয়ের অসাধারণ বোলিং

এদিন ইনিংসের চতুর্থ বলেই প্রথম উইকেট হারায় কেকেআর। ৫ রান করেই আউট হয়ে যান ওপেনার ফিলিপ সল্ট। অপর ওপেনার সুনীল নারিন করেন ৮ রান। ৬ বলে ১৩ রান করেন অঙ্গকৃশ রঘুবংশী। ৮ বলে ৯ রান করেন রিঙ্কু সিং। ২ বলে ৭ রান করেন আন্দ্রে রাসেল। ৪ বলে ২ রান করেন রমনদীপ সিং। ২ বলে ০ রান করে আউট হয়ে যান মিচেল স্টার্ক। ০ রানে অপরাজিত থাকেন বৈভব অরোরা। মুম্বইয়ের হয়ে ১৮ রান দিয়ে ৩ উইকেট নেন জসপ্রীত বুমরা। ৪২ রান দিয়ে ৩ উইকেট নেন নুয়ান থুসারা। ৪৪ রান দিয়ে ২ উইকেট নেন অধিনায়ক হার্দিক পান্ডিয়া। ১৫ রান দিয়ে ১ উইকেট নেন পীযূষ চাওলা।

টসে জিতে বাজিমাত মুম্বইয়ের

এদিন টসের সময় হার্দিক বলেছিলেন, তাজা উইকেটে প্রথমে বোলিং করার সুবিধা পাবেন তাঁরা। ঠিক সেটাই হল। কেকেআর-এর বেশিরভাগ ব্যাটারই সুবিধা করতে পারলেন না। ফলে ঘরের মাঠে জয়ের আশায় মুম্বই।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

আরও পড়ুন-

MS Dhoni: জার্সিতে অটোগ্রাফ ধোনির, ১০৩ বছর বয়সি সিএসকে সমর্থককে বিশেষ উপহার

Rinku Singh: কেন টি-২০ বিশ্বকাপের মূল দলে নেই রিঙ্কু? ব্যাখ্যা আগরকরের

IPL 2024: শেষ বলে কামাল ভুবনেশ্বরের, রাজস্থানের বিরুদ্ধে ১ রানে জয় হায়দরাবাদের