সংক্ষিপ্ত
এবারের আইপিএল-এ অসামান্য ব্যাটিং করেছেন রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর তারকা বিরাট কোহলি। টি-২০ বিশ্বকাপের আগে অসাধারণ ফর্মে বিরাট।
রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু এবারও আইপিএল চ্যাম্পিয়ন হতে পারেনি। তবে নতুন রেকর্ড গড়লেন আরসিবি-র তারকা ব্যাটার বিরাট কোহলি। প্রথম ভারতীয় ব্যাটার হিসেবে আইপিএল-এ দ্বিতীয়বার অরেঞ্জ ক্যাপ জিতলেন বিরাট। এবারের আইপিএল-এ ১৫ ম্যাচ খেলে ৭৪১ রান করেন এই তারকা ব্যাটার। তাঁর ধারেকাছে অন্য কেউ নেই। আইপিএল-এর ইতিহাসে তৃতীয় ব্যাটার হিসেবে একাধিকবার অরেঞ্জ ক্যাপ জেতার নজির গড়লেন বিরাট। ৩ বার অরেঞ্জ ক্যাপ জিতেছেন ডেভিড ওয়ার্নার। ২ বার অরেঞ্জ ক্যাপ জিতেছেন ক্রিস গেইল। এবার এই নজির গড়লেন বিরাট। তিনিই প্রথম ব্যাটার হিসেবে আইপিএল-এ ৮,০০০ রানের গণ্ডি পেরিয়ে গিয়েছেন। কোনও একটি মাঠে ৩,০০০-এর বেশি রান করার রেকর্ডও গড়েছেন বিরাট।
আইপিএল-এ সফলতম ব্যাটার বিরাট
২০১৬ সালের আইপিএল-এ প্রথমবার অরেঞ্জ ক্যাপ জেতেন বিরাট। সেবার তিনি ৯৭৩ রান করেন। আইপিএল-এর ইতিহাসে কোনও এক মরসুমে অন্য কোনও ব্যাটার এত রান করতে পারেননি। এবারের আইপিএল-এও একমাত্র ব্যাটার হিসেবে ৭০০-এর বেশি রান করলেন বিরাট। দ্বিতীয় সর্বাধিক ৫৮৩ রান করেছেন চেন্নাই সুপার কিংসের অধিনায়ক রুতুরাজ গায়কোয়াড়। রাজস্থান রয়্যালসের তারকা রিয়ান পরাগ করেছেন ৫৭৩ রান। তিনিই একমাত্র ব্যাটার, যিনি এখনও আন্তর্জাতিক ক্রিকেটে খেলার সুযোগ না পেলেও, এবারের আইপিএল-এ সবচেয়ে বেশি রান করা ব্যাটারদের তালিকায় প্রথম ৩ জনের মধ্যে আছেন।
পার্পল ক্যাপ হর্ষল প্যাটেলের
রবিবার আইপিএল ফাইনালে সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে ৫ উইকেট নিতে পারলে পার্পল ক্যাপ জিততেন কলকাতা নাইট রাইডার্সের স্পিনার বরুণ চক্রবর্তী। কিন্তু তিনি নেন ১ উইকেট। ফলে পার্পল ক্যাপ জিতলেন পাঞ্জাব কিংসের পেসার হর্ষল প্যাটেল। ১৪ ম্যাচ খেলে ২৪ উইকেট নিয়েছেন হর্ষল। ২১ উইকেট নিয়ে দ্বিতীয় স্থানে বরুণ।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।
আরও পড়ুন-
IPL 2024 Final KKR Vs SRH: আইপিএল-এর ইতিহাসে সবচেয়ে একপেশে ফাইনাল, তৃতীয়বার চ্যাম্পিয়ন কেকেআর
IPL 2024 Final KKR Vs SRH: সবচেয়ে বেশিবার আইপিএল ফাইনাল খেলা দলগুলির তালিকায় কত নম্বরে কেকেআর?