সংক্ষিপ্ত

চলতি আইপিএল-এ পয়েন্ট তালিকায় শেষের দিকে আছে মুম্বই ইন্ডিয়ানস ও পাঞ্জাব কিংস। বৃহস্পতিবার এই ২ দলের লড়াই অবশ্য জমে উঠেছিল। টানটান উত্তেজনার ম্যাচ দেখা গেল।

বৃহস্পতিবার পাঞ্জাব কিংসকে ৯ রানে হারিয়ে চলতি আইপিএল-এ তৃতীয় জয় পেল মুম্বই ইন্ডিয়ানস। ৭ ম্যাচ খেলে হার্দিক পান্ডিয়ার দলের পয়েন্ট ৬। পয়েন্ট তালিকায় ৭ নম্বরে উঠে এল মুম্বই। অন্যদিকে, এদিনও হেরে যাওয়ায় ৭ ম্যাচ খেলে ৪ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকায় ৯ নম্বরে নেমে গেল পাঞ্জাব কিংস। তবে এদিন পাঞ্জাব হেরে গেলেও, স্মরণীয় হয়ে থাকবে আশুতোষ শর্মার বিস্ফোরক ব্যাটিং। ৮ নম্বরে ব্যাটিং করতে নেমে ২৮ বলে ৬১ রান করেন তিনি। এই ইনিংসে ছিল ২টি বাউন্ডারি ও ৭টি ওভার-বাউন্ডারি। অসাধারণ ব্যাটিং করেও দলকে জেতাতে পারলেন না আশুতোষ। মুম্বই ইন্ডিয়ানকে জিতিয়ে দিলেন সূর্যকুমার যাদব, রোহিত শর্মা, তিলক ভার্মা ও জসপ্রীত বুমরা। ৫৩ বলে ৭৮ রান করেন সূর্যকুমার। তিনি ৭টি বাউন্ডারি ও ৩টি ওভার-বাউন্ডারি মারেন। ২৫ বলে ৩৬ রান করেন রোহিত। ১৮ বলে ৩৪ রান করে অপরাজিত থাকেন তিলক। ২১ রান দিয়ে ৩ উইকেট নেন বুমরা। ৩২ রান দিয়ে ৩ উইকেট নেন জেরাল্ড কোটজি।

ভালো বোলিংয়ের সুবাদেই জয় মুম্বইয়ের

এদিন টসে জিতে প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন পাঞ্জাব কিংসের অধিনায়ক স্যাম কারান। প্রথমে ব্যাটিং করতে নেমে ৭ উইকেটে ১৯২ রান করে মুম্বই ইন্ডিয়ানস। জবাবে ১৯.১ ওভারে ১৮৩ রানে অলআউট হয়ে গেল পাঞ্জাব কিংস। কারান জোড়া উইকেট নিলেও, ৪১ রান দেন। ৪২ রান দিয়ে ১ উইকেট নেন কাগিসো রাবাডা। ৩১ রান দিয়ে ৩ উইকেট নেন হর্ষল প্যাটেল। মুম্বইয়ের হয়ে বুমরা ও কোটজি ভালো বোলিং করায় জয়ের কাছাকাছি গিয়েও থেমে যেতে হল পাঞ্জাবকে।

ফের ব্যর্থ হার্দিক

মুম্বই এদিন জয় পেলেও, ভালো পারফরম্যান্স দেখাতে পারলেন না অধিনায়ক হার্দিক। ৫ নম্বরে ব্যাটিং করতে নেমে ৬ বলে ১০ রান করার পর ৪ ওভার বোলিং করে ৩১ রান দিয়ে ১ উইকেট নেন। অধিনায়কের ফর্ম নিয়ে মুম্বইয়ের চিন্তা দূর হচ্ছে না।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

আরও পড়ুন-

Rohit Sharma: আইপিএল-এ ২৫০ ম্যাচ, মহেন্দ্র সিং ধোনির নজির স্পর্শ রোহিত শর্মার

Rohit Sharma: আইপিএল-এর মাঝেই টি-২০ বিশ্বকাপ নিয়ে বৈঠকের খবর অস্বীকার রোহিতের

IPL 2024: ৮৯ রানে অলআউট গুজরাট টাইটানস, ৬৭ বল বাকি থাকতেই জয় দিল্লি ক্যাপিটালসের