সংক্ষিপ্ত

এবারের আইপিএল-এ দলগতভাবে ভালো পারফরম্যান্স দেখাচ্ছে কলকাতা নাইট রাইডার্স। মঙ্গলবার কোয়ালিফায়ার ১-এ সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধেও দুর্দান্ত বোলিং করলেন মিচেল স্টার্করা।

আসল ম্যাচে যখন জ্বলে উঠলেন কলকাতা নাইট রাইডার্সের অস্ট্রেলিয়ান পেসার মিচেল স্টার্ক, তখন চূড়ান্ত ব্যর্থ সানরাইজার্স হায়দরাবাদের অস্ট্রেলিয়ান ব্যাটার ট্রেভিস হেড। মঙ্গলবার আইপিএল কোয়ালিফায়ার ১-এ কেকেআর-এর বিরুদ্ধে টসে জিতে প্রথমে ব্যাটিং করতে নেমে ১৯.৩ ওভারে ১৫৯ রানে অলআউট হয়ে গেল হায়দরাবাদ। রাহুল ত্রিপাঠি, হেইনরিক ক্লাসেন ও অধিনায়ক প্যাট কামিন্স ছাড়া হায়দরাবাদের আর কোনও ব্যাটার বিশেষ লড়াই করতে পারলেন না। কেকেআর বোলারদের মধ্যে সবচেয়ে সফল স্টার্ক। পাশাপাশি ভালো বোলিং করলেন বরুণ চক্রবর্তী, বৈভব অরোরা, হর্ষিত রানা, আন্দ্রে রাসেল। এবার ব্যাটাররা ভালো পারফরম্যান্স দেখাতে পারলেই ফাইনালে পৌঁছে যাবে কেকেআর।

ব্যর্থ হায়দরাবাদের ওপেনিং জুটি

এবারের আইপিএল-এ ভালো পারফরম্যান্স দেখিয়েছেন হায়দরাবাদের ওপেনার হেড ও অভিষেক শর্মা। এদিন ২ বল খেলে রান করার আগেই আউট হয়ে যান হেড। ৪ বল খেলে ৩ রান করেন অভিষেক। ১০ বলে ৯ রান করেন নীতীশ রেড্ডি। প্রথম বলেই আউট হয়ে যান শাহবাজ আহমেদ (০)। ৩৯ রানে ৪ উইকেট খুইয়ে বসে হায়দরাবাদ। এই পরিস্থিতিতে ইনিংসের হাল ধরেন ত্রিপাঠি (৩৫ বলে ৭টি বাউন্ডারি ও ১টি ওভার-বাউন্ডারির সাহায্যে ৫৫) ও ক্লাসেন (২১ বলে ৩২)। ১২ বলে ১৬ রান করেন আবদুল সামাদ। প্রথম বলেই আউট হয়ে যান সানভীর সিং (০)। ২৪ বলে ৩০ রান করেন কামিন্স। ৪ বল খেলে রান করার আগেই আউট হয়ে যান ভুবনেশ্বর কুমার। ৫ বলে ৭ রান করে আউট হয়ে যান বিজয়কান্ত বিয়াসকণ্ঠ।

স্টার্কের দুরন্ত বোলিং

কেকেআর-এর হয়ে ৪ ওভারে ৩৪ রান দিয়ে ৩ উইকেট নিলেন স্টার্ক। ৪ ওভারে ২৬ রান দিয়ে ২ উইকেট নিলেন বরুণ। ১ উইকেট করে নিলেন বৈভব, হর্ষিত, সুনীল নারিন ও রাসেল।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

আরও পড়ুন-

IPL 2024: বৃষ্টির জন্য কোয়ালিফায়ার ১ ভেস্তে গেলে কেকেআর-এর কী হবে?

Rohit Sharma: ব্যক্তিগত গোপনীয়তা লঙ্ঘন, আইপিএল সম্প্রচারকারী চ্যানেলের উপর ক্ষুব্ধ রোহিত

MS Dhoni: আরসিবি-কে প্লে-অফের পৌঁছতে সাহায্য করল ধোনির ১১০ মিটারের ওভার-বাউন্ডারি?